West Bengal News Live: RG কর মেডিক্যালে আর্থিক বেনিয়মের অভিযোগ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 04 Oct 2024 12:38 AM
West Bengal News Live: বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ

বুধবার বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় ছাত্রমৃত্যু ঘিরে পুলিশের উপর আছড়ে পড়ে জনরোষ। তার মধ্যেই তাদের উদ্ধার করতে হাজির হয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

RG Kar Protest Live: কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা

পুজোতেও কর্মবিরতি, আর জি কর মেডিক্যালে বৈঠক সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। উঠুক কর্মবিরতি, পরামর্শ সিনিয়রদের। কর্মবিরতি বেআইনি, অভিযোগে হাইকোর্টে মামলা।

RG Kar Protest Live: খলনায়কদের মহানায়ক করার চেষ্টার জন্যই আজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে: শান্তনু সেন

'আশিস পাণ্ডে দুর্নীতির নায়ক। খলনায়কদের মহানায়ক করার চেষ্টার জন্যই আজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে', আর জি কর-কাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

West Bengal News Live: পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন সিপি

পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন সিপি। চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ-সহ একাধিক মণ্ডপে গিয়ে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেন মনোজ ভার্মা। 

Mamata Banerjee Live: পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, খিদিরপুর ২৫ পল্লি, কোলাহাল, বেহালা নূতন দল, অজেয় সংহতি, বালিগঞ্জ ২১ পল্লির পুজোর উদ্বোধন। 

Durga Puja Live: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো জাঁকজমক করে উদ্বোধন না করার সিদ্ধান্ত

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো জাঁকজমক করে উদ্বোধন না করার সিদ্ধান্ত পুজো কমিটির। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন।

RG Kar Live: RG কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন হাইকোর্টের বিচারপতি

মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের পর আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

Ashish Pandey Arrest Live: আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে গ্রেফতার

আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে গ্রেফতার। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, সিবিআই সূত্রে খবর।আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের দিন হোটেল বুক করেছিলেন। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সকালে সেমিনার রুমের সামনে দেখা যায় আশিস পাণ্ডেকে।

RG Kar Live: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই

আর জি কর মেডিক্যালে আর্থিক বেনিয়মের অভিযোগে গ্রেফতার টিএমসিপির নেতা আশিস পাণ্ডে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই।

RG Kar News Live: 'আন্দোলন দরকার, তবে রোগী পরিষেবা যাতে ব্যহত না হয়, সেটাও দেখা দরকার'

'আন্দোলন দরকার, তবে রোগী পরিষেবা যাতে ব্যহত না হয়, সেটাও দেখা দরকার,' আর জি কর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে পরামর্শ সিনিয়রদের। 'রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক,' প্রস্তাব আর জি কর মেডিক্যালের মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিকের।

RG Kar Protest Live: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের

পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের।

West Bengal Weather: উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।

West Bengal Weather Live: শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা থেকে জেলা, পুজোর মুখে ফের বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live: কেউ পাশে দাঁড়ায়নি, ভোটের সময় আসে, জানালেন মৃত পড়ুয়ার ঠাকুমার

২৪ ঘণ্টা পর এখনও অধরা ঘাতক পে লোডারের চালক। এখনও দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের, ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণী। কেউ পাশে দাঁড়ায়নি, ভোটের সময় আসে, জানালেন মৃত পড়ুয়ার ঠাকুমার।

WB News Live Updates: পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৫, স্কুলছাত্রকে পিষে মারার ঘটনায় গ্রেফতারি শূন্য

বাঁশদ্রোণীতে পে লোডারে পিষে ছাত্রের মৃত্যু, ২৪ ঘণ্টার পরও অধরা ঘাতক গাড়ির চালক। পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৫, স্কুলছাত্রকে পিষে মারার ঘটনায় গ্রেফতারি শূন্য।

West Bengal Live: বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের জামিন

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের জামিন। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নার পর গ্রেফতার, আদালতে জামিন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার, কোর্টে জামিন।

West Bengal News Live: আর জি কর মেডিক্যালে বৈঠকে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা

পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা?
আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক
আর জি কর মেডিক্যালে বৈঠকে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা

WB News Live Updates: মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে, ফের শিরোনামে আরজি কর

চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের। 

West Bengal News Live: মরণপথ প্রাণ কেড়েছে বাঁশদ্রোণীর পড়ুয়ার, শোকে পাথর পরিবার

২৪ ঘণ্টা পার। এখনও দেখা নেই স্থানীয় কাউন্সিলরের। পাশে দাঁড়াননি কেউ, দাবি মৃত পড়ুয়ার পরিবারের। 

WB News Live Updates: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই
আর জি কর কাণ্ডের তদন্তে ফের সন্দীপ-অভিজিৎকে জেরা
টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক রিপোর্ট সিবিআইয়ের হাতে: সূত্র
ফুটেজের উপর ভিত্তি করে সন্দীপ-অভিজিৎকে জেরা: সূত্র

West Bengal News Live: কর্মবিরতি না অন্য পথ? আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক

পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? কোন পথে আন্দোলন? সিদ্ধান্ত নিতে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। 

WB News Live Updates: মালদার রতুয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় মহিলা ও যুবককে মার

উত্তর দিনাজপুরের চোপড়ার ছায়া এবার মালদার রতুয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় মহিলা ও যুবককে মার

West Bengal News Live: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে টিএমসিপি-র বাধার মুখে রাজ্যপাল

কলেজ স্ট্রিটে ধুন্ধুমার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে টিএমসিপি-র বাধার মুখে রাজ্যপাল। রাজ্যপালকে কালো পতাকা শাসক দলের ছাত্র সংগঠনের। কোনওরকমে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকাল পুলিশ। 

WB News Live Updates: বাঁশদ্রোণীতে মর্মান্তিক মৃত্যু দায় কে নেবে? শোকে বিহ্বল পরিবার

এখনও পড়ার টেবিলে ছড়িয়ে বই-খাতা। উৎসাহ ছিল বিজ্ঞানে। পড়তে গিয়েই বেঘোরে প্রাণ গেছে নবম শ্রেণির পড়ুয়া সৌম্য শীলের। এই মর্মান্তিক মৃত্যু দায় কে নেবে? শোকে বিহ্বল পরিবার।

West Bengal News Live: একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুনের বিরুদ্ধে দলেই ক্ষোভ!

একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুনের বিরুদ্ধে দলেই ক্ষোভ! ভরতপুরে খোদ দলীয় বিধায়কের বিরুদ্ধেই তৃণমূলের মিছিল

WB News Live Updates: বাঁশদ্রোণীতে স্কুলছাত্রের মৃত্য়ুর পর টনক নড়ল প্রশাসনের

বাঁশদ্রোণীতে স্কুলছাত্রের মৃত্য়ুর পর টনক নড়ল প্রশাসনের। তড়িঘড়ি রাস্তা সারানোর উদ্যোগ। দুর্ঘটনাস্থলের আশপাশে অলি-গলিতেও রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার তরফে প্রচুর লোকজন এবং ইট, বালি এনে যত দ্রুত সম্ভব রাস্তা ঠিক করে দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। আগে সারাই হলে ছাত্রের প্রাণ যেত না। 

West Bengal News Live: আর জি করে ধর্ষণ-খুনের বিচার অধরা ৫৬ দিন

আর জি করে ধর্ষণ-খুনের বিচার অধরা ৫৬ দিন। জুনিয়র ডাক্তারদের ডাকে রাজপথে জনজোয়ার। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা-মহামিছিলের পরে গঙ্গায় হাজার প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ।

WB News Live Updates: বাঁশদ্রোণী থানা থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে গেল পুলিশ

বাঁশদ্রোণী থানা থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে গেল পুলিশ

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে দিকে দিকে প্রতিবাদে, কল্যাণের নিশানায় সিপিএম

আর জি কর-কাণ্ডে দিকে দিকে প্রতিবাদে, কল্যাণের নিশানায় সিপিএম
'এবার দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল সিপিএম'
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও ফের আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ
'মানুষের চিকিৎসা না করে বিচারের দাবি করা যায় না'
'হুমকি দিয়ে সরকারকে ভয় দেখিয়ে সরকার সরানো যায় না'
হুগলির চণ্ডীতলার থেকে হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: পুজোয় ভাসবে বাংলা? উৎসবের আবহে ফের বৃষ্টির পূর্বাভাস

পুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়েও। পুজোর পর বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ

বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ। বিচারের দাবিতে গতকাল চিকিৎসকদের মিছিলে যোগ দেওয়ায় এক প্রতিবাদীকে মারধর করা হয় বলে অভিযোগ। 

WB News Live Updates: পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই বৈঠক

পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা?
আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক
ধর্মতলার মহা সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক
বিচারের দাবিতে এবার দিল্লি চলোর ডাক জুনিয়র ডাক্তারদের
একযোগে নিশানায় রাজ্য সরকার থেকে সিবিআই

West Bengal News Live: কাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী, রাতভর অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়

মহালয়ার দিন পে লোডারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু ঘিরে সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। মহিলা বিজেপি কর্মী-সহ ৫ জনকে গ্রেফতারের অভিযোগে বাঁশদ্রোণী থানার সামনে বিজেপির বিক্ষোভ। থানার ভিতরে রাতভর অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়। ঘাতক পে লোডারের চালককে কেন গ্রেফতার করা হয়নি? প্রশ্ন বিজেপি নেত্রীর। পুলিশকে বাঁচাতে তৃণমূলের গুন্ডাবাহিনী পথে নেমেছিল বলে অভিযোগ করেছেন রূপা। 

WB News Live Updates: মহালয়ার দিনই মণ্ডপে মণ্ডপে চক্ষু দান হল মা দুর্গার

মহালয়ার দিনই মণ্ডপে মণ্ডপে চক্ষু দান হল মা দুর্গার। কোথাও মায়ের চোখ আঁকলেন মুখ্য়মন্ত্রী তো কোথাও মা দুর্গার চোখ এঁকে প্রাণ প্রতিষ্ঠা করলেন শিল্পীরা। 

West Bengal News Live: ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগে পথে নামল তৃণমূল ও বিজেপি

বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগে পথে নামল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি ও ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার যোগসাজশে বেআইনিভাবে লোক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য। হাসপাতালের গেটে স্থানীয়দের নিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা। অন্যদিকে, ওন্দার চৌমাথা মোড়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে পথ অবরোধ করা হয়। যদিও নিয়োগের দায় ঠিকাদার সংস্থার ওপরেই চাপিয়েছেন হাসপাতালের সুপার।

WB News Live Updates: মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে

চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের। 

West Bengal News Live: আজ জুনিয়রদের সঙ্গে বৈঠকে বসছেন সিনিয়র ডাক্তাররা

পুজোর মুখে পূর্ণ কর্মবিরতির ডাক। আজ জুনিয়রদের সঙ্গে বৈঠকে বসছেন সিনিয়র ডাক্তাররা। 

প্রেক্ষাপট

পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী। ২ ঘণ্টা ঘেরাও পাটুলি থানার ওসি। কাদাজলে নামিয়ে বিক্ষোভ। 


পে লোডারে পিষে ছাত্রের মৃত্যুতে স্থানীয়দের হাতে ঘেরাও ওসি। উদ্ধারে নামল খোদ তৃণমূল বাহিনী! কাউন্সিলর ঘনিষ্ঠ, তাও বিজেপি কর্মী বলে দাবি। 


সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। দলীয় কর্মীকে আটকের অভিযোগে থানার ভিতরে অবস্থানে রূপা, বাইরে বিক্ষোভ।


ছাত্র মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। ঘাতক পে লোডারে ভাঙচুর। ওসির পর এসিপিকে ঘিরেও বিক্ষোভ। ৪টি এফআইআর, ৫জন গ্রেফতার, জানাল পুলিশ।


মহালয়ার মায়ের কোল খালি। ৫ বছর ধরে বেহাল রাস্তা, বিক্ষোভকারীদের পুলিশের সামনেই রাস্তায় ফেলে মার! অভিযোগ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। 


বিচারের দাবিতে এবার দিল্লি চলোর ডাক জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা-মহামিছিলের পরে গঙ্গায় হাজার প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। 
হাজার প্রদীপে প্রতিবাদ


আর জি করে ধর্ষণ-খুনের পর ৫৫দিন পার। অধরা বিচার। প্রতিবাদে মহালয়ায় জুনিয়র ডাক্তারদের মহামিছিলে জনজোয়ার। সামিল ভাঙা পা নিয়েও।


পুজোর মুখে পূর্ণ কর্মবিরতির ডাক। আজ জুনিয়রদের সঙ্গে বৈঠকে বসছেন সিনিয়র ডাক্তাররা।


চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.