ঢাকা: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ভারতীয় দল ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। টিম ইন্ডিয়া এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি। তবে বাংলাদেশ কিন্তু আজই মেগা টুর্নামেন্টের জন্য নিজেদের ১৫ জনের দল ঘোষণা করে দিল। এই দলে বড় চমক দুই সিনিয়র ক্রিকেটার লিটন দাস (Litton Kumer Das) ও শাকিব আল হাসানের (Shakib Al Hasan) দল থেকে বাদ পড়া। 

ওপার বাংলার ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল্লা রিয়াদ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে জায়গা পেলেও লিটন দাসরা বাদ পড়লেন। সাম্প্রতিক সময়ে লিটন তেমন রান পাননি। ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে ১৩টি ইনিংসে একটি অর্ধশতরানও হাঁকাতে পারেননি লিটন। শেষ সাত ইনিংসের মধ্য়ে ছয়বার তো তিনি দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। তাই লিটনের বাদ হওয়া খুব একটা আশ্চর্যজনক নয় বলেই মনে করছেন অনেকে।

 

 

তবে অনেকে আবার এর মধ্যে অন্য় গন্ধ পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবি বারংবার ধরা পড়েছে। লিটন দাসের বাদ পড়ার পর অনেকে দুইটি বিষয়কে এক সূত্রে গেঁথে ফেলেছেন। তবে শুধু লিটন নন, বাদ পড়েছেন বাংলাদেশের সফলতম ক্রিকেটারদের একজন শাকিব আল হাসান

 

 

শাকিবও সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে না না বিতর্কে জড়িয়েছেন। ২২ গজের বাইরেও তাঁর এক রাজনৈতিক পরিচয় রয়েছে। রাজনীতিক শাকিবের বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছিল। বিতর্ক রয়েছে ক্রিকেটার শাকিবকে নিয়েও। সম্প্রতি মহাতারকা ক্রিকেটারের বোলিং অ্যাকশন রিপোর্ট করা হয়েছে। সেই কারণে তিনি শীর্ষ স্তরের ক্রিকেটে বোলিং করতে পারছেন না। সম্প্রতি যা রিপোর্ট, তাতে শাকিব নিজের দ্বিতীয় বোলিং টেস্টেও ব্যর্থ হয়েছেন।

চেন্নাইয়ে গত মাসে তাঁর বোলিং অ্যাকশনের স্বতন্ত্র পরীক্ষা হয়। সেখানেও তারকা বাঁ-হাতি বোলার ব্য়র্থ হয়েছেন। ফলত তাঁর বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতই থাকছে। সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের এক ম্য়াচে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহের আওতায় আসায় রিপোর্ট করা হয়। তারপর গত বছর ব্রিটেনে নিজের প্রথম পরীক্ষায় ব্য়র্থ হয়েছিলেন বাংলাদেশি তারকা। এবার দ্বিতীয় পরীক্ষাতেও ব্য়র্থ তিনি। যতক্ষণ তিনি এই পরীক্ষায় পাশ করছেন ততক্ষণ বোলিং করতে পারবেন না শাকিব। তবে তিনি ব্যাটার হিসাবে খেলা চালিয়ে যেতে পারেন।

তা সত্ত্বেও তারকা অলরাউন্ডারকে কিন্তু বাংলাদেশি নির্বাচকরা তাঁকে দলে রাখার প্রয়োজন মনে করেননি। জাতীয় দলে ব্রাত্য হওয়ার পর তাঁর ওয়ান ডে কেরিয়ার নিয়ে যে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য়। প্রসঙ্গত, শাকিব, লিটনের পাশাপাশি শরিফুল ইসলাম, আফিফ হোসেন, হাসান মামুদকেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে।   

আরও পড়ুন: ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে অধরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনই এক কীর্তি গড়ার লক্ষ্যে নামবেন কোহলি