কলকাতা: নবান্ন অভিযান ঘিরে উঠে এল পৃথক ছবি।  আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। আর সেই নবান্ন অভিযানেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল চার্জ কোনও কিছুই যায়নি বাদ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পুলিশি বাধার মুখে পড়ে ছোড়া হয় ইটের টুকরো। মাথা ফাটে চণ্ডীতলার আইসি-র। আহত আইসিকে উদ্ধার করে নিয়ে যান বিক্ষোভকারীরাই!


পশ্চিমবঙ্গ ছাত্র সমাবেশের ব্য়ানারে ডাকা নবান্ন অভিযান ঘিরে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে এভাবেই অবরুদ্ধ রইল শহর! গঙ্গার এপার থেকে ওপার পুলিশ-আন্দোলকারী খণ্ডযুদ্ধ রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ। আক্রান্ত এক মহিলা বলেন,'পুলিশকে বারবার ধরে অনুরোধ করেছি, এটা আমাদের শাস্তিপূর্ণ মিছিল। বারবার হাত জোড় করে অনুরোধ করেছি, তারপরও পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করল।' আগুন জ্বলল। রক্ত ঝরল। উপড়ে ফেলা হল পুলিশি ব্য়ারিকেড। জলকামান-কাঁদানে গ্য়াস-লাঠিচার্জের সামনেও মাটি আঁকড়ে থাকলেন আন্দোলনকারীরা। এক আন্দোলনকারী বলেন, আমি একজন সাধারণ মহিলা, একজন মা। আমি একটা মেয়ের মা। আজকে আপনার মেয়ে, আমার মেয়ে, সবার নিরাপত্তার জন্য় এসেছি।'


আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে ধুন্ধুমার।ঝরল রক্ত। ফাটল মাথা।জ্বলল আগুন।মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। লাঠিচার্জ করা হল।পাল্টা, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করলেন আন্দোলনকারীরা।আর, এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাষ্ট্রপতি শাসনের কথা। শুভেন্দু  বলেন,'আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক।' 


আরও পড়ুন, নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজ, কুণাল বললেন, 'BJP এই অরাজকতা তৈরির চেষ্টা করছে..'


অপরদিকে কুণাল ঘোষ বলেন, আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত। বাংলাকে অশান্ত করতে হবে। বিচার এখন সব ভুলে গেছে। এখন সব চেয়ার চাই। We Want Justice আর নেই, সেটাতো CBI, সেটা তো CGO কম্পলেক্স। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।