কলকাতা: আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে, স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। শাঁখ-উলুধ্বনী দিয়ে সরব মহিলারা।


কলকাতা, আসানসোল, শিলিগুড়ি মুর্শিদাবাদ, রানিগঞ্জ, ঠাকুরনগর, বাসন্তী, হুগলির চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, রানাঘাটে চলছে প্রতিবাদ। 'We Want Justice', মোবাইলে টর্চ জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানাচ্ছেন মহিলারা। এদিকে দেখতে দেখতেই ঘড়ির কাটায় রাত ১২ টা বাজতেই স্বাধীনতা দিবসে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইলেন প্রতিবাদী মহিলারা।


আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। সম্প্রতি কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'। যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করছেন মহিলারা। 


আরজিকরকাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আরজিকরকাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি-অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ে। পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই এবার হাইকোর্টের নির্দেশে মামলা গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। তবে সেই গ্রেফতারিতেই থেমে নেই প্রতিবাদ।


আরও পড়ুন, 'RG Kar কাণ্ডে রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত.. রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না', পরামর্শ কুণালের


অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসন ও শাসকদলের দিকে। যেখানে এক বিক্ষোভকারী পর্যন্ত বলেছেন, 'শূন্য বুদ্ধিতেও যে প্রশ্নটা আসে যে একজন মানুষের পক্ষে কি এতবড় একটা ঘটনা ঘটানো সম্ভব? আরজিকরকাণ্ডে ধৃত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একাই কালপ্রিট? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে?' আর এই বিতর্কের মাঝেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।