সুনীত হালদার, হাওড়া: পূর্বপুরুষের হাতে প্রতিষ্ঠা যে আর জি কর হাসপাতালের, সেখানেই তরুণী চিকিৎসকের উপর অমানবিক অত্যাচার, ধর্ষণ ও খুনের অভিযোগ। সেই ঘটনায় এবার বিচারের দাবিতে পথে নামলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা-চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যেরা। কর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিচারের দাবিতে তাই পথে নামতে হয়েছে তাঁদের। (RG Kar Doctor Death Case)


চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সোদপুরে নির্যাতিতার পরিবারে যখন হাহাকার, সেই সময় হাওড়ার বেতড়ের কর পরিবারেও অসম্মানের গ্লানি চোখে পড়ছে। তাই আর জি করের প্রতিষ্ঠাতা তথা চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যেরাও প্রতিবাদে পথে নেমেছেন।(RG Kar Protests)

শনিবার মধ্যরাতে সাঁতরাগাছি থেকে মিছিলে সামিল হন আর জি কর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যেরা। রাধাগোবিন্দের পরিবারের সদস্যা স্বাগতা ঘোষ বলেন, "একটি রাত্রি নেমে থেমে যাব, তাহলে তো হয়ে গেল! থেমে যাওয়ার রেজাল্ট পেয়ে গিয়েছি আমরা। সেই কারণে আর থামছি না আমরা।"

১৮৮৬ সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে ফেরেন রাধাগোবিন্দ। তৈরি করেন এশিয়ার প্রথম বেসরকারি হাসপাতাল, সেই সময় যার নাম ছিল ক্যালকাটা মেডিক্যাল স্কুল। রাজ্য সরকার অধিগ্রহণ করার পর নাম পাল্টে হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হয়।

হাওড়ার বেতড়ের বাড়িতে কর পরিবারের চতুর্থ প্রজন্মের বাস। পুরনো বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারের কৃতী চিকিৎসকের নামাঙ্কিত হাসপাতালের এই ঘটনা তাদের পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছেন রাধাগোবিন্দের পরিবারের বর্তমান প্রজন্ম। স্বাগতা বলেন, "এই প্রতিষ্ঠানে সঙ্গে আমাদের নামও জড়িয়ে রয়েছে। সেই কারণে আমরাও অত্যন্ত ব্যথিত। যেভাবে নামটি কলুষিত হল, সেটা অত্যন্ত নিন্দনীয়।"

পাশাপাশি, হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সহমর্মিতা জানিয়েছে আর জি কর কর হাসপাতালের প্রতিষ্ঠাতার পরিবার। স্বাগতার কথায়, "চিকিৎসকেরা যে ধর্মঘট ডেকেছেন, সেটাকে অস্বীকার করা যায় না। তাঁদের সহকর্মীকে যদি এভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়, তাঁদেরও প্রতিবাদ জানানোর ভাষা রয়েছে, সেভাবেই প্রতিবাদ জানাচ্ছেন।"

আর জি কর হাসপাতালের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রাজ্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে। সিবিআই মামলার তদন্ত করলেও, সুবিচারের দাবিতে আন্দোলন থামেনি। তাই সুবিচার না মেলা পর্যন্ত তাঁরাও প্রতিবাদ জারি রাখবেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা চিকিৎসক রাধাগোবিন্দের পরিবারের সদস্যেরাও।


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: RG কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি