মুম্বই: কলকাতার RG কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। নারী নির্যাতন বিরোধী আইন আরও কড়া করার দাবি উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মদ্যপ রোগী ও তার সঙ্গীদের বিরুদ্ধে একজন মহিলাকে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল (Attack On Female Doctor)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে (Mumbai) সিওন হাসপাতালে (Sion Hospital)। ইতিমধ্যেই আক্রান্ত ওই মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শারীরক হেনস্থার মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: RG কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি


এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে Sion-MARD ও BMC-MARD-এর সাধারণ সম্পাদক অক্ষয় মোরে বলেন, "অভিযুক্ত ওই মদ্যপ রোগী জখম অবস্থায় শনিবার মাঝরাতে সাত-আটজন আত্মীয়ের সঙ্গে হাসপাতালে এসেছিল। ওই রোগীর মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে দেখে মনে হচ্ছিল মারধর করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে আরও চিকিৎসার জন্য ইএনটি ডিপার্টমেন্টে পাঠান ভোর সাড়ে তিনটে নাগাদ। সেই সময়ে ওই ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন একজন মহিলা আবাসিক চিকিৎসক। নিয়ম মেনে তিনি যখন ক্ষতগুলির চিকিৎসা করছিলেন তখন মদ্যপ অবস্থায় থাকা রোগী ওই চিকিৎসককে অশ্লীল কথাবার্তা বলে হেনস্থা করতে থাকে। এমনকী রোগীর সঙ্গে থাকা আত্মীয় ও সঙ্গীরা তাকে নিয়ন্ত্রণ করার বদলে মহিলা চিকিৎসককেই উল্টোপাল্টা কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই আবাসিক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থাও করে। হাসপাতালে থাকা নার্সরা বাধা দেওয়া চেষ্টা করলেও মহিলা চিকিৎসকের হাতে আঘাত লাগে। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের ডাকা হয়। তাঁরা ঘটনাস্থলে আসতেই মদ্যপ ওই রোগী এবং তার আত্মীয়রা সেখান থেকে পালিয়ে যায়। সাধারণত এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে আর যার বেশিরভাগই চাপা পড়ে যায়। কিন্তু, কলকাতায় যে ঘটনা ঘটেছে তারপর আমরা এই বিষয়টিকে আর ছোট করতে দেখতি পারছি না। আইনিভাবে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।