RG Kar Hospital Doctor Murder Case Live Updates: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল
RG Kar Hospital Case Live Updates: জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল। ভাঙা হল চেয়ার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা।
RG করের সামনে উত্তেজনা I ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টার অভিযোগ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ। স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'
'আর জি কর মেডিক্যালে ভয়ানক অপরাধ, ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, দোষী কাউকে ছাড়া হবে না, দ্রুত স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে', সোশাল সাইটে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ । স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'
মেয়েদের রাত দখলের ডাককে বাম-বিজেপির বলে আক্রমণ কুণাল ঘোষের। 'আর জি কর কাণ্ডে আসল দোষীদের ফাঁসি হোক। তবে রাম-বামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা-বোন কাজ করেন। রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত। অরাজনীতির মুখোশ চলছে', সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।
হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তে CBI। দিল্লি থেকে এল বিশেষ দল, গেল আর জি কর মেডিক্যালের সেমিনার হলে। CBI-এর বিশেষ দলে মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।
আরজি কর হাসপাতালে ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা।
আরজিকরকাণ্ডে মমতা বলেন, আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি, রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব? মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না।'
'আর জি কর মেডিক্যালে ভয়ানক অপরাধ, ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, দোষী কাউকে ছাড়া হবে না, দ্রুত স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে', সোশাল সাইটে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর
আর জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য। প্রতিবাদে বিরোধীরা। পাল্টা বানতলা ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় তৃণমূল কংগ্রেস।
আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন IMA-র প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। মুকুন্দপুর থেকে শুরু মিছিল।
হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তে CBI । দিল্লি থেকে এল বিশেষ দল, গেল আর জি কর মেডিক্যালের সেমিনার হলে। CBI-এর বিশেষ দলে মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।
স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায় জেলায় হাসপাতালে হয়রানির ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন কোনও কোনও রোগী।
হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI. আর জি কর হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। CBI-এর এই দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।
আর জি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। বললেন, "আর জি কর ইস্যুতে কাল পর্যন্ত যা বলার বলেছি আর কিছু বলব না। মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে এসেছি। কিন্তু এক্ষেত্রে রয়েছে আমার বিবেকের তাড়না। দলের কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন আমি দলের হয়ে কাজ করছি না। তাঁরা বলছেন আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি। আমি আর জি কর-এর প্রাক্তনী, আমার মেয়ে সেখানে পড়ে। আর জি কর-এ মেডিক্যাল এডুকেশন গত কয়েকবছরে রসাতলে গেছে। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়। তাদের খুশি রাখলে অনার্স পাওয়া যায়, নাহলে ফেল করতে হয়। আমার মেয়ের সঙ্গেও এরকম হয়েছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী হয়ত সঠিক তথ্য জানেন না বা তাঁকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। তিনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু তাঁকে এই বার্তা দেওয় আমার নৈতিক দায়িত্ব।"
আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিক্যালে। কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝরাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই-পুলিশের বচসা।
বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল। হাসপাতাল চত্বরেই মিছিল জুনিয়র ডাক্তারদের। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে বিভাগীয় প্রধানকে ঘিরে বিক্ষোভ। পরিবারকে ফোন করে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হল কেন, প্রশ্ন আন্দোলনকারীদের। ভুল স্বীকার করলেন অরুণাভ দত্ত চৌধুরী।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায় জেলায় হাসপাতালে হয়রানির ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