কলকাতা: সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, আজ দুপুরে রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে রাজভবন অভিযানের ঘোষণা । গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা।CBI-এর প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে। তা নিয়ে বিভিন্ন প্রতিবাদী সংগঠন থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসক অনেকেই সন্তুষ্ট নন। এবার সিবিআইয়ের সেই চার্জশিটের প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।


আজ চিকিৎসকদের সব সংগঠনকে বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব। প্রত্যেক চিকিৎসকদের সংগঠনকে ২ জন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছেন মনোজ পন্থ। সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুনানি, ঠিক তার আগেই, ৮টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে আহ্বান করল রাজ্য সরকার। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় হবে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে ই-মেল করে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব।চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, জোড়া মেল এসেছে। দুটো চিঠি। আমরা জানি নিষ্ফলা বৈঠক হবে। আমাদের যখন ডাকা হয়েছে। আমরা তুলে ধরব। জুনিয়র চিকিৎসকরা তো নিউটাউনে ফ্ল্যাট চায়নি। বা বেতন বাড়াতে বলেননি। তাদের দাবি, সকলের দাবি। 


আরও পড়ুন, সোমবার পেট্রোলের দরে বদল, দাম কমল কোথায় কোথায় ?


এর আগে ৯ অক্টোবর ষষ্ঠীর দিন, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবনে ডেকে বৈঠক করেছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্য পুলিশের DG।কিন্তু নিষ্ফলা হয় সেই বৈঠক।এই প্রেক্ষাপটে সোমবার ৮টি চিকিৎসক সংগঠনকে, স্বাস্থ্যভবনে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব। অন্যদিকে এরই মধ্যে এবার,স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ করলেন ১ জন সদস্য। মুখ্যসচিবকে ইমেল পাঠিয়ে পদত্যাগ করলেন চিকিৎসক স্মার্ত পুলাই। চলতি মাসের শুরুতে, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের নানান অভাব-অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করে নবান্ন। নাম দেওয়া হয় স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। এই কমিটিতে রাখা হয় ৭ জনকে। সেই কমিটি গঠন করার পর ২ সপ্তাহ কাটতে না কাটতেই, পদত্যাগ করলেন ১ জন সদস্য। ইস্তফার কারণ হিসেবে স্মার্ত পুলাইয়ের বক্তব্য, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির অংশ হিসাবে থাকতে পারব না। স্বনামধন্য এই কমিটিতে আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ কিন্তু অনিবার্য কারণবশত আমার ভূমিকা পালন না করতে পারায় ক্ষমাপ্রার্থী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।