কলকাতা: আবেদনেও মেলেনি অমিত শাহের সাক্ষাৎ, হতাশ নিহত চিকিৎসকের মা-বাবা। 'অমিত শাহ সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। উনি হয়তো দেখা করার সময় পাননি, ওনার দলের লোকেরা যোগাযোগ রাখছেন। অমিত শাহের সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোর বাড়ত', শাহের সাক্ষাৎ না পাওয়া নিয়ে মন্তব্য নিহত চিকিৎসকের বাবার।


সাক্ষাৎ চেয়ে আগেই চিঠি লিখেছিলেন অমিত শাহকে। আর জি কর-কাণ্ডের আবহে প্রথমবার কলকাতায় এলেও, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ প্রায় ১৭ ঘণ্টা ধরে রাজ্যে থাকলেও সাক্ষাতের সময় পেল না নিহত চিকিৎসকের পরিবার। আর এই প্রেক্ষাপটে তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম। এ বিষয়ে কিছু বলার নেই, প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার।


সাক্ষাৎ চেয়ে আগেই চিঠি লিখেছিলেন অমিত শাহকে। আর জি কর-কাণ্ডের আবহে প্রথমবার কলকাতায় এলেও, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ প্রায় ১৭ ঘণ্টা ধরে রাজ্যে থাকলেও সাক্ষাতের সময় পেল না নিহত চিকিৎসকের পরিবার। আর এই প্রেক্ষাপটে তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম। এ বিষয়ে কিছু বলার নেই, প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার।


আর জি কর-কাণ্ডের পর প্রথমবার বঙ্গ সফরে এলেন অমিত শাহ। কিন্তু নিহত চিকিৎসকের মা বাবা সাক্ষাতের সময় পেলেন না। মা-বাবার সঙ্গে অমিত শাহের দেখা হল না, কথা হল না। আর এই ইস্যুকে হাতিয়ার করেই ফের একবার তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। অমিত শাহজি এলেন। আর ওদিকে আর জি করের নির্যাতিতার পরিবার আশা করে বসেছিলেন, হয়তো দেখা করবেন। চিঠিও দিয়েছিলেন। দেখাটা হল না। সাংবাদিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, 'কিছু বলার নেই।'


৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে খুন হন তরুণী চিকিৎসক। তারপর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। অভূতপূর্ব নজিরবিহীন গণআন্দোলনের সাক্ষী হয় বাংলা। আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ১৮ অক্টোবর এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।অমিত শাহকে চিঠি লিখে নিহত চিকিৎসকের বাবা বলেন,'আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি।' 


আরও পড়ুন, উপনির্বাচনের মুখে মিনাখাঁর বিধায়কের উপর 'হামলা' ! 'কালীপুজোর উদ্বোধন থেকে ফিরছিলেন..'


এই আবহে শনিবার রাতে কলকাতায় পৌঁছন অমিত শাহ। জোরালো হয় প্রশ্ন, তিনি কি নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলবেন? তাঁদের সাক্ষাতের সময় দেবেন? তাঁদের কথা শুনবেন?কিন্তু শেষ অবধি সরকারি অনুষ্ঠান এবং বিজেপির কর্মসূচিতে অংশ নিলেও আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করলেন না অমিত শাহ। প্রায় ১৭ ঘণ্টা রাজ্যে থাকলেন তিনি। কিন্তু কথা হল না নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে। সূত্রের দাবি, নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা সকাল থেকে বাড়িতেই ছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে তাঁদের সঙ্গে কোনওরকম কেউ যোগাযোগ করেননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।