করাচি: তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আইসিসি (ICC ODI Ranking) ওয়ান ডে ব়্যাঙ্কিং জানার পর কোথায় খুশি হবেন, তা নয়। বরং বিরক্তিতে ফেটে পড়লেন প্রাক্তন পাক তারকা বাসিত আলি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তুমুল সমালোচনা করলেন।


ওয়ান ডে ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর আজম (Babar Azam) ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তারপরই আইসিসিকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। ২০২৩ সালের নভেম্বর থেকে একটিও একদিনের আন্তর্জাতিক খেলেননি বাবর। তা সত্ত্বেও এখনও শীর্ষস্থান তাঁরই দখলে। পরের তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি।


এই ব়্যাঙ্কিং দেখে প্রচণ্ড চটে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। চাঁচাছোলা ভাষায় বলেছেন, 'আইসিসি চায় না বাবর ভাল খেলুক। তাই ওকে এক নম্বরে রেখে দিয়েছে।' ব়্যাঙ্কিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে দেন তিনি। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এই তালিকায় না থাকায় অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।


বাসিত বলেছেন, 'আইসিসি ব়্যাঙ্কিংয়ে দেখি বাবর আজম এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা। তিন নম্বরে শুভমন গিল। চারে বিরাট কোহলি। আমি বাকি তালিকা দেখার প্রয়োজন মনে করিনি। কারণ আমি তালিকায় অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে না দেখে বেজায় অবাক হয়েছি। আমার মনে হয় আইসিসি চায় না বাবর ভাল খেলুক। একদিনের ক্রিকেটে এক নম্বরে থেকেই ও সন্তুষ্ট থাকুক। কারা এইসব ব়্যাঙ্কিং বানায়? বাবর আজম এবং শুভমন গিল কিসের ভিত্তিতে তালিকায় রয়েছে?' 


আইসিসির ব়্যাঙ্কিং পদ্ধতিতেও খুবই অবাক প্রাক্তন পাক তারকা। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, 'বাবরের শেষ একদিনের ম্যাচ গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে। বিশ্বকাপে রচিন রবীন্দ্র, কুইন্টন ডি'কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলিও ছিল। ওরা টুর্নামেন্টে তিনটি, চারটি করে শতরান করেছে। পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান এবং ফকর জামান একটি করে শতরান করেছিল। তারপরও এরকম ব়্যাঙ্কিং কীভাবে সম্ভব হল?'


শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হারলেও রান পাওয়ায় ব্যাটারদের মধ্যে দু'নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। যে সিরিজে ব্যাটাররা বিশেষ সুবিধা করতে পারেনি, সেখানে ১৫৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন ভারত অধিনায়ক। দুটো হাফসেঞ্চুরিও করেন।


আরও পড়ুন: 'এই রাক্ষসদের জন্য আইন বদলানো উচিত', RG কর কাণ্ড নিয়ে সরব ঋদ্ধিমান সাহা