সুনীত হালদার, হাওড়া: আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের বহর ক্রমশ বড় হচ্ছে বঙ্গে। এবার প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়াদের দেখা যেতেই শিক্ষা দফতরের কোপে পড়ল হাওড়ার ৩ হাই স্কুল।


আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে শো কজ নোটিস দেওয়া হয়েছে। হাওড়ার বলুহাটি হাইস্কুল ও বলুহাটি গার্লস হাইস্কুলকে নোটিস দেওয়া হয়েছে। নোটিস দেওয়া হয়েছে ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কেও। ২৪ ঘণ্টার মধ্যে শো কজের উত্তর দিতে হবে বলে উল্লেখ নোটিসে। গতকাল স্কুল চলাকালীন পড়ুয়া ও শিক্ষকদের মিছিল ঘিরে বিতর্ক। এর ফলে শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ নোটিসে। যদিও পঠনপাঠনের শেষে ছুটির পর এই মিছিল হয়েছে, দাবি স্কুল কর্তৃপক্ষের।


জানা গিয়েছে, শুক্রবার হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই তিনটি স্কুল থেকে আরজি কর কাণ্ডে বিচারের দাবি নিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। এই ঘটনার খবর নজরে আসে জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। এরপরই ডিসট্রিক্ট ইন্সপেক্টর ওই তিনটি হাই স্কুলের প্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠান এবং চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেন। ওই চিঠিতে সরাসরি অভিযোগ করা হয় স্কুল চলাকালীন মিছিল আয়োজন করে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। যদিও বলুহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন সাহার দাবি স্কুল ছুটির পর মিছিল বের হয়।


স্কুলের সময় কেন করা হল মিছিল? আর সেই মিছিলে কেন পড়ুয়া ও শিক্ষকরা? আরজি করের প্রতিবাদের হাওড়ার ৩টি স্কুলকে শোকজ় করল শিক্ষা দফতর। যদিও স্কুলগুলির দাবি, মিছিল করা হয়েছে স্কুল ছুটির পর। প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা বলে অভিযোগ বিরোধীদের। ভুল ব্যাখ্যা করা হচ্ছে। স্কুলের সময়ের বাইরে করলে অসুবিধা নেই, দাবি তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদকের। 


মিছিলের জেরে নির্দেশিকা, শোকজ। শোকজের জেরে প্রতিবাদ মিছিল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। রাজ্যজুড়ে শোরগোল, সরব হয়েছে বিভিন্ন মহল। পথে নেমেছে নাগরিক সমাজ মিছিলে পা মিলিয়েছে পড়ুয়ারাও। আর সেই মিছিল ঘিরেই প্রশ্ন তুলেছে শিক্ষা দফতর। বৃহস্পতিতে ২ জেলায় সতর্ক করার পর শুক্রবারে করা হল ৩ স্কুলকে শোকজ। ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বললেন জেলা স্কুল পরিদর্শক। স্থানীয় সূত্রে খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার মিছিল করা হাওড়ায়। সেই মিছিলে পা মেলায় বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল ও ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। ঘটনার পরই, এই ৩ স্কুলকে শো কজ নোটিস পাঠানো হয়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে পড়ুয়ারা। হাওড়ার তিন স্কুলকে শোকজ স্কুল শিক্ষা দফতরের।


আরও পড়ুন, বৃষ্টিতে বাড়ি ফিরছিলেন কৃষক, আচমকাই বজ্রপাত, আলগা হল হাত, খোলা দড়ি নিয়েই দাঁড়িয়ে গবাদি পশু


জেলা স্কুল পরিদর্শকের লেখা চিঠিতে বলা হয়েছে,শুক্রবার স্কুলের সময় শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে একটি মিছিল করার ঘটনা নজরে এসেছে। এই ঘটনা একদিকে যেমন পড়ুয়াদের পক্ষে বিপজ্জনক, অন্যদিকে লঙ্ঘিত হয়েছে শিশুদের অধিকার। কেন এই ঘটনা ঘটল, ২৪ ঘণ্টার মধ্যে তার সন্তোষজনক উত্তর দিতে হবে। না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এনিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। বালুহাটির ২টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, মিছিল হয়েছে স্কুল ছুটির পর। শোকজ নোটিসের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।