RG Kar Case Live Updates: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
গতকাল তুলকালামের পর আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। আজ কমিটির সামনে ডাকা হয়েছে ১১ জনকে। গতকাল শুনানি না হওয়ায় রোহন কুণ্ডুকে ফের ডাকা হয়েছে।
মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা। সিপি-র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের। 'আর জি কর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ?' প্রশ্ন মামলাকারীর। কাল ডাক্তারদের মিছিলেরও অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। কালই জোড়া মামলার শুনানি।
আরামবাগে জল কমতে শুরু করলেও ফের বৃষ্টির ফলে খানাকুলে প্লাবনের আশঙ্কা। জলমগ্ন একাধিক গ্রাম।
কংসাবতী নদীর বাঁধ ভেঙে জলের তলায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। এখনও জলের তলায় বিঘার পর বিঘা জমি। ফের বৃষ্টি হওয়ায় চরম আশঙ্কায় বাসিন্দারা। নদী বাঁধ মেরামতির কাজ শুরু হলেও সম্পূর্ণ হয়নি, প্রশাসন সূত্রে খবর।
দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি। 'ডিভিসি-র ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলে বানভাসি হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী ও সুবর্ণরেখার জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রাজ্যের ৪টি জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ ডিভিসি-র থেকে বেশি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কি রাজ্যের জলাধার থেকে জল ছাড়া হয়েছে?' নথি দেখিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
আর জি কর মেডিক্যালে আন্দোলনের মঞ্চে বসেই এমবিবিএসের পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন সিনিয়র পিজিটি-রা। সামনেই পরীক্ষা, তাই আন্দোলন ও লেখাপড়া একইসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য অভিনব পদক্ষেপ। আগামীদিনে আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে, তা নিয়েও আজ সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা।
আর জি কর কাণ্ডের তদন্তে, সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে, সেটা ভয়ঙ্কর এবং সত্যিই বিচলিত হওয়ার মতো। পাশাপাশি, নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য় CBI-কে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থ-কেই নয়। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক রদবদল করল সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। একমাসব্য়াপী সেই আন্দোলনের কাছেই, সোমবার নতিস্বীকার করতে হয়েছে রাজ্য় সরকারকে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানো হল EFR এর সেকেন্ড ব্য়াটেলিয়ানের CO পদে।
৩৮ দিনে আন্দোলন, ৮ দিনে ধর্না, এবার সৌগতর নিশানায় জুনিয়র ডাক্তাররা। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তাকে সরানো নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ সৌগতর। 'এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না, ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কি না জানি না। তিন-চারজন অফিসার ট্রান্সফার হয়েছে, তাঁরা তো পারমানেন্ট। সবার ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা উচিত। দুদিন বৈঠক ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, আমাদের গায়ে জ্বালা ধরেছে। জুনিয়র ডাক্তাররা মনে করছে তাঁরা বিপ্লবী হয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করিনি, করার সুযোগ ছিল', জুনিয়র ডাক্তারদের আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের
রাত দখলের পর এবার মশাল হাতে রাস্তা দখলের ডাক। আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ও নারী সুরক্ষার দাবিতে এবার রিলে মশাল মিছিলের ডাক। শুক্রবার কলকাতায় ৪০ কিলোমিটার রিলে মশাল মিছিলের ডাক। একাধিক সংগঠন একসঙ্গে মিলে শুক্রবার কলকাতায় রিলে মশাল মিছিলের ডাক।
কোর্টে পেশ, বেরোনোর সময়েও দফায় দফায় বিক্ষোভের মুখে সন্দীপ-অভিজিৎ। বাইরে জুতো হাতে অপেক্ষায় শ'য়ে শ'য়ে মানুষ ! শিয়ালদা কোর্টের বাইরে টালা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে ঘিরেও বিক্ষোভ। চিকিৎসক-ধর্ষণ খুনের মামলা, ৩দিনের সিবিআই হেফাজতে সন্দীপ-অভিজিৎ।
আর জি কর-কাণ্ডে প্রতিবাদের পর, এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ লেখেন, ‘জাগো বাংলা’-র কোনও এডিশনেই সম্পাদক হিসেবে তাঁর নাম ব্যবহার করা যাবে না। এরপরেও তাঁর নাম ব্যবহার করা হলে, তাঁর কোনওরকম ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকবে বলে এক্স হ্যান্ডলে লেখেন সুখেন্দুশেখর রায়।
আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে ফের হেফাজতে চাইল সিবিআই। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে ৩ দিনের হেফাজতে নেওয়ার আবেদন সিবিআইয়ের। 'চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের' মোবাইল ফোনের কল রেকর্ডের ভিত্তিতে সন্দীপ, অভিজিৎ জেরা করা হয়েছে : সিবিআই।
কলকাতা পুরসভার বাইরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ। কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ পুরসভা কর্মীদের। পুজো, পুজোর মতো হোক, আমরা উৎসবে নেই, প্রতিবাদে আছি, দাবি বিক্ষোভকারীদের
সরকারি হাসপাতালের সুরক্ষায় দেড় হাজার বেসরকারি রক্ষী! বিস্মিত আদালত। 'মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার, তারপরও সুরক্ষায় চুক্তিভিত্তিক কর্মী', কীভাবে নিরাপত্তা আশা করেন? ফের সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। 'মহিলারা নাইট ডিউটি করবেন কিনা, সেটা সরকার ঠিক করতে পারে না', রাত্তিরের সাথী সংক্রান্ত বিজ্ঞপ্তি বদল করুন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিজ্ঞপ্তির ওই অংশ মুছে ফেলা হবে, জানালেন রাজ্যের আইনজীবী
আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি, শিয়ালদা কোর্টে জানাল সিবিআই। 'এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে, গণধর্ষণের কোনও তথ্য মেলেনি। চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর ষড়যন্ত্র করেছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল'।
মুখ্যমন্ত্রী দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। বাজেট ছাড়া নিরাপত্তায় কী পদক্ষেপ, পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। কোনও কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ প্রধান বিচারপতির।
বাম জমানায় মাওবাদী-দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মনোজ ভার্মা। ২০০৮: পুলিশ বয়কট হঠাতে লালগড়-সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব। পঃ মেদিনীপুরের SP হিসেবে মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনে অভিযান। কিষেণজির এনকাউন্টারের সময় CIF-এর প্রধান ছিলেন মনোজ ভার্মা। ব্যারাকপুরের CP হিসেবে দুষ্কৃতী দমনে বিশেষ ভূমিকা ছিল মনোজ ভার্মার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকের দায়িত্বও ছিলেন IPS মনোজ ভার্মা। ADG আইনশৃঙ্খলা থেকে কলকাতার CP হলেন মনোজ ভার্মা
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত-অভিষেককে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আর জি কর-কাণ্ডে আন্দোলনের চাপে বিনীতকে সরিয়ে কলকাতায় নতুন CP। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা।
দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জনস্বাস্থ্য দফতরের OSD করে পাঠানো হল দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন
অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা
কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ করা হল বিনীত গোয়েলকে
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি-র ম্যারাথন তল্লাশি অভিযান। কলকাতা, হুগলি-সহ একযোগে ৬টি জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। বালিগঞ্জ সার্কুলার রোডের রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে মেডিক্যাল সরঞ্জাম ব্যবসায়ী সন্দীপ জৈনের অফিসে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে তল্লাশি। অ্যাপার্টমেন্টের একতলায় শ্রীযশ ট্রেডিং কোম্পানির ঝাঁ চকচকে অফিস, যার মালিক সন্দীপ জৈন। ইডি-র দাবি, এই সংস্থা আর জি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন ধরনের যন্ত্র সরবরাহ করত। তার সঙ্গে আর জি কর হাসপাতালে অক্সিজেন প্লান্টের রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব পেয়েছিল সন্দীপ জৈনের সংস্থা। ইডি-র দাবি, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ টাকার বিনিময়ে বেশ কিছু সংস্থাকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। এর আগে লেকটাউনের কালিন্দীতে অক্টেন মেডিক্যালের মালিক, আরেক মেডিক্যাল সরঞ্জাম সাপ্লায়ার দেবদত্ত চট্টোপাধ্যায়ের অফিসেও হানা দেয় ইডি। এরপর আজ সন্দীপ জৈনের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।
'"আরজি কর মামলার রায় কবে দেবেন?" প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে প্রশ্ন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের।
মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য 'রাতের সাথী' প্রকল্প চালু করার কথা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রাজ্যের তরফে। এই প্রকল্প নিয়ে তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করছে বিরোধীরা।
ঝাড়খণ্ডের একাংশ ও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC. এর ফলে দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে দেড় লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ জল ছাড়ার পরিমাণ দেড়লক্ষ কিউসেক ছাড়িয়ে গেছে।
আর জি কর-কাণ্ডে প্রতিবাদের পর, এবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ লেখেন, ‘জাগো বাংলা’-র কোনও এডিশনেই সম্পাদক হিসেবে তাঁর নাম ব্যবহার করা যাবে না। এরপরেও তাঁর নাম ব্যবহার করা হলে, তাঁর কোনওরকম ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকবে বলে এক্স হ্যান্ডলে লেখেন সুখেন্দুশেখর রায়।
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখলের লড়াইতেও বিচারের দাবি। শিশু-কিশোরদের হাতে লাটাই, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে আকাশে উড়ছে লাল-নীল-কালো রঙের ঘুড়ি। কাটাকুটি নয়, সংহতির ঘুড়ি উড়ুক, এই বার্তা নিয়ে কচিকাঁচাদের পাশে যাদবপুরের কিশোর বাহিনী। রাজ্যজুড়ে কিশোর সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। শিশু-কিশোরদের সমাজ সচেতন করাই লক্ষ্য জানিয়েছেন আয়োজকরা।
আপাতত বিরতি সুপ্রিম কোর্টের শুনানিতে। দুপুর ২টোয় ফের শুরু হবে।
আর জি করের নির্যাতিতার মৃতদেহের চালানের প্রসঙ্গ ফের উঠল সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী কপিল সিবল জানান, ১৯৯৭ সাল থেকে ৫৩৭১ ফর্মটির ব্যবহার বন্ধ রয়েছে। হাইকোর্টকে তা দেখানো হয়নি, মিথ্যে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ীই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
'বেসরকারি সংস্থার ১ হাজার ৫১৪ জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে, এটা আপত্তিকর। সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার ছিল', সওয়াল সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর। এদের জায়গায় নিয়মিত পুলিশকর্মীদের নিয়োগ করা হোক, দাবি ইন্দিরা জয়সিংহর।
সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, জবাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে ভয় দেখানো হচ্ছে বলে দাবি সিবলের।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ উঠল আদালতে। কপিল সিবলের প্রশ্ন, "জুনিয়র ডাক্তাররা যদি কাজে না ফেরেন, কী করা যেতে পারে?" প্রধান বিচারপতি বলেন, "শেষবারের নির্দেশে আমরা বলেছিলাম, যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে। আর্থিক বরাদ্দের পাশাপাশি, আপনারা কী কী পদক্ষেপ করেছেন, জানতে চাই। "
মহিলারা রাতে কাজ করতে পারবেন না, কোন যুক্তিতে বলা হল? কেন মহিলা ডাক্তারদের সীমা বেঁধে হচ্ছে? ওঁরা এই ছাড় চান না। মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত। আপনাদের বিষয়টি দেখা উচিত। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া। বিজ্ঞপ্তি সংশোধন করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া। মহিলা ডাক্তাররা রাতে কাজ করতে পারবেন না, একথা বলতে পারেন না। পাইলট, সেনা, সবেতে রাতে কাজ হয়। পুরুষ চিকিৎসকরা যতক্ষণ কাজ করবেন মহিলারাও সেই সময় সীমা মেনে কাজ করতে পারেন: প্রধান বিচারপতি।
কর্মবিরতি নিয়ে রাজ্যের দাবি বিভ্রান্তিকর, সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন, বললেন চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে উদ্ধৃত রাজ্যের দেওয়া রিপোর্ট অসত্য, বললেন চিকিৎসকদের আইনজীবী।
কেন কলকাতা পুলিশ মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে? প্রশ্ন উঠল আদালতে। ৭ থেকে ৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, দাবি কপিল সিবলের
সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত: প্রধান বিচারপতি। 'কেন কলকাতা পুলিশ মাত্র ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে?
কেন পুরো সিসিটিভি-র ফুটেজ দেওয়া হয়নি? ফুটেজ খতিয়ে দেখা দরকার, প্রতিক্রিয়া ফিরোজ এডুলজির। সাত থেকে আট ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, দাবি সিবলের।
'আমাদের সিবিআই-কে যথেষ্ট সময় দিতে হবে', জানালেন প্রধান বিচারপতি। যারা খুনের জায়গায় ছিল, তাদের নাম মুখবন্ধ খামে জমা দিতে পারি। খোলা আদালতে এসব নাম বলব না: ইন্দিরা জয়সিংহ। তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ : প্রধান বিচারপতি।
আর জি কর মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতায় সওয়াল কপিল সিবলের। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, সিব্বলের সওয়াল খারিজ করে বললেন প্রধান বিচারপতি।
রাজ্য সরকার দোষীদের আড়াল করছে না, আমি আদালতে হেসেছি বলা হচ্ছে, কবে হেসেছিলাম আমি? কপিল সিবল
আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে গোটা দেশ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি। এর আগে ৯ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট।
ভরসন্ধেয় গড়িয়া ঢালাই ব্রিজের কাছে জনবহুল এলাকা থেকে স্ত্রীর সামনেই স্বামীকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ। স্বামীকে বাঁচাতে গাড়ির পিছনে ছুটতে শুরু করেন স্ত্রী। গড়িয়া ট্রাফিক গার্ডে অভিযোগ জানানোর পর তৎপর হয় পুলিশ। প্রায় ৫০০ মিটার ধাওয়া করে পাটুলি মোড়ে গাড়ি সমেত পাকড়াও করে ২ জনকে, আরেক অভিযুক্ত পালিয়ে যায়। অপহৃত বাইক চালককে উদ্ধার করেছে পাটুলি থানার পুলিশ। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। মহিলার দাবি, বাইক না গাড়ি, কে আগে যাবে এই নিয়ে তাঁর স্বামীর সঙ্গে গাড়ির আরোহী ৩ যুবকের বচসা হয়। তার জেরেই বাইক চালককে অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ। ধৃত বিভাস সর্দার ও ঋষি সিং-কে আজই আলিপুর আদালতে তোলা হবে। নেপথ্যে অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ।
সন্ধে পেরিয়ে রাত, ম্যারাথন বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবিই মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। আর এরপরই ধর্নামঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি। তদন্ত কতদূর এগোল তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে আদালতে। আজ জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।
বৈঠকের কার্যবিবরণী থেকে মনে হচ্ছে যে, অচলাবস্থা কাটাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পর সোশাল মিডিয়ায় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, 'ন্যায়বিচারের জন্য, শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়। যারা তথ্যপ্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদেরও জেলে ঢোকাতে হবে। নৃশংস ধর্ষণ-খুনের পর, এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা কিছু ঘটেছে, তাতে শুধুমাত্র কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না। সকলেই জানে যে, পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। তাছাড়া কিছু হয় না। তাই এই পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে দায়ী। তাঁর যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত, তা নয়, পুরো বিষয়টিতে তাঁর ভূমিকা ঠিক কতটা, তারও সঠিক তদন্ত হওয়া উচিত'। সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী।
সরানো হল পুলিশ কমিশনারকে। সুখেন্দুশেখর লিখলেন, 'সত্যমেব জয়তে'। বিনীত গোয়েলকে সরানোর পরই পোস্ট সাংসদের। লিখলেন, 'জুনিয়র ডাক্তারদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের চাপ। শেষপর্যন্ত জোড়া দাবি পূরণ হল'।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জলস্তর রবিবার রাতেই বিপদসীমা ছাড়িয়ে যায়। সোমবার সকাল থেকেই নদীর বাঁধ ছাপিয়ে চলে আসে নদী বাঁধ সংলগ্ন যাতায়াতের রাস্তায়। নদীর জল সেই রাস্তা উপচে ঢুকতে শুরু করে কৃষি জমি ও এলাকায়। দুপুরের পর নদীর জলের চাপ এতটাই বেড়ে যায়, যার জেরে জলের তোড়ে ভেঙে যায় চন্দ্রকোনার বাঁকা ভবানীপুর এলাকায় ভবানীপুর থেকে বাগপোতা যাওয়ার গুরুত্বপুর্ন মোরাম রাস্তাটি।এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভবানীপুর, বাগপোতা সহ একাধিক গ্রামের সঙ্গে।রাস্তা ভেঙে গিয়ে শিলাবতী নদীর জল হু হু করে ঢুকছে কৃষি জমি-সহ বেশ কয়েকটি গ্রামে ।এতে একদিকে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়,অপরদিকে একাধিক গ্রামের সাথে বিচ্ছিন্ন যোগাযোগ।
