কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই আবহে সোশ্য়াল মিডিয়ায় একাধিক ভুয়ো তথ্য ছড়াচ্ছে। নির্যাতিতার উপর অত্যাচার থেকে আরও একাধিক বিষয়ে যে সমস্ত খবর চাউর হয়েছিল, তা এবার খারিজ হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্টে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেহরস নিয়ে যে একাধিক তত্ত্ব ছড়িয়েছিল, তা খারিজ হয়ে গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। (RG Kar Doctor Death Case)
ময়নাতদন্তের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, ভিসেরার জন্য ১৫১ গ্রাম ওজনের দেহাংশ সংর্গহ করা হয়। সংগ্রহ করা হয় দেহরস-সহ এন্ডো সার্ভাইকাল ক্যানালের অংশ। ভিসেরার জন্য মৃতার ১৫১ গ্রাম ওজনের দেহাংশ পাঠানো হয়েছে ফরেন্সিকে। ভিসেরার জন্য মৃতার শরীরের সংগৃহীত অংশের সঙ্গে দেহরসের কোনও সম্পর্ক নেই। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এমনই মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। (RG Kar Doctor Death Case)
ফরেন্সিকক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত জানিয়েছেন, এক্সটার্নাল এবং ইন্টার্নাল জেনিটেলিয়া বলতে বোঝায় জরায়ু এবং তার সঙ্গে আর যা কিছু আছে। দুই দিকের ওভারি...সেই স্ট্রাকচারটির ওজন ১৫১ গ্রাম। তরলের আলাদা বিবরণ রয়েছে। সেটা আলাদা সংগ্রহ করা হয়েছে। সেটা পাঠানো হয়েছে। টুথপেস্টের টিউবের মতো বিষয়। টুথপেস্ট নেওয়া হয়ে গিয়েছে। টিউবটির ওজন বলা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় যে তত্ত্ব ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে এদিন সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। পর পর পোস্টে তিনি লেখেন, 'কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং নাগরিকদের তা নিয়ে সরব হওয়া প্রয়োজন। কিন্তু বিজেপি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর এই খেলা কার্যকর হবে না'।
ময়নাতদন্তের রিপোর্টের উল্লেখ করে মহুয়া আরও লেখেন, 'আর জি করের ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেট এবং তিন চিকিৎসকের উপস্থিতিতে হয়েছে, ১) পেলভিক গার্ডল বা অন্য দু'টি হারে কোনও ফ্র্যাকচার নেই, ২) ১৫০ গ্রাম ওজন বলতে ইনার এবং আউটার জেনিটেলিয়াকে বোঝানো হয়েছে, কল্পনাপ্রসূত দেহরসকে বোঝানো হয়নি, ৩) একাধিক ধর্ষকের ইঙ্গিত মেলেনি। ভুয়ো খবর ছড়াবেন না দয়া করে'।
কলকাতা হাইকোর্টে জনৈক রাজনীতিক-আইনজীবী ভুল তথ্য পেশ করেন বলেও দাবি করেন মহুয়া। তিনি লেখেন, 'কলকাতা হাইকোর্টে 'দুষ্টু' রাজনীতিক-আইনজীবী এ রিট পিটিশন জমা দিয়েছেন, তাতে ভুল তথ্য রয়েছে, ১) দেহ দাহ করতে তাড়াহুড়ো হয়নি। পুলিশ সোদপুরের বাড়িতে দেহ নিয়ে যায়, পরিবারের উপস্থিতিতে শেষকৃত্য হয়। ২) কোনও হাড় ভাঙেনি। ময়নাতদন্তের রিপোর্টে হাড়ভাঙার উল্লেখ নেই। ৩) ১৫০ গ্রাম ওজনের দেহরস পাওয়া যায়নি। সেটি ছিল যৌনাঙ্গের ওজন'।