কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় কি একাই সঞ্জয় দায়ী ? নাকি পেছনে রয়েছে আরও বড় মাথা ? যে হয়ত অনেক বেশি প্রভাবশালী। যার নাম মুখে আনতে ডরাচ্ছেন সকলে, যার পরিবারও রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন। এমন নানা জল্পনা ঘুরে বেড়াচ্ছে বাতাসে। বিভিন্ন সূত্র মারফৎ এমন কিছু ইঙ্গিত আসছে, যাতে এই ধারণা তৈরি হচ্ছে যে, সঞ্জয় ছাড়া আছে এমন কেউ বা কেউ কেউ, যাদের নাম সামনে আসছে না। এমন উত্তাল সময়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু পোস্ট। সেখানে একেবারে নাম করে ইঙ্গিত দেওয়া হচ্ছে, কে থাকতে পারে নির্যাতিতার এই মর্মান্তিক পরিণতির পিছনে। এর মধ্যে বহু পোস্টই মনগড়া এবং শুধুই ব্যক্তিগত ধারণা নির্ভর , একথা বলাই বাহুল্য। তবে এই স্পর্শকাতর সময়ে কারও নাম বা পরিচয় সামনে আসলেই তিনি গণরোষে পড়ে যেতে পারেন।  তাই সত্যাসত্য বিবেচনা করে পোস্ট লেখা বা শেয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 


এই পরিস্থিতিতে  চিকিৎসক ছেলেকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করে আতঙ্কে চোখের জল ফেললেন তৃণমূলের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার স্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন, যেভাবে একটি অন্য ছেলের ছবি দিয়ে, তাঁর ছেলে বলে প্রচার চালানো হচ্ছে, তাতে পরিণতি হতে পারে ভয়াবহ। তিনি জানান, যেভাবে আর জি কর এর ঘটনার পর নিখোঁজ বলে একজনের ছবি ব্যবহার করে তাঁকে প্রাক্তন মন্ত্রীর ছেলে বলে প্রচার করা হচ্ছে, তাতে তাঁরা শঙ্কিত। এভাবে চলতে থাকলে তাঁরা গণরোষের শিকার হতে পারেন বলে , জানান বিধায়ক। পরিবারের উপর হামলাও হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।  


সৌমেন মহাপাত্র নিজেও চিকিৎসক। তিনি জানান, তাঁর ছেলেও চিকিৎসক। সৌমেন পুত্র ড.বোধিসত্ত্ব মহাপাত্র। তিনি পাশ করেছেন ২০১৭ সালে। ডাক্তারি পড়া শেষ করে তিনি অধুনা পাঁশকুড়া-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ হিসাবে কর্মরত।


সৌমেনের আশঙ্কা এই ধরনের ভুয়ো পোস্ট তাঁর পরিবারের পক্ষে ক্ষতিকর হতে পারে। আর বিধায়কের আশঙ্কা, এই কাজ করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। আরও প্রণিধানযোগ্য বিষয় হল, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই 'ষড়যন্ত্র' এর নেপথ্যে  দলেরই একটি অংশ জড়িত থাকতে পারে।  


ওই সাংবাদিক বৈঠকে সৌমেন মহাপাত্রর স্ত্রী জানান, বোধিসত্ত্বর স্ত্রী এখন সন্তানসম্ভবা। এই সময় এই ধরনের রটনা ক্ষতিকর হতে পারে। তাঁর অভিযোগ, দলেরই একাংশ তাঁদের পরিবারকে টেনে নামানোর চেষ্টা করছে। দলে থেকে দুর্নীতি করা কয়েকজন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তাঁর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের