কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় (RG Kar Rape and Murder Case) জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল ( Sandip Ghosh and Abhijit Mandal)। মূলত গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন দেওয়া হয়েছে। এরপরেই এদিন সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র চিকিৎসকেরা।


সন্দীপ-অভিজিতে জামিনে জুনিয়র চিকিৎসকদের নিশানায় CBI


এদিন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন,  সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ, জুনিয়র ডাক্টার -সিস্টার, যারা এখানে আছেন, আপনারা জানেন ৯ অগাস্ট, আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনাই আজকে, ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল, আজকে জামিন পেয়েছে। আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক-সমাজের সমস্ত স্তরের মানুষ এই ডাকে সারা দিয়েছিল। আজকে ৯০ দিনের পেরিয়ে যাওয়ার পরেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে কোনও চার্জশিট দেখতে পেলাম না।  তাই তারা আজকে জামিন পেয়েছে কোর্ট থেকে।'


আরও পড়ুন, ধর্ষণ-খুনের মামলায় কী করে জামিন সন্দীপ ও অভিজিতের ? বড় প্রশ্ন জুনিয়র চিকিৎসকের, 'পুলিশের মতোই CBI..' !


RG Kar মামলায় 'ব্যর্থতার দায় নিতে হবে CBI-কে..' 


তিনি আরও বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতি উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত। অভিযুক্ত আশীষ পাণ্ডে। সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম, রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল দেওয়ার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন, যে সরকারি কর্মচারী তাঁরা, সেই ক্লিয়ারেন্স ২৭ নভেম্বর চেয়েছে সিবিআই, তারপরেও আজও রাজ্য প্রশাসন দিচ্ছে না। আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআইয়ের। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই,  এই ব্যর্থতার দায় সিবিআই-কে নিতে হবে। কেন তাঁরা ৯০ দিন পরেও চার্জশিট দিতে পারল না ?  তিনি আরও বলেন, ভাবাবেগে কে আঘাত করল ? CBI এর আঘাতের প্রশ্ন আসে না। দেশের সর্বোচ্চ আদালত যার মনিটেরিংয়ে এই তদন্ত চলছে, তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না ?'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।