RG Kar Hospital Doctor Murder News LIVE : নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি, শাহকে চিঠি তৃণমূল সাংসদের
RG Kar Hospital Doctor Murder News LIVE Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। বামেদের ধিক্কার দিবস।
আরজি কর মেডিক্যালের ভিতরে ভাঙচুর, হামলার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা- সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাক স্বাধীনতার
রাত দখলের কর্মসূচিতেই থেমে নেই প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ মিছিল করলেন, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পড়য়া-শিক্ষক-অশিক্ষক কর্মীরা। মোমবাতি হাতে রাজপথে হাঁটলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, জয়া শীলরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে সরব হয়েছেন বলিউড তারকা ও ক্রিকেটাররাও।
যা ঘটেছে, তা যন্ত্রণাদায়ক। হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো। আরজি কর মামলার শুনানিতে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। ১০০ জনের জমায়েত জানতে পারে, ৭ হাজার জনের কথা কেন জানতে পারল না পুলিশ? পুলিশই যদি মার খায়, তাহলে আইন-শৃঙ্খলার কী হবে? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। সরকারের হলফনামা চাইল আদালত।
চিকিৎসকের ধর্ষণ-খুনের তথ্য়প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ এবার আরও জোরালো হল। ভাইরাল ভিডিওয়, এক হামলাকারীকে বলতে শোনা গেল, 'সেমিনার রুমে চল!' তাহলে কি সেমিনার হলই টার্গেট ছিল দুষ্কৃতীদের? উঠছে প্রশ্ন। অন্যদিকে, এদিনই সেমিনার রুমের পাশের ঘর সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের
আর জি কর কাণ্ডে রাজভবনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। আলোচনা সদর্থক হয়েছে, জানালেন তমলুকের বিজেপি সাংসদ
সন্ধ্যেয় ফের জমায়েত বিজেপির মহিলা মোর্চার কর্মীদের। মোমবাতি নিয়ে কালো কাপড় বেঁধে কালীঘাটে মিছিল। ব্যারিকেড দিয়ে তাঁদের সেখানে আটকে দিল পুলিশ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইসিসিআরের সামনে মোমবাতি হাতে ২ মিনিটের নীরবতা পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আর জি কর মেডিক্যালে ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়। 'ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে হামলা চালানো হয়, বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে, আর জি কর মেডিক্যালে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে, সিপিএম-বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা'।
'হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আর জি কর মেডিক্যালে ঢুকছিল। হামলাকারীদের সংখ্যা পুলিশের থেকে বেশি ছিল। বিরাট ভিড় দেখে ডিসি নর্থ নিজে ছুটে গিয়েছিলেন। আর জি কর মেডিক্যালে হামলা রুখতে গিয়ে আহত ১৫জন পুলিশ অফিসার'
যারাই হামলা করেছে, তাদের গ্রেফতার করা হবে: বিনীত গোয়েল।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া ও প্রাক্তনীদের মোমবাতি মিছিল। কলেজস্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মিছিল।
আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি আন্দোলনরত পড়ুয়াদের।
আর জি কর কাণ্ডে বাম-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার। 'এগুলো পলিটিক্যাল স্পনসর্ড, সত্যকে লুকনোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়', হাথরস-উন্নাও-মণিপুরে কী ব্যবস্থা? বিজেপিকে নিশানা মমতার। 'চিকিৎসকের দেহ বাড়ি নিয়ে যাওয়ার সময় পরিবারের লোককে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন এক বিজেপি নেত্রী', আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাল ব্লকে ব্লকে মিছিলের ডাক মমতার। বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে মিছিল করুন, ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফের আর জি কর মেডিক্যালে সিবিআই। ঘটনাস্থলে থ্রি ডি ম্যাপিং করবে সিবিআই। বগটুই, সন্দেশখালির পর আর জি কর কাণ্ডে থ্রি ডি ম্যাপিং প্রযুক্তির ব্যবহার। আর জি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা সিবিআইয়ের। পুলিশের দেওয়া তথ্য ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বয়ান খতিয়ে দেখবে সিবিআই।
আর জি কর মেডিক্যালে তাণ্ডব, ধৃতের সংখ্যা বেড়ে ২৪। হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ? 'চল সেমিনারে রুমে চল', ভাইরাল ভিডিওতে কাউকে বলতে শোনা যাচ্ছে। আর জি কর মেডিক্যালের সেমিনার রুমেই ধর্ষণ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরেই সেমিনার রুম সিল করে সিবিআই।
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অপরাধীদের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আর জি কর মেডিক্যালে তাণ্ডব, ধৃতের সংখ্যা বেড়ে ২৪। হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ? 'চল সেমিনারে রুমে চল', ভাইরাল ভিডিওতে কাউকে বলতে শোনা যাচ্ছে। আর জি কর মেডিক্যালের সেমিনার রুমেই ধর্ষণ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরেই সেমিনার রুম সিল করে সিবিআই
ফের আর জি কর মেডিক্যালে সিবিআই। ঘটনাস্থলে থ্রি ডি ম্যাপিং করবে সিবিআই। বগটুই, সন্দেশখালির পর আর জি কর কাণ্ডে থ্রি ডি ম্যাপিং প্রযুক্তির ব্যবহার
RG কর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে CGO-তে নিয়ে এল CBI
RG কর কাণ্ডে প্রয়োজনীয় তথ্য নিয়ে CGO কমপ্লেক্সে পৌঁছল কলকাতা পুলিশ
'১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না',এটা বিশ্বাস করা কঠিন, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ', অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি, মন্তব্য প্রধান বিচারপতির
RG কর কাণ্ডের প্রতিবাদে ধর্না শুরুর আগে ধর্নামঞ্চই উধাও। তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিকে কর্মসূচির মাঝেই BJP কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, 'আমরা আদালতে যাচ্ছি..।'
আর জি কর মেডিক্যালে আজও বিক্ষোভে নার্সরা, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ নার্সদের
কাটোয়ার সার্কাস ময়দান পুলিশের সঙ্গে এসইউসিআই নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি-বচসা, অভিযোগ ধর্মঘটীদের আবেদন সাড়া দিয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশ জোর করে দোকান খোলাচ্ছে বলেও অভিযোগ। মহিলা পুলিশ ছাড়াই মহিলা এসইউসিআই কর্মীদের ধাক্কা দিয়ে সরানোর অভিযোগ।
সকাল ১১টা নাগাদ বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন SUCI-এর সমর্থকরা। একের পর এক গাড়ি আটকে পড়তেই, শুরু হয় পুলিশি তৎপরতা। পুলিশ অবরোধ সরাতে গেলে, দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। বৃষ্টির মধ্যেই ধাক্কা দিয়ে, টেনে হিঁচড়ে, ধর্মঘটিদের সরিয়ে দেয় পুলিশ।
পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি, আগে মামলা দায়েরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আজকেই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সোমবার শুনানির সম্ভাবনা
গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি।আজ সকালে SUCI-এর ডাকে ১২ঘন্টা বন্ধের সমর্থনে যখন SUCI-এর কর্মীরা গোসাবা বাজারে মিছিল করছিল, সেই সময় আচমকা গোসাবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি বাধা দেয়।তখন উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।পঞ্চায়েত সদস্য সেই সময় SUCI-এর কর্মীদের মারতে যায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
মাথাভাঙ্গায় উত্তেজনা, এসইউসিআই -এর মিছিলের মুখোমুখি বন্ধের বিরুদ্ধে তৃণমূলের মিছিল। দুই মিছিল থেকে স্লোগান পাল্টা স্লোগান।
সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে ধামুয়া স্টেশন অবরোধ। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় লাইন থেকে
হাজরায় SUCI-এর কর্মসূচিতে উত্তেজনা। প্রতিবাদ মিছিল শুরু হতেই পুলিশের বাধা। রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ ও ধর্মঘটিদের মধ্যে। টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের এলাকা থেকে সরাল পুলিশ।
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় CBI-এর জিজ্ঞাসাবাদ । আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নেওয়া হচ্ছে আজ। ওই চারজন পিজিটির মধ্যে একজন হাউসস্টাফ। CBI সূত্রে খবর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন।
জলপাইগুড়িতে সর্বাত্মক ধর্মঘট। বন্ধ দোকান-পাট। বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশে কোনও বেসরকারি বাস চলছে না। পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে।
দিনহাটায় SUCI কর্মীদের আটক করে থানায় নিয়ে আসার পর উত্তেজনা, আটক কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
SUCI-এর ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে শিলিগুড়ির কোর্ট মোড়ে পিকেটিং। সকাল থেকে আটকানো হচ্ছে গাড়ি।
দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে দক্ষিণ বারাসাত এলাকায় কুলপি রোড অবরোধ। বহড়ুবাজারেও রাস্তা অবরোধ। ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল। রায়দীঘিতে পিকেটিং SUCI কর্মীদের। শিয়ালদহ ডায়মন্ডহারবার স্টেশনে
SUCI-এর ধর্মঘট ঘিরে সাত সকালে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। SUCI কর্মী সমর্থকরা মিছিল করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করতেই, পুলিশের সঙ্গে বচসা। তা থেকে ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। রাস্তা অবরোধ করতেই মিছিল গাড়ি আটকালো কর্মী সমর্থকরা। এসডিপিও-র সঙ্গে বচসায় জড়ালেন SUCI কর্মী-সমর্থকরা।
আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার । জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯ । তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
'সরকারি কর্মচারীদের অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে', আরজিকর কাণ্ডে SUCI-র বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন
চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'। দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল । আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI ।
বামেদের ধিক্কার দিবস। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক।
কোচবিহারে বনধের প্রভাব পড়েছে। বেসরকারি বাস বন্ধ, সরকারি বাস পরিষেবা চালু আছে। কোচবিহার সরকারি বাস টার্মিনাসে সামনে পুলিশ বাহিনী।
আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক। গরহাজিরায় কাটবে বেতন, হুঁশিয়ারি নবান্নের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। বামেদের ধিক্কার দিবস।
প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র। বামেদের ধিক্কার দিবস। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক। গরহাজিরায় কাটবে বেতন, হুঁশিয়ারি নবান্নের। অপরাধীর ফাঁসির দাবিতে আজ দুপুর ৩টেয় মৌলালিতে মিছিলে মমতা। মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব। তছনছ এমার্জেন্সি থেকে ভেন্টিলেটর, লক্ষ লক্ষ টাকার ওষুধ। দাঁড়িয়ে দেখল পুলিশ! রড, কাচের বোতল, ইট নিয়ে ৪০ মিনিট ধরে শয়ে শয়ে দুষ্কৃতীর হামলা। এখনও গ্রেফতার নামমাত্র! এখনও কোনও অভিযোগই দায়ের করল না হাসপাতাল। হাসপাতাল ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজ! নেপথ্যে রাম-বাম চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। অতীনকে দিয়ে হামলা মুখ্যমন্ত্রীর, পাল্টা অভিযোগ শুভেন্দুর। নেপথ্যে শুভেন্দুর চক্রান্ত, পাল্টা অতীন।ওরা কারা? আর জি করে তাণ্ডব। তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চান শুভেন্দু। সিবিআই তদন্তের দাবি। দলের মুখপাত্রের পদ হারিয়ে আরও বিদ্রোহী শান্তনু। পদত্যাগী অধ্যক্ষকে আড়ালের অভিযোগে গ্রেফতারির দাবি! প্রমাণ লোপাটেই হাসপাতালে হামলা, আন্দোলন আরও তীব্র করার জুনিয়র চিকিৎসকদের হুঙ্কার। ফের কাজে যোগ দিয়ে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার বার্তা মুখ্যমন্ত্রীর। ভাঙচুর-বিধ্বস্ত আর জি করে রাজ্যপাল। গেলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে। বোসের সামনেই পুলিশের বিরুদ্ধে স্লোগান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -