RG Kar News Live Update: সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ

We Want Justice: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে শুনানি।

ABP Ananda Last Updated: 20 Aug 2024 11:54 PM
RG Kar LIVE News Updates: আর জি করে আধাসেনা

তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় এজেন্সি CBI-এর হাতে। এবার আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে। আর জি কর-কাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ্য় প্রশাসনের ওপর আস্থা রাখল না সুপ্রিম কোর্টও। ২২ অগাস্টের মধ্যে CBI-এৎ কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে সর্বোচ্চ আদালত।

RG Kar News LIVE Updates: পুলিশ-হাসপাতালকে 'প্রশ্ন-বাণ'

তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা? FIR করতে এত দেরি হল কেন? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল? তরুণী-চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায়, আর জি কর মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কড়া প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকেও। 

RG Kar LIVE News Updates: 'আরেকটা ধর্ষণের অপেক্ষা নয়'

আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না, মন্তব্য সর্বোচ্চ আদালতের। চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা।

RG Kar News LIVE Updates: অনড় সুখেন্দুশেখর

আর জি কর-কাণ্ডে সোশাল মিডিয়ায় পোস্ট করার জেরে, তাঁর কাছে পুলিশের সমন গেছিল।মঙ্গলবার সেই পোস্ট ডিলিট করলেও, অবস্থানে অনড় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সুখেনদুশেখর রায়। বললেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায়? 

RG Kar LIVE News Updates: আর জি কর-কাণ্ডের জের, রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ

আর জি কর-কাণ্ডের জের, রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ, জেলায় জেলায় এসপি, সিপি-দের নির্দেশিকা এডিজি আইনশৃঙ্খলার

RG Kar News LIVE Updates: কংগ্রেসের লালবাজার অভিযান

আর জি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান। ধর্মতলা মোড়ে জমায়েত কংগ্রেস নেতা-কর্মীদের। মিছিল শুরুর আগেই জমায়েত থেকে কংগ্রেস নেতা-কর্মীদের আটক করল পুলিশ

RG Kar LIVE News Updates: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

আর জি করকাণ্ডের প্রতিবাদে বি টি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মিছিল।

RG Kar News LIVE Updates:আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপি হাওড়া ব্রিজ অভিযানে ধুন্ধুমার

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রিজ অভিযান।পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর  এই অভিযানে নেতৃত্বে।হাওড়া বাস স্ট্যান্ডের কাছ থেকে শুরু হবে মিছিল।বিশাল পুলিশ ও রাফ মোতায়েন এই অভিযান ঘিরে।বিশাল জমায়েত।হাওড়া ব্রিজে ওঠার রাস্তা আই সি বোস রোড বন্ধ করে দেওয়া হলো।

RG Kar LIVE News Updates: আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে এবার তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা

আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে এবার তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা। 

RG Kar News LIVE Updates: আর জি কর কাণ্ডের জের, রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ

আর জি কর কাণ্ডের জের, রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ। জেলায় জেলায় এসপি, সিপি-দের নির্দেশিকা এডিজি আইনশৃঙ্খলার। 'জেলায় জেলায় হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে হবে। অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে', অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের নাম-পরিচয়-ফোন নম্বর সংগ্রহ করে পাঠানোর নির্দেশ। প্রয়োজনে অবসরপ্রাপ্ত আইপিএস, সেনা, নৌসেনা, বায়ুসেনা অফিসারদের সশরীরে কাজে লাগানোর ভাবনা রাজ্যের। 

RG Kar LIVE News Updates: আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগ, আর্থিক দুর্নীতি দমন মামলায় FIR

সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে পুলিশের FIR। আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগ, আর্থিক দুর্নীতি দমন মামলায় FIR । আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২৩-এর জুলাইয়ে তৎকালীন ডেপুটি সুপারের নালিশ । স্বাস্থ্য দফতর, ভিজিল্যান্স কমিশনে নালিশের এক বছর পরে FIR। আর জি কর কাণ্ডে তোলপাড় হতেই এক বছর পরে তড়িঘড়ি FIR। টালা থানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ-সহ কয়েকজনের বিরুদ্ধে FIR। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের নালিশের পরেই টালা থানার FIR । সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ। আর্থিক দুর্নীতির অভিযোগে ৪ সদস্যের SIT গঠন করে তদন্তের নির্দেশ । ১ মাসের মধ্যে SIT-কে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের । সন্দীপ ঘোষের জমানায় আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তে SIT

RG Kar News LIVE Updates: সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট সঞ্জয়ের? সিবিআইয়ের নজরে এএসআই

সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট সঞ্জয়ের? সিবিআইয়ের নজরে এএসআই। চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ বলে পরিচিত এএসআইকে জিজ্ঞাসাবাদ । কবে থেকে এত বাড়বাড়ন্ত সঞ্জয় রায়ের? মাথায় কার হাত?  জানতে ২ দফায় এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 

RG Kar News Live Update: পুলিশ নয়, আর জি কর মেডিক্যালের দায়িত্বে এবার আধা সেনা

পুলিশ নয়, আর জি কর মেডিক্যালের দায়িত্বে এবার আধা সেনা। CISF-কে আর জি কর মেডিক্যালের সুরক্ষায় থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের । স্বাধীনতার মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবে তছনছ আর জি কর মেডিক্যাল। 'শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী?' হাইকোর্টের পর এবার পুলিশের ভূমিকায় সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। অপরাধের জায়গা সুরক্ষিত রাখা পুলিশের কর্তব্য, কেন হয়নি? প্রশ্ন সু্প্রিম কোর্টের 

RG Kar News LIVE Updates: সন্দীপ ঘোষকে নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার

সন্দীপ ঘোষকে নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তৃণমূল সাংসদের দাবি, আগেই রাজ্য সরকার সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত করতে পারত। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানালেন জহর সরকার

RG Kar News Live Update: কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এই আশ্বাসেই সোশাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি সুখেন্দুশেখর

কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এই আশ্বাসেই সোশাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি সুখেন্দুশেখর। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না আশ্বাস দিয়ে পোস্ট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেই প্রস্তাবে রাজি হয়ে সোশাল মিডিয়া থেকে পোস্ট প্রত্যাহারে সম্মতি জানালেন সুখেন্দুশেখর। এর আগে আর জি কর কাণ্ডে মুখ খোলায় পরপর ২ বার সুখেন্দুশেখরকে তলব করে কলকাতা পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দুশেখর।

RG Kar Doctor's Death Protest Live Update: 'এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকার বলা হয়েছে, রায়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ আছে', পোস্ট কুণালর

রায় বিজ্ঞানসম্মত, ইতিবাচক, সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। 'সারা দেশে এ ধরনের অপরাধের কথা বলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নির্দেশ আছে'। 'রায় সারা দেশের জন্যই স্বাগত'। 'এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকার বলা হয়েছে'। রায়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ আছে, সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।

RG Kar News Live Update: কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরেও উত্তেজনা, মিছিল শুরুর আগেই বিক্ষোভকারীদের আটকাল পুলিশ

কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরেও উত্তেজনা। মিছিল শুরুর আগেই বিক্ষোভকারীদের আটকাল পুলিশ।

RG Kar Doctor's Death Protest Live Update: ABVP-র স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা

ABVP-র স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তেজনা, মাঝপথেই মিছিল আটকাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা।

RG Kar News Live Update: দুষ্কৃতী তাণ্ডবের রাতে ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের তালিকা চাইল পুলিশ

আর জি কর মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডবের তদন্তে এবার ১৪ এবং ১৫ অগাস্ট মাঝরাতে ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের তালিকা এবং তাঁদের ফোন নম্বর চাইল পুলিশ। আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই তালিকা এবং ফোন নম্বর চাওয়া হয়েছে। চাওয়া হল নার্সদের তালিকা

RG Kar Doctor's Death Protest Live Update: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বাবাকে ফোন রাজ্যপালের

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে রাষ্ট্রপতির দরবারে রাজ্যপাল। দেখা করলেন উপ রাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গেও। নির্যাতিতার বাবাকে ফোন বোসের। রাজভবনে খুললেন কন্ট্রোল রুম।

RG Kar News Live Update: কীভাবে হাসপাতালে ঢুকে হামলা করল বহিরাগতরা ? আর জি কর কাণ্ডে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ভয় জাগানোর মতো ঘটনা। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা ? কীভাবে হাসপাতালে ঢুকে হামলা করল বহিরাগতরা ? আর জি কর কাণ্ডে প্রশ্ন সুপ্রিম কোর্টের। 

RG Kar Doctor's Death Protest Live Update: সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ

আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ

RG Kar News Live Update: আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় ২২ অগাস্টের মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় ২২ অগাস্টের মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যের থেকে ভাঙচুরকাণ্ডে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

RG Kar Doctor's Death Protest Live Update: চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট

হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে
এটা ভয় জাগানোর মতো ঘটনা : সুপ্রিম কোর্ট
তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? প্রশ্ন সুপ্রিম কোর্টের
হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? প্রশ্ন সুপ্রিম কোর্টের
চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট
আর জি কর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী?
আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
দেরি করে দায়ের করা হয়েছে FIR, জানাল সর্বোচ্চ আদালত
আমরা আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না : সুপ্রিম কোর্ট
সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে
২২ অগাস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট দিতে হবে : সুপ্রিম কোর্ট
এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের




RG Kar News Live Update: আর জি কর ও বর্ধমানের আদিবাসী ছাত্রীকে খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে পথে ভারত জাকাত মাঝি পারগানা

আর জি কর মেডিক্যালের ডাক্তার ছাত্রী ও বর্ধমানের আদিবাসী ছাত্রীকে খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে পথে ভারত জাকাত মাঝি পারগানা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্ৰামের কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক ও ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। 

RG Kar Doctor's Death Protest Live Update: হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে

হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে


সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে


এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার


 

RG Kar News Live Update: বিবৃতি দিতে গিয়ে নিহত নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস ! সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

বিবৃতি দিতে গিয়ে নিহত নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস!
আর জি কর মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু
মামলা রুজু করল কলকাতা পুলিশ
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহেই সন্দীপ ঘোষকে নোটিস দেওয়া হবে
ডাক্তার ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনার তদন্তে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে ৪ দফায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI
আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ থাকাকালীন বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে

RG Kar Doctor's Death Protest Live Update: আরজি কর-কাণ্ডে আজ গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি

আরজি কর-কাণ্ডে আজ গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে
প্রধান বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি
চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সর্বোচ্চ আদালত
চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে

RG Kar News Live Update: এবার খালপাড়ের মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা

এবার খালপাড়ের মেডিক্যাল কলেজ চত্বরে সিসিটিভি নিয়ে তৎপরতা
 আর জি কর মেডিক্যালে হস্টেল-সহ বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে
 কোথায় কোথায় সিসিটিভি বসানো আছে? 
 কতগুলি সিসিটিভি সচল আছে?
 আর কোন কোন স্ট্র্যাটেজিক পজিশনে সিসি ক্যামেরা বসানো যেতে পারে ?
বিভিন্ন জায়গা পরিদর্শন করে চিহ্নিত করতে শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ
 আরও CC ক্যামেরা বসানোর জন্য ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে স্বাস্থ্য দফতর। 

RG Kar Doctor's Death Protest Live Update: হাত দিয়ে শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের

হাত দিয়ে শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে উঠে এল এমনই তথ্য। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

RG Kar News Live Update: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ স্বাস্থ্যভবন অভিযান ABVP-র, লালবাজার অভিযানে কংগ্রেস

আর জি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ। বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের ঢেউ। আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP. অন্যদিকে, চিকিৎসকদের পুলিশি তলব নিয়ে তোলপাড়, বিক্ষোভের মধ্যেই, আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। জোড়া প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আজ নজরে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দেশের শীর্ষ আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে, আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে তার শুনানি হওয়ার কথা। অন্যদিকে, CP-র CBI হেফাজতের পক্ষে সওয়াল করে পুলিশের জোড়া সমন পাওয়ার পর, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। 

RG Kar Doctor's Death Protest Live Update: আরজি কর কাণ্ডে মুখ খোলার পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা করছেন খোদ তৃণমূল সাংসদ !

আর জি কর কাণ্ডে মুখ খোলার পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা করছেন খোদ তৃণমূল সাংসদ ! আশঙ্কা থেকেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন, তৃণমূলের ৩ বারের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আজ হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর জি করকাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন সুখেন্দুশেখর। তারপর সোশাল মিডিয়ায় কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন। এই প্রেক্ষাপটে পরপর দু'বার তাঁকে তলব করে কলকাতা পুলিশ। সেখানে সুখেন্দুশেখরের পোস্টকে অসত্য বলে দাবি করা হয়।

RG Kar News Live Update: আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের

আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আর জি কর মেডিক্যালে 'আর্থিক অনিয়ম'
২০২১ থেকে আর জি করে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট রাজ্যের
তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের ৪ সদস্যের সিট গঠন
৪ সদস্যের সিট গঠন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের, এক মাসে রিপোর্ট জমার নির্দেশ

RG Kar Doctor's Death Protest Live Update: নির্যাতিতার পরিচয় ফাঁস থেকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে লালবাজারের তলব, মিছিল করে গেলেন ২ চিকিৎসক

নির্যাতিতার পরিচয় ফাঁস থেকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে লালবাজারের তলব। বিশাল মিছিল করে গেলেন ২ চিকিৎসক। 

প্রেক্ষাপট

কলকাতা : হাত দিয়ে শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে উঠে এল এমনই তথ্য। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।


দুই গালে অজস্র ক্ষতচিহ্ন। ঠোঁটের বাইরে, ভিতরে একাধিক আঘাত। ডান দিকের চোয়ালে ক্ষতচিহ্ন। নাক ও ঠোঁটের মাঝের অংশেও আঘাতের দাগ। যৌনাঙ্গে... ঘাড়ে, গলায়, কাঁধে, হাতে, বাঁ পায়ের হাঁটু - সর্বত্র ক্ষত। খুলির নীচে ও ফুসফুসেও মিলেছে রক্তক্ষরণের চিহ্ন।
আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ময়নাতন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে। ময়নাতন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হাত দিয়ে শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পাশাপাশি নাক-মুখ চাপা দিয়েও শ্বাসরোধ করা হয়েছিল।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যু। মৃত্যুর ধরন খুন। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিক্যাল প্রমাণও রয়েছে। মৃতদেহ ব্যবচ্ছেদের পর যে সমস্ত আঘাতের প্রমাণ মিলেছে, সেগুলির সবক'টিই মৃত্যুর আগের বলে রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারী চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাদা রঙের গাঢ় দেহরস সংগ্রহ করা হয়েছে। যার ওজন ১৫১ গ্রাম।

ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিসেরা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে রক্ত, মাথার চুল, নখ ও যৌনাঙ্গের নমুনা। যা সিল করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.