কলকাতা: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল।এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত এদিন রাতে কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদে নামেন মহিলারা। আর আন্দোলনের মাঝে আচমকাই উত্তাল হয় আরজিকর চত্ত্বর। চলে হামলা, ভাঙচুর। এই ঘটনার পর তিনি ট্যুইট করে বলেছেন, 'আরজিকরের কাছে প্রতিবাদ মিছিলে তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী নেতা। 






আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল। মাথা ফাটল পুলিশের। রক্তাক্ত কলকাতা পুলিশ। এবিপি আনন্দ এর সাংবাদিকের প্রশ্নের উত্তরে যদিও আক্রান্ত পুলিশের জবাব, একদম চাঙ্গা আছি। 'কে করেছে ?' প্রশ্ন করতেই বললেন, 'দুষ্কৃতীরা..'। ভাঙা হয়েছে চেয়ার, পাখা, টেবিল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগও উঠেছে। ভাঙচুরের পাশাপাশি উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। পাশাপাশি আক্রান্ত এবিপি আনন্দও।  


আরও পড়ুন, আন্দোলনের মধ্যেই অশান্ত RG কর, চলল 'হামলা', রক্তাক্ত পুলিশ


আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের 'খুনে' স্বাধীনতার মধ্য়রাতে প্রতিবাদে নামে রাজ্যজুড়ে মহিলারা । কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। শাঁখ-উলুধ্বনী দিয়ে সরব হন মহিলারা। আসানসোল, শিলিগুড়ি মুর্শিদাবাদ, রানিগঞ্জ, ঠাকুরনগর, বাসন্তী, হুগলির চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, রানাঘাটে  প্রতিবাদের মাঝেই পরিস্থিতি বদলায় কলকাতায়। 'We Want Justice', মোবাইলে টর্চ জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানান মহিলারা।এদিন রাত ১২ টা বাজতেই স্বাধীনতা দিবসে সমবেতভাবে জাতীয় সঙ্গীতে গলা মেলান প্রতিবাদী মহিলারা।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।