মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে রাস্তায় মহিলা  আইনজীবীরা (Lady Advocate Protest on RG Kar Doctors Death Mystery Case)। এই ঘটনায় সরব রাজ্য-সহ সারা দেশ। দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে এবার দুর্গাপুরের আইনজীবীরা নামল আন্দোলনে।


মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতেই শেষ হয় মৌন মিছিল। তরুণী আইনজীবী তাসরিমা মন্ডল বলেন,'চিকিৎসকরাই যদি নিরাপত্তা না পায় তাহলে আমাদের বাঁচাবে কারা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা। দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে না হয়। বিচার পেতে যেনও ১৫, ২০ বছর না লাগে। সেটাই আমরা চাই।'


আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। 


RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। কলকাতার পাশপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।


আরও পড়ুন, RG কর কাণ্ডে আজ আউটডোর বন্ধের ডাক, ব্যতিক্রমী ছবি মুর্শিদাবাদ মেডিক্যালে !


RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।