কলকাতা : এর আগে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল এই কারণে। এবারও সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকেও এই ইস্যুতে জটিলতার কথা শোনা যাচ্ছে। ৭টা ১০ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল বৈঠক।


মুখ্যসচিবের মেল পাওয়ার পর ৩০ জন জুনিয়র চিকিৎসকের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য রওনা দেন। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন তাঁরা স্বচ্ছতার কথা বলে গিয়েছিলেন। এরপর বাসে চেপে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যান কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁরা ঢুকেও গেছেন বৈঠকে। তবে, ৭টা ১০ মিনিট নাগাদ বৈঠক শুরুর কথা থাকলেও, সাময়িক জটিলতা তৈরা হয় বলে সূত্রের খবর। কারণ, আন্দোলনকারীরা বৈঠকের লাইভ স্ট্রিমিং দাবি করেন। তবে, একাংশ আন্দোলনকারী নিজেদের দাবিতে অনড়। আরও জানা যায়, আজ জুনিয়র চিকিৎসকদের তরফে যে মেল পাঠানো হয়েছিল, সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবেও সরকারের তরফেও বিষয়টি নিয়ে কোথাও উচ্চবাচ্য করা হয়নি। তবে, সরকারের তরফে কোনও সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতেও পারে বলে শোনা যায়। অর্থাৎ জটিলতা তৈরি হয়েছে। একাংশ জুনিয়র ডাক্তার চাইছেন, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক। মুখ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি নিয়ে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে মানুষের কাছে তাঁরা পরিষ্কার থাকতে চাইছেন।


বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে ফের একবার সরব হন নিজেদের ৫ দফা দাবিতে। সঙ্গে এও জানিয়ে দেন আগের বারের মতোই ৩০-৩৫ জনের দল বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছে। কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেই মেল করে তাঁদের আহ্বান জানান মুখ্যসচিব। যার জবাবে বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 


তবে, বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একাধিক বিষয় তুললেন। জুনিয়র ডাক্তারদের তরফে এক চিকিৎসক বলেন, "উনি এখানে এসেছেন মানে, আজ আমরা এই যে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি...গত ৩৫ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি তা যে অত্যন্ত ন্যায্য... উনি এসেছেন, তার মাধ্যমে প্রমাণিত। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এল। আমরা বলেছিলাম, আমরা এখনই যে কোনও জায়গায়, যে কোনওভাবে আলোচনায় প্রস্তুত। আমাদের ৫টা দাবি নিয়েই আলোচনা হতে হবে। স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হল, আমরা ভেবেছিলাম কোনও একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে। সেটা স্বাস্থ্যভবন হতে পারে, নবান্ন হতে পারে। এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু, খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হল কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু, উনি হয়ত ভেবেছেন এই যে বাড়িতে ডেকেছেন তাই আমরা হয়তো যাব না। আমরা আমাদের ৫টা দাবি কালীঘাটে গিয়েই ওঁর কানে শুনিয়ে আসতে চাই।"