কলকাতা:  আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ভয়াবহ ধর্ষণ-খুনের এক মাস পার। অধরা বিচার। রাত পেরোলেই সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি। 'সুপ্রিম' শুনানির আগের রাতে ফের মুখ খুললেন নির্যাতিতার দাদা। প্রশ্ন তুলে বললেন, 'জানি না এই নারকীয় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রশাসনের এত কী ব্যস্ততা ছিল ? '


এদিন নির্যাতিতার দাদা বলেন, আপনারা যে নামেই তাঁকে চেনেন , তিলোত্তমা, অভয়া, যে নামেই তাঁকে আপনারা ডাকেন, আমি তাঁর দাদা। রাখির সংগ্রামটা আমি রক্ষা করতে পারিনি। আমরা চাইছি এই নারকীয় কাণ্ডের পিছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাঁদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা তো সবাই চেয়েছিলাম প্রশাসন আমাদের প্রথম থেকে শেষ অবধি সহায়তা করবে। কিন্তু আপনারা বিশ্বাস করুন, প্রশাসন থেকে সামান্যতম সহায়তাও পায়নি। জানি না এই নারকীয় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রশাসনের এত কী ব্যস্ততা ছিল ? আমরা পরিবার থেকে চেয়েছিলাম, অভয়ার মৃতদেহকে রেখে দিতে। পারিনি। দাহ করার জন্য তাঁদের যে ব্যস্ততা ছিল, সেটা আপনারা সব দেখেছেন। সেই জন্যই সবাই আমরা বলছি, অবশ্যই We Want Justice . কিন্তু এখন আমরা বলছি We Demand Justice .


আরও পড়ুন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় দুর্যোগের আশঙ্কা ! রাতভর বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এদিন, NRS মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলা, সুবিচারের দাবিতে মিছিলের ডাক দেয় জয়েন্ট প্লাটফর্ম ফর ডক্টরসরা।এন আর এস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের। গড়িয়াহাট থেকে রাসবিহারী পথে নামলেন ৫২-টি স্কুলের প্রাক্তনীরা। এই ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। কুমোরটুলিতে প্রতিবাদে সামিল হন শিল্পীরা। হেদুয়ায় বিচার চেয়ে মিছিল করলেন রিকশ চালকরা। 


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।