West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 06 Oct 2024 11:53 PM
Joynagar Issue: সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত

সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। জয়নগরে বালিকাকে খুন-ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুরতহাল রিপোর্টে পকসোর ধারা যুক্ত করার সামগ্রী আছে, ঘটনায় কেন পকসো ধারা যুক্ত করা হয়নি? বিচারপতির প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।

Durga Puja 2024: তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়

 তৃতীয়াতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সুরুচি সঙ্ঘ, শ্রীভূমি। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ......শুরু ঠাকুর দেখা। পুজোর আনন্দে সামিল তারকারাও। সুরুচি সঙ্ঘের পুজোয় এলেন ব্রায়ান লারা (Brian Lara)। আবার বেহালা ও হাওড়ায় পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।   

Kalyan on Junior Doctors: কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা', আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Kunal Ghosh on RG Kar: আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ

আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ। 'পুজোর মরশুমে প্রচার পেতে, রাজনীতি, প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নথি রাখুক। অনশনে কারও ক্ষতি হলে দায়ী থাকবে প্ররোচকরা। পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনও হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্না পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন'। এই সরকারের সৌজন্যকে যাঁরা অপব্যবহার করছেন, ভাল-মন্দ তাঁরাই বুঝুন', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।

RG Kar News: জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশন। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা। 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে'
১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের । জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও।

RG Kar Issue: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশন

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশন। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসল ক্লোজ সার্কিট ক্যামেরা। 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে', ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও

Joynagar Incident: বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর

বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। গতকাল জনরোষের পর আজ থমথমে মহিষমারি। জয়নগর যাচ্ছে ডাক্তারদের প্রতিনিধি দলও। সিনিয়রদের পর জয়নগর যাচ্ছেন জুনিয়র ডাক্তাররাও

RG Kar Issue: পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি

পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি। পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। পুজো মণ্ডপে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি

Joynagar Issue: জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা

Mamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে', পুজো উদ্বোধনে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

'বাংলায় কিছু ঘটলেই প্রতিবাদ হচ্ছে। জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে। যে অন্যায় করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে', পুজো উদ্বোধনে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার

সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে  জয়নগরের ধর্ষিতা হওয়া নাবালিকার। 

WB News Live:ভরসা নেই পুলিশে, সিবিআই তদন্ত চাইল জয়নগরের নিহত বালিকার পরিবার

ভরসা নেই পুলিশে, সিবিআই তদন্ত চাইল জয়নগরের নিহত বালিকার পরিবার।  পুলিশ সঠিক ভাবে তদন্ত করেনি বলেই বাঁচানো যায়নি মেয়েকে'। পুলিশের সহযোগিতা পেলে মেয়েটাকে বিসর্জন দিতে হত না।হাতে-পায়ে ধরেও কাজ হয়নি'। অভিযোগ পরিবারের।

West Bengal News Live: জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার
সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা

WB News Live Updates:এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও , সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের

এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও , সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের

West Bengal News Live: 'ষষ্ঠী থেকে চারদিন ধর্নায় বসব', জানালেন আর জি করকাণ্ডে নির্যাতিতার বাবা ও মা

'জুনিয়র ডাক্তারদের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্য সরকার'
'রাজ্য সরকার কেন মানবিক হচ্ছে না?', প্রশ্ন আর জি করকাণ্ডে নির্যাতিতার পরিবারের
'ষষ্ঠী থেকে চারদিন ধর্নায় বসব', জানালেন আর জি করকাণ্ডে নির্যাতিতার বাবা ও মা

WB News Live Updates: আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ

আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ

West Bengal News Live: বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর

বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর
সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান বিজেপির
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ বিজেপির

WB News Live Updates: ভরসা নেই পুলিশে, সিবিআই তদন্ত চাইল জয়নগরের নিহত বালিকার পরিবার

ভরসা নেই পুলিশে, সিবিআই তদন্ত চাইল জয়নগরের নিহত বালিকার পরিবার

West Bengal News Live: দুর্গার বিচার চেয়ে বৃষ্টি মাথায় জয়নগর থানা অভিযান গ্রামবাসীদের

বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। দুর্গার বিচার চেয়ে বৃষ্টি মাথায় জয়নগর থানা অভিযান গ্রামবাসীদের।

WB News Live Updates: জয়নগরকাণ্ডে মৃতার বাবার দাবি মেনে হাইকোর্টে গেল পুলিশ

জয়নগরকাণ্ডে মৃতার বাবার দাবি মেনে হাইকোর্টে গেল পুলিশ
পুলিশের কাছে ২টি দাবি জানান মৃতার বাবা
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানান মৃতার বাবা
প্রধান বিচারপতির নির্দেশে আজ দুপুর দুটোয় শুনানি
কাল হাইকোর্টে ই-ফাইলিং করে পুলিশ

West Bengal News Live: এবার রিলে অনশনের ভাবনা সিনিয়র চিকিৎসকদের, আজই সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের

এবার অনশনে সিনিয়র চিকিৎসকরাও ? রিলে অনশনের ভাবনা সিনিয়র চিকিৎসকদের। আজই সিদ্ধান্ত ঘোষণা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। 

WB News Live Updates: কাঁটাপুকুরে উত্তেজনা, পুলিশকে হেনস্থার অভিযোগে ২টি মামলা দায়ের সাউথ পোর্ট থানায়

পুলিশকে হেনস্থার অভিযোগে ২টি মামলা দায়ের সাউথ পোর্ট থানায়

West Bengal News Live: উৎসবে আছেন আবার প্রতিবাদেও, এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি

উৎসবে আছেন আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন জাস্টিস ফর আর জি কর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণপত্রে লেখা হল ‘উই ডিমান্ড জাস্টিস’।

WB News Live Updates: বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর

বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। আজ সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ কুলতলি থানা ঘেরাও বিজেপির। জয়নগর যাচ্ছেন ডাক্তাররাও।

West Bengal News Live: দাবিপূরণে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের

আমরণ অনশনের একরাত পার। দাবিপূরণে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। 

WB News Live Updates: বাঁকুড়ার জয়পুরে স্কুলে যাওয়ার সময় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

বাঁকুড়ার জয়পুরে স্কুলে যাওয়ার সময় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর 'শ্লীলতাহানি', ২ অভিযুক্ত গ্রেফতার। দীপক ও দেবরাজ লোহার নামে ২জন গ্রেফতার, আরও একজনের খোঁজে পুলিশ। 

West Bengal News Live: গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ

আর জি কর, জয়নগরের পর এবার পটাশপুর। গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ। অভিযুক্তকে গণপিটুনি-বিক্ষোভ।

WB News Live Updates: জয়নগরে নাবালিকা খুনে এবার রাজ্য সরকারের সমালোচনায় সরব রাজ্যপাল

জয়নগরে নাবালিকা খুনে এবার রাজ্য সরকারের সমালোচনায় সরব রাজ্যপাল। 

West Bengal News Live: স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ ভূপতিনগরে

আর জি কর মেডিক্যাল, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গণপিটুনি স্থানীয়দের। মারধরের ভিডিও ভাইরাল। ঘটনাস্থলে ভূপতিনগর থানার পুলিশ। 

WB News Live Updates: জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন

১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ দ্বিতীয় দিন

West Bengal News Live: থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে আর জি কর মেডিক্যালের কলেজ কাউন্সিল

থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে আর জি কর মেডিক্যালের কলেজ কাউন্সিল। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বৈঠক শেষে ১০ জনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল কাউন্সিল। বাকিদের বিরুদ্ধেও একাধিক কঠোর পদক্ষেপের উল্লেখ কাউন্সিলের নির্দেশনামায়। সেইসঙ্গে বৈঠকে গৃহীত হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একগুচ্ছ সুপারিশও। 

WB News Live Updates: দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন

দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সামিল ৪ মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার।

West Bengal News Live: ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা

ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা।

প্রেক্ষাপট

সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে  জয়নগরের ধর্ষিতা হওয়া নাবালিকার। 


ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। 


দাবি পূরণে পুজোর মধ্যে এবার ডোরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সামিল ৪ মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার। 


আলোচনার কোনও বার্তা না দিয়ে শুধু ধর্না তোলার নির্দেশ নবান্নের। কিছু হলে, দায় সরকারের, ১০ দফা দাবিতে অনড় থেকে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 


রাত থেকে আরেক রাত। ধর্মতলার মঞ্চ তুলতে পুলিশি হুমকির অভিযোগ। ডেকরেটর ফিরতেই নিজেরাই মঞ্চ বাঁধলেন, চৌকি আনলেন জুনিয়র ডাক্তাররা।


থ্রেট কালচার, ৫৯-এর মধ্যে ১০জনকে আর জি কর থেকে বহিষ্কার, হস্টেল ছাড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ।  


অতিরিক্ত ৬ মাস বিনা স্টাইপেন্ডে করতে হবে কাজ। ৬ মাস থেকে ১ বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের।


পুজোর মধ্যেই ফের পথে নেমে প্রতিবাদ। বেহালা থেকে তারাতলা-গর্জে উঠল জাস্টিস ফর আর জি কর। 


ছাত্রী ধর্ষণ-খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা।


আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। আঁচ কলকাতাতেও। ময়নাতদন্তের জন্য দেহ কাঁটাপুকুর মর্গে আনতেই বিক্ষোভ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.