সন্দীপ সরকার, কলকাতা: দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনার দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক দেওয়া হয়েছে। এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক দিয়েছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে। আর জি কর-কাণ্ডের ৪ মাস হতে চললেও এখনও মেলেনি বিচার। আর তারই প্রতিবাদে বুধবার শিয়ালদা কোর্টের বাইরে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সেখান থেকে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ডাক দেওয়া হয়েছে।
আর জি কর কাণ্ডের ১১৮ দিন পার হয়েছে। এখনও অধরা বিচার। আর তার জন্যই এই প্রতিবাদ। তবে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল কবে করা হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি। খোলা আকাশের নীচে রাণু ছায়া মঞ্চে এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। কিন্তু কবে এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল হবে তা এখনও স্পষ্ট নয়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা হয়েছে। তবে এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন করা হবে নাকি পরে করা হবে সেই প্রসঙ্গে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে কিছু জানানো হয়নি। পরবর্তীতে জানানো হবে এমনটাই শোনা গিয়েছে।
অতীতে শহর কলকাতা সাক্ষী থেকে দ্রোহের কার্নিভালে। দুর্গাপুজোর পর রাজ্য সরকারের তরফে যেদিন কার্নিভালের আয়োজন করা হয়েছিল সেই দিনই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। রানি রাসমণি রোডে ডাকা হয়েছিল এই দ্রোহের কার্নিভাল। তাই নিয়ে হয়েছিল প্রচুর টালবাহানাও। তবে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। দ্রোহের কার্নিভালের বিরুদ্ধে তাদের অনুমতি না দেওয়ার বিষয়টি মোটেই ধোপে টেকেনি। কলকাতা হাইকোর্ট কার্নিভালের অনুমতি দেয়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল আটকানোর চেষ্টায় সচেষ্ট হয় কলকাতা পুলিশ। দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি। তবে হাইকোর্টের রায়ের পরই বদলে যায় সমগ্র চিত্র। লোহার শিকলে বাধা যায়নি দ্রোহের কার্নিভালকে। সেদিন এই আহ্বানে সাধারণ মানুষ থেকে তারকা, সকলেরই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাক, কাঁসর, উলুধ্বনির মাধ্যমে প্রতিবাদে শামিল হয়েছিলেন সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।