জুনিয়ার ডাক্তারদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর, কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য় অধিকর্তা, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। আর জি কর মামলায় এবার কী হতে চলেছে? তা জানতে আজ সারা দেশের নজর সুপ্রিম কোর্টে শুনানির দিকে।
ধর্মতলায় বিজেপির ধর্নামঞ্চের শেষদিনে ফের নবান্ন অভিযানের ডাক মিঠুন চক্রবর্তীর। 'আবার নবান্ন অভিযান হবে, সেই অভিযানে আমি থাকব। কিন্তু সেই অভিযান ব্রিজের কাছে থামবে না। নবান্নর ১৪ তলায় গিয়েই থামবে সেই অভিযান', গুলি চালালে চালাক, আত্মাহুতিও দিতে হতে পারে, হুঙ্কার মিঠুনের। যদিও বিজেপির নবান্ন অভিযানের তারিখ জানাননি বিজেপি নেতা মিঠুন। সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ।
আর জি কর-দুর্নীতি মামলায় একযোগে ৬ জায়গায় ইডি-র অভিযান। সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে। ইডি-র আরেকটি টিম বালিগঞ্জ সার্কুলার রোডে। ৬টি জায়গায় তল্লাশি। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান।
আর জি কর কাণ্ডে সিপি, ২ স্বাস্থ্য কর্তাকে সরাল সরকার। কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিল রাজ্য। কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের। জুনিয়র ডাক্তারদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রেক্ষাপট
'"আরজি কর মামলার রায় কবে দেবেন?" প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে প্রশ্ন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের।
টালা থানার ওসি-র পর এবার অ্যাডিশনাল ওসি-কে তলব সিবিআই-এর
মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য রাতের সাথী প্রকল্প চালু করার কথা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রাজ্যের তরফে। এই প্রকল্প নিয়ে তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করছে বিরোধীরা।
আর জি কর কাণ্ডে সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মানল সরকার। (RG Kar Case)
আর জি কর-কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বললেন, "এটা আমাদের বড় জয়।" (Mamata Banerjee)
জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষপর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবিই মানল সরকার। আজ বিকেল ৪টের পর নয়া সিপি। কলকাতা পুলিশে বদল আনার ঘোষণা। (Vineet Goyal)
ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্না মঞ্চ। (Junior Doctors Protest)
সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা।
২ আইপিএস, ২ স্বাস্থ্য কর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা।
৫ ঘণ্টার বৈঠক। ৪ দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরেই সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের।
সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে ৪ পুলিশ, স্বাস্থ্য কর্তাকে।
বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ-খুনে নতুন ক্লু? কী থাকবে সিবিআইয়ের দ্বিতীয় স্টেটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে।
সিবিআইয়ের হাতে গ্রেফতারি টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ।
আর জি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কী ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআইয়ের। জিডির কপি নিয়ে গেল পুলিশ।
সকাল পৌনে ১০টায় দেহ উদ্ধার, এফআইআর চেয়ে টালা থানার ওসি-কে দুপুর পৌনে ৩টেয় চিঠি। কেন ৫ ঘণ্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই।
প্রশ্নের মুখে টালা থানার ভূমিকা। ফের সরব নিহত নির্যাতিতার পরিবার। কালীঘাটে বৈঠকের মধ্যেই সিবিআই চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের।
উত্তরবঙ্গ মেডিক্যালে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -