কলকাতা: গতকাল স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে আসে স্বাস্থ্য সচিবের ই-মেল। দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। বৈঠকে যেতে রাজ্য সরকারকে শর্ত জুনিয়র ডাক্তারদের। এরপর এদিন সন্ধ্যায় মুখ্যসচিব, মন্ত্রীর সাংবাদিক বৈঠক হয়। চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, 'খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন মুখ্যমন্ত্রী। আলোচনায় যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়। শর্ত দিয়ে কখনও খোলা মনকে বিচার করা সম্ভব নয়।তাহলে কী পিছনে কোনও রাজনীতি লুকিয়ে আছে ? জুনিয়র ডাক্তাদের বলব রাজনীতির প্ররোচনায় পা দেবেন না।' যদিও নিজেদের জায়গায় অটুট আন্দোলনকারী চিকিৎসকেরা। 'শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত', বৈঠক শেষ হতেই স্পষ্টবার্তা জুনিয়র ডাক্তারদের।


চিকিৎসক অভিনেতা কিঞ্জল : প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি রয়েছে। কিন্তু রাজনীতির বাইরেও, প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই। কোনও রাজনীতির প্রভাব নেই। সম্পূর্ণ একটি অরাজনৈতিক একটি আন্দোলন। 


সাংবাদিক: তোমাদের রেসপন্স পজিটিভ নয়। খোলা মনে আলোচনার দিকে তোমরা এগোতে চাইছিলে না। বৈঠকে এই কথা বলা হয়েছে। 


চিকিৎসক অভিনেতা কিঞ্জল : আমি এটা জানতে চাই যে, পজিটিভ রেসপন্স মানে কী, সত্যি কথা বলতে আমরা আলোচনা করতে চেয়েছি। এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি, যে আমাদের যে ৫ দফা দাবি আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। এবং এখানে ২৬ মেডিক্যাল কলেজটি রয়েছে, তাঁদের যারা প্রতিনিধি রয়েছে, নুন্যতম তাঁদেরকে যেতে দিতে হবে।


সাংবাদিক: শর্ত আরোপ করা হচ্ছে, খোলা মনে আলোচনা চাওয়া হচ্ছে না, বলা হচ্ছে।


চিকিৎসক অভিনেতা কিঞ্জল :এখন কোনটাকে খোলা মনে, কোনটাকে শর্ত বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, সেটাকে উনি হয়তো শর্ত ভাবছেন। তাই আমাদের যে দাবিগুলি আছে, সেগুলি খুব সুস্পষ্ট। আমরা যে মেইল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলি, মেনে নিয়ে যদি আলোচনা হয়, আমরা সদা প্রস্তুত আলোচনার জন্য।


আরও পড়ুন, কলকাতায় পুজোর আগে আসছে না পদ্মার ইলিশ !


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।