West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 06 Oct 2024 11:53 PM

প্রেক্ষাপট

সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে  জয়নগরের ধর্ষিতা হওয়া নাবালিকার। ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। দাবি পূরণে পুজোর...More

Joynagar Issue: সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত

সোমবার কল্যাণী AIIMS-এ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। জয়নগরে বালিকাকে খুন-ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুরতহাল রিপোর্টে পকসোর ধারা যুক্ত করার সামগ্রী আছে, ঘটনায় কেন পকসো ধারা যুক্ত করা হয়নি? বিচারপতির প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কোর্টে করে ৩ মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।