সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : 'আমি তো মা....আমি তো সব হারিয়ে ফেললাম....আজ সেই অভিশপ্ত দিন' এবিপি আনন্দ-র সঙ্গে কথা বলতে গিয়ে মেয়ের মৃত্যুর পরবর্তী ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন।  আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর এক সপ্তাহ কেটে গিয়েছে । বিচারের দাবিতে ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন। বিস্তৃত হচ্ছে ক্ষেত্র। এই পরিস্থিতিতেই নির্যাতিতার মাও বললেন 'সঠিক বিচার হোক, আসল দোষী ধরা পড়ুক , সাজা হোক ,নিরপেক্ষ তদন্ত হোক । তারপর আমি সরকারের সাহায্য নেব'। 



হারিয়েছেন নিজের মেয়েকে। তারপর পাশে  পেয়েছেন সারা দেশের লক্ষ লক্ষ মেয়েকে, মানুষকে। এভাবেই পাশে থাকুক সকলে বিচার না পাওয়া অবধি, মেয়ের মৃত্যুর পর আবেদন শোকাতুর মায়ের।  এই অভিশপ্ত দিন যেন কারও না আসে, এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। ভাগ করে নিলেন মেয়ের মৃত্যুর দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা।  


সদ্য মেয়ে হারানো মা জানালেন, মেয়ের মৃত্যুর পর তাঁদের বাড়িতে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার মা জানান, মুখ্যমন্ত্রী বাড়িতে এসে বলেছিলেন, আসল দোষী তো ধরা পড়েই গিয়েছে। তখনই নির্যাতিতার মা জানান, সঞ্জয় রায়কে তারা আসল দোষী মনেই করছেন না। তাঁদের ধারণা, ভেতরের কেউ নিশ্চয়ই আছে, যে বা যারা আসল দোষী। নইলে তাঁদের মেয়ে যে একা উপরের ঘরে ঘুমোতে গিয়েছেন, সেটা সঞ্জয় জানবেই বা কীভাবে। তখন মুখ্যমন্ত্রীও পুলিশকর্তার তাকিয়ে বলেন, আমারও সেটাই প্রশ্ন। 


এরপর মুখ্যমন্ত্রী নির্যাতিতার মা - কে সরকারি অনুদান দেওয়ার কথা বলেন, 'আপনারাও তো মেয়ের নামে কিছু একটা করে রাখতে চান'। তখন সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন নির্যাতিতার বাবা মা। তিনি বলেন, 'দিদি,সঠিক বিচার হোক, আসল দোষী ধরা পড়ুক , সাজা হোক ,নিরপেক্ষ তদন্ত হোক । তারপর...নইলে আমার মেয়ে ছিঃ বলবে '। 


অন্যদিকে চিকিৎসকের বাবা বলেন, 'সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন মেয়ে মারা গিয়েছে কীভাবে বাবা হয়ে এসব করছেন। আমার একটাই কথা, আমি যদি আজ না লড়াই করি মেয়েটা জাস্টিস পাবে কীভাবে? দেশবাসী আজ লড়াই করছে। আমার সেখানে শক্ত থাকাটা খুব দরকার।' 


এখন তাঁদের মেয়ের হয়ে বিচার চাইছে সারা দেশ। তদন্তে নেমে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দু বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। বারবার গোয়েন্দারা যাচ্ছেন ঘটনাস্থলে। এখন কবে আসল অপরাধী ধরা পড়ে, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন, 'চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি', ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার, নিরুত্তাপ সঞ্জয়