West Bengal News Live: 'এভাবে আমাদের ভাঙা যাবে না', ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা জুনিয়র ডাক্তারদের

West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 08 Oct 2024 11:12 PM
West Bengal News Live: পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়।

পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়। দুর্ঘটনায় একজনের মৃত্যু, আরেকজন আহত হওয়ার পরেই বাসন্তী হাইওয়ের ঘটকপুর মোড় অবরোধ করে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ। পুলিশের তোলাবাজি থেকে বাঁচতেই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, অন্য বাইকের ধাক্কায় মৃত্যু। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশ সূত্রে। 

WB News Live Updates: অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'

অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'

West Bengal News Live: এভাবে আমাদের ভাঙা যাবে না: জুনিয়র ডাক্তার

পুজোর মধ্যেই জুনিয়র ডাক্তারদের অনশনের ৩দিন পার। 'অনশনে ডাক্তাররা, কিন্তু নির্লিপ্ত রাজ্য সরকার। এভাবে আমাদের ভাঙা যাবে না। কাজের যা গতি দেখছি, তাতে আমরা সন্দিহান। আমাদের বলা হচ্ছে কাজে ফিরে যাও, এটা অপমানজনক। মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম। শাসক দলের মুখপাত্ররাও আমাদের কটাক্ষ করছেন', ধর্নামঞ্চ থেকে মন্তব্য জুনিয়র ডাক্তারদের। 

WB News Live Updates: আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল।

আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। 

West Bengal News Live: নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে বিচারের দাবিতে ফের রণক্ষেত্র কুলতলি

নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে বিচারের দাবিতে ফের রণক্ষেত্র কুলতলি। ফের জনরোষের মুখে পুলিশ, বিক্ষোভে SDPO, গাড়ি ভাঙচুর । গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পালাল পুলিশ । হাসপাতালের পর গ্রামে গিয়েও বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। হাইকোর্টের ভর্ৎসনার পরে FIR-এ POCSO ধারা, এবার তদন্তে SIT । বারুইপুরের SP পলাশচন্দ্র ঢালির নেতৃত্বে SIT গঠন করল সরকার 

WB News Live Updates: মেয়ের খুনের বিচার চেয়ে পুজোয় বাড়ির সামনে ধর্নায় আর জি করের নিহত চিকিৎসকের পরিবার

মেয়ের খুনের বিচার চেয়ে পুজোয় বাড়ির সামনে ধর্নায় আর জি করের নিহত চিকিৎসকের পরিবার। 'মেয়ের উদ্যোগেই বাড়ির পুজো শুরু হয়েছিল। সেই দিনগুলো ভুলে থাকতেই পঞ্চমী থেকে ধর্নায়', কান্নায় ভেঙে পড়ে বললেন নিহত চিকিৎসকের বাবা

West Bengal News Live: 'আর যাতে কোনও আর জি কর না হয় তার জন্য এই অনশন'

'থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আর জি কর মেডিক্যাল। আর যাতে কোনও আর জি কর না হয় তার জন্য এই অনশন। সাড়ে ৩ বছরে আর জি কর মেডিক্যালে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। ১০ দফা দাবিতে ৭ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন', মন্তব্য জুনিয়র ডাক্তারদের

WB News Live Updates: মহাপঞ্চমীতে মহামিছিল

ধর্মতলায় আমরণ অনশনের মধ্যেই ১০ দফা দাবিতে মহামিছিলে ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল থেকে এসএসকেএম-পঞ্চমীর বিকেলে ধর্মতলা চলো। 

West Bengal News Live: 'আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন'

'আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে', নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে, আরও বৃহত্তর আন্দোলন', আশা করব সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার: কিঞ্জল নন্দ। 'আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন', সিনিয়র ফ্যাকাল্টিদের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জুনিয়র ডাক্তাররা 

WB News Live Updates: জুনিয়র ডাক্তারদের মহামিছিলের আবেদন খারিজ পুলিশের

রুটে দুই বড় পুজো। ভিড়ে যানজটের ফলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা। জুনিয়র ডাক্তারদের মহামিছিলের আবেদন খারিজ করে ইমেল পুলিশের। 

West Bengal News Live: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এবার মা দুর্গার আগমনেও

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এবার মা দুর্গার আগমনেও। মুখে কালো কাপড় বেঁধে, হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্য়াকার্ড নিয়ে প্রতিমা নিয়ে এলেন জলপাইগুড়ির বর্ধিত মহন্ত পাড়া মহিলা পুজো কমিটি। প্রতিমা নিয়ে আসার পর মুখে কালো কাপড় বেঁধে প্রতিমা বরণ করেন মহিলারা। 

WB News Live Updates: 'অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক' দাবি চিকিৎসকদের

'অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক' দাবি চিকিৎসকদের

West Bengal News Live: এবার আর জি কর মেডিক্যালের ডাক্তারদের গণ ইস্তফা

এবার আর জি কর মেডিক্যালের ডাক্তারদের গণ ইস্তফা
১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আড়াইদিন
এখনও সাড়া দেয়নি সরকার, প্রতিবাদে গণ ইস্তফার সিদ্ধান্ত ডাক্তারদের

WB News Live Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন তাপসের

ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর সিবিআইয়ের মামলায় জামিন তাপসের

West Bengal News Live: কুলতলিতে তুমুল উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর

কুলতলিতে তুমুল উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর
বিক্ষোভের জেরে ফিরতে হল পুলিশকে
রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের
এসডিপিও-কে ধাওয়া স্থানীয়দের
পুলিশের দিকে চটি উঁচিয়ে বিক্ষোভ
গাড়িতে থাকা পুলিশকর্মীদের হাত ধরে টানাটানি

WB News Live Updates: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের আড়াই দিন পার

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের আড়াই দিন পার। আজ মহামিছিলের ডাক।

West Bengal News Live: অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা, সমর্থন জানিয়ে প্রতীকী অনশন সিনিয়র চিকিৎসকদেরও

অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। সমর্থন জানিয়ে প্রতীকী অনশন সিনিয়র চিকিৎসকদেরও। কাজের ফেরার আবেদন মুখ্যসচিবের। 

WB News Live Updates: পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে 'মহামিছিলে'র আবেদন খারিজ

পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে 'মহামিছিলে'র আবেদন খারিজ

West Bengal News Live: চৌকির পর এবার জলের গাড়ি আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে

চৌকির পর এবার জলের গাড়ি আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ধর্নামঞ্চে আসার আগে জলের গাড়ির আটকানোর অভিযোগ তুললেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ বচসার পর জলের গাড়ি ছাড়ে পুলিশ। 

WB News Live Updates: রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা, ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ

রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা, ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু সঞ্জয়ের নাম!

আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু সঞ্জয়ের নাম! বৃহত্তর ষড়যন্ত্র ও প্রমাণ নষ্টের বিষয়ও সামনে আসছে। জানাল সিবিআই।

WB News Live Updates: আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিটের সঙ্গে প্রায় ৬০০ পাতার নথি পেশ করেছে সিবিআই। যার মধ্য়ে রয়েছে ১২৮ জন সাক্ষীর বয়ান। সিবিআইয়ের চার্জশিট নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনৈতিক মহল।

West Bengal News Live: আজ পঞ্চমী, কাশ ফুল, শিউলির সুবাসে হবে মায়ের আগমন

আজ পঞ্চমী। কাশ ফুল, শিউলির সুবাসে হবে মায়ের আগমন। ঢাকের আওয়াজে মেতেছে বাংলা। শরতের ঝলমলে আকাশে নেই ভারী বৃষ্টির ভ্রুকুটি, জানাল আবহাওয়া দফতর।

WB News Live Updates: পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা

পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।

West Bengal News Live: প্যান্ডেল, বায়ো-টয়লেটের পর এবার চৌকি, অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে, ভ্যান আটকাল পুলিশ

প্যান্ডেল, বায়ো-টয়লেটের পর এবার চৌকি। অনশন মঞ্চে নিয়ে যাওয়ার পথে, ভ্যান আটকাল পুলিশ। তুমুল বিক্ষোভ। বাধ্য হয়ে চৌকি ছাড়ল বউবাজার থানা। কাঁধে চৌকি, হাতে চেয়ার নিয়ে ধর্মতলা রওনা আন্দোলনকারীদের।

প্রেক্ষাপট

ধর্মতলায় আমরণ অনশনের মধ্যেই ১০ দফা দাবিতে মহামিছিলে ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল থেকে এসএসকেএম-পঞ্চমীর বিকেলে ধর্মতলা চলো। 


আর জি কর-কাণ্ডের চার্জশিটে কেন শুধু একজনের নাম? মহামিছিলের পর এবার ষষ্ঠীতে সিবিআই দফতর অভিযানের ডাক ডাক্তার-নার্সদের ৩টি সংগঠনের


প্রায় ৩দিনে অনশনে জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়ে আর জি কর মেডিক্যালের ৪০ সিনিয়র ডাক্তার-অধ্যাপকের ইস্তফা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি। 


জুনিয়রদের পাশে দাঁড়িয়ে চাপ বাড়ালেন সিনিয়র ডাক্তাররাও। গণইস্তফার হুঁশিয়ারিতে কলকাতা মেডিক্যাল, এসএসকেএমে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন। 


দফায় দফায় সংঘাত, জট কাটবে ধর্মতলার অনশনে? আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে নবান্নে তলব, সিদ্ধান্তের দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.