ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। 


ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। সরকারি মেডিক্যাল কলেজ গুলিতে প্রতীকী অনশন। আর জি কর মেডিক্যালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। একের পর এক পদক্ষেপে রাজ্য সরকারের ওপর  চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। তার মধ্যে মঙ্গলবারও রাস্তায় নামল একের পর এক প্রতিবাদ মিছিল। 


মায়ের বোধনের আগের দিন, মেয়ের বিচারের দাবিতে জোড়া মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা। উৎসব নয়, পঞ্চমীর রাজপথের দখল নিল কাতারে কাতারে প্রতিবাদীর ভিড়। পঞ্চমীর বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর কারণ দেখিয়ে, মিছিলের আবেদন খারিজ করে দেয় পুলি।                                  


এই পরিস্থিতিতে মিছিলের রুট পরিবর্তন করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকের গেট থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। কিন্তু, রাস্তা আটকে মিছিল না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ।শর্ত মেনেই রাস্তার একপাশ দিয়ে শুরু হয় মিছিল। 


আরও পড়ুন, 'ভবিষ্যতে আর সরকারি চাকরিও পাওয়া যাবে না', চিকিৎসকদের 'গণ ইস্তফা' নিয়ে কড়া বার্তা নবান্নর?


 
এদিকে SSKM থেকে ধর্মতলার উদ্দেশে আরেকটি মিছিল বের করেন সেখানকার চিকিৎসক-অধ্যাপকরা। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি মিছিলে অংশ নেন চিকিৎসক পড়ুয়ারাও। দুটি মিছিলই এদিন গিয়ে মেশে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে। 


বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের অভিযোগ, অনশনস্থলে জলের গাড়ি আনতে বাধা দেয় পুলিশ। পরে ডেকার্স লেনের সামনে থেকে নিয়ে আসা হয় জলের গাড়িটি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে