কলকাতা: আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা। 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়', বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়। আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।


কলকাতা পুলিশের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বাম ও বিজেপি। বিজেপি নেতা কৌস্তভ বাগচির আক্রমণ, 'সাধারণ মানুষের আন্দোলনকে ভয় পাচ্ছে। গণ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উঠে গিয়েছে।' সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, 'গুণ্ডাদের তথ্য প্রমাণ লোপাটের জন্য যা করার হয়ে গিয়েছে। এখন যাতে কেউ কিছু করতে পারে। ওরা যা খুশি করতে কেউ যেন কোনও প্রতিবাদ করতে না পারে। ওরা ভয় পাচ্ছে।'


তলব DYFI- নেতৃত্বকে:
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়-সহ SFI ও DYFI-এর ৭ জন নেতা-নেত্রীকে তলব করল পুলিশ। নিশ্চয়ই যাব। প্রতিক্রিয়া মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের। তলব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


চলছে আন্দোলন:
আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ। শনিবার কলকাতা থেকে জেলা, দেশজুড়ে ফের আছড়ে পড়ল প্রতিবাদ। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে শনিবার রাসবিহারী থেকে অ্য়াকাডেমি পর্যন্ত যৌথভাবে মিছিল করে বাম-কংগ্রেস। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখায় RSS-এর ছাত্র সংগঠন এবিভিপি। পথে নামে তৃণমূলও। 


তৃণমূল সাংসদের দাবি ঘিরে চাঞ্চল্য:
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন। এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', তোপ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। আর জি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি