RG Kar News Live : আর জি কর-কাণ্ডে সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে
RG Kar Doctor Murder Protest : নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রীড়াজগৎ, থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আর জি কর মেডিক্যালের পর লালবাজারে গেলেন সিআইএসএফ কর্তা। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বাগুইআটিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা।
আন্দোলনকারীদের চাপে আর জি কর মেডিক্যালের ৪ অফিসারকে সরাল সরকার । আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে । সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে । সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। কলকাতা ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরানো হল সন্দীপ ঘোষকে ।
আর জি কর-কাণ্ডে তোলপাড়, সরানো হল অধ্যক্ষ-সহ ৪ শীর্ষ আধিকারিককে । সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাসিস্টান্ট সুপারকে । সরানো হল আর জি কর মেডিক্যালের চেস্ট মেডিসিনের প্রধানকেও। পড়ুয়াদের দাবি মেনে সরানো হল আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ-সহ ৪ জনকে।
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন ক্রীড়াবিদ থেকে ইঞ্জিনিয়াররাও। ময়দান থেকে মিছিল ক্রীড়াবিদদের। শিয়ালদায় আইনজীবীদের মিছিল। কলেজ স্ট্রিটে মিছিল ইঞ্জিনিয়ারদের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। নতুন অধ্যক্ষর খোঁজ নেই, অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা। দ্রুত তদন্তের দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে সিজিও থেকে অভিযান শুরু। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। স্মারকলিপি জমা দিতে গেল প্রতিনিধি দল।
সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে CISF। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এলেন CISF-এর ডিআইজি। হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF. হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, রূপরেখা ঠিক করতে কথা বললেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখলেন জরুরি বিভাগ। ১৪ অগাস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই।
আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বাড়ি যাচ্ছেন রাজ্যপাল
'জাহাজ যখন ডুবছে মনে করলে, সবচেয়ে আগে পালায়, তেমন কিছু ইঁদুর আছে', আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড়ের মধ্যেই দলে অন্তর্ঘাত দেখছেন মদন
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন ক্রীড়াবিদ থেকে ইঞ্জিনিয়াররাও। ময়দান থেকে মিছিল ক্রীড়াবিদদের। শিয়ালদায় আইনজীবীদের মিছিল। কলেজ স্ট্রিটে মিছিল ইঞ্জিনিয়ারদের।
কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেডে আটকাল মিছিল। আগুন জ্বালিয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক আব্দুল মান্নান সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী।প্রতিবাদ রাস্তায় বসে বিক্ষোভ। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে এসডিও অফিসের সামনে এবিভিপির বিক্ষোভ।
কোনও একটা চাপের মধ্যে স্বাস্থ্য ভবন, বৈঠকের পর দাবি জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনে 'নিষ্ফলা' বৈঠক, আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা । 'একের পর এক অভিযোগ, মনে হচ্ছে স্বাস্থ্য ভবন অসহায়', কোনও প্রশ্নেরই সদুত্তর মেলেনি, দাবি আন্দোলনকারীদের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল। মৌলালি থেকে বিজেপির সাংস্কৃতিক মঞ্চের মিছিলে পা মিছিলে পা মেলালেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
ভিসেরার জন্য ১৫১ গ্রাম ওজনের দেহাংশ সংগ্রহ, দাবি পোস্টমর্টেম রিপোর্টে। 'ভিসেরার জন্য দেহরস-সহ এন্ডো সার্ভাইকাল ক্যানালের অংশ সংগ্রহ করা হয়েছে। ভিসেরার জন্য মৃতার ১৫১ গ্রাম ওজনের দেহাংশ পাঠানো হয়েছে ফরেন্সিকে। সোশাল মিডিয়ায় দেহরস নিয়ে একাধিক তত্ত্ব খারিজ করে রিপোর্ট ময়নাতদন্তে এমনই খবর সূত্রের। ভিসেরার জন্য মৃতার শরীরের সংগৃহীত অংশের সঙ্গে দেহরসের সম্পর্ক নেই, ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের।
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল। '১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না, আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের
আর জি কর মেডিক্যালের পর লালবাজারে গেলেন সিআইএসএফ কর্তা। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক।
আর জি কর কাণ্ডে বিচার ও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে কলেজ স্ট্রিটেও মঞ্চ বেঁধে ধর্না। প্রতিবাদে সামিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা।
কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আর জি কর মেডিক্যালে সিআইএসএফ। ষষ্ঠবার সিজিও কমপ্লেক্সে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজই তলব লালবাজারেও।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। নতুন অধ্যক্ষর খোঁজ নেই, অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা। দ্রুত তদন্তের দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে সিজিও থেকে অভিযান শুরু।
আর জি কর-কাণ্ডের ১৩ দিনের মাথায় আজ পথে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেলে কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে প্রাক্তন ক্রীড়াবিদদের জমায়েত ও মিছিল আছে। আজ সন্ধেয় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল
দীক্ষামঞ্জরীর আয়োজনে বেহালায় মিছিল হবে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে কোন কর্মসূচিতে সৌরভ থাকবেন, সেটা এখনও নিশ্চিত নয়।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কর্মবিরতিতে সামিল হয়েছেন দিল্লি AIIMS-র চিকিৎসকরাও। আজ যন্তর মন্তরে বসে তাঁরা রোগী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই হাসপাতালে আসতে পারেন আধাসেনার আধিকারিকরা। এরপরই হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF বা CRPF. হাসপাতালের কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা আজই ঠিক করা হবে।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সংগঠিত নাগরিক মিছিলে হামলা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুলকালাম দিনহাটায়।গতকাল সন্ধেয় দিনহাটার হেমন্ত বসু কর্নারে প্রতিবাদ মিছিলের ডাক দেন মহিলারা। অভিযোগ, তৃণমূলের লোকজন মিছিল হাইজ্যাক করার চেষ্টা করে। আপত্তি জানাতেই দু'পক্ষের মধ্যে শুরু বচসা, হাতাহাতি।
হাইকোর্টের অনুমতিতে আজ বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামবাজারে ধর্নায় বিজেপি। মৌলালি থেকে মিছিল।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে অভিযান । দ্রুত বিচারের দাবিতে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক
প্রেক্ষাপট
কলকাতা : তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় এজেন্সি CBI-এর হাতে। এবার আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য় প্রশাসনের ওপর আস্থা রাখল না সুপ্রিম কোর্টও। ২২ অগাস্টের মধ্যে CBI-এর কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সর্বোচ্চ আদালত। আজই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে CISF।
অন্যদিকে আজই দ্রুত বিচারের দাবিতে CGO কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা। শ্যামবাজারে আজ থেকে ৫ দিনের ধর্নায় বসবে বিজেপি। সেই সঙ্গে আজই রাজ্যজুড়ে বিক্ষোভে থাকবে SFI। নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে ক্রীড়াজগৎ, থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আরজি করের ঘটনায় নিজেদের ঘরেই অস্বস্তি। সুখেন্দুশেখর রায়ের পর মুখ খুললেন জহর সরকার। বললেন, 'জেনে ভাল লাগছে, সরকার সিট গঠন করেছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। আগেই করা উচিত ছিল। দ্রুত তাঁকে সাসপেন্ড করা উচিত'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -