কলকাতা: বাংলাদেশ হিন্দুদের উপর হামলা (Bangladesh Violence), ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj )।


বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই।কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে (Muhammad Yunus Government  ) সতর্ক করুন নরেন্দ্র মোদি PM Modi)', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের।


 এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের দাবি, আমাদের পৈত্রিক সম্পত্তি বাংলাদেশ, আজ না হলে কাল আমাদের উদ্ধার করতে হবে। এদিকে, আজও সংসদে উঠল অশান্ত বাংলাদেশ প্রসঙ্গ। অনন্ত মহারাজ বলেন, ওই বাংলাদেশটা কারও দেশ নয়। ওটা আমাদের পৈত্রিক সম্পত্তি বাংলাদেশ।  আমাদের পূর্বপুরুষ যাঁরা মহারাজা ছিল, তাঁদের ওটা ভূমি। মহারাজ ভব দত্তের ভূমি, মহারাজা নরকের ভূমি ওটা।  কোথা থেকে লোক এসে এটা দখল করেছে। আমাদের উদ্ধার করতেই হবে। আজ না হলে কাল তো করবই।'


এখনও অশান্ত বাংলাদেশ। জ্বলছে ঘরডবাড়ি।কেড়ে নেওয়া হচ্ছে জমি-জমা-চাকরি।কট্টরপন্থীদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা।এই প্রেক্ষিতে এবার বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যর দাবি করলেন বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি। অনন্ত মহারাজ আরও বলেন,'আমাদের লোক ওখান থেকে পালে পালে আসছে। ওটা তো আমার মাটি। আমাদের পূর্ব পুরুষের মাটি। জবরদস্তি ওরা দখল করছে এবং ওখান থেকে আমাদের লোককে এখানে পাঠাচ্ছে।'


আরও পড়ুন, ইউনূস সরকারকে কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহি ইমামের, 'ইসলাম কখনই..' !


 অনন্ত মহারাজের সংযোজন, 'আমাদের পূর্বপুরুষের শ্রীহট্ট রাজ্য ওটা। বাংলাদেশটা। আস্তে আস্তে ভারতও দখল করতে চাইছে এরা। আমাদের উত্তর-পূর্ব দখল করতে চাইছে। এখন ভারতবর্ষ সুপার পাওয়ার। আমাদের এখন ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার।'বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই সংসদে বাংলাদশে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রসঙ্গ তোলেনরানাঘাটের বিজেপি সাংসদ। এদিনও সরব হন তিনি। রানাঘাট বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, বাংলা দেশে শুধু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। জেনেবুঝেই চা করা হচ্ছে। জামাত সরকার চলছে। ইউনূস আসলে খেলনা।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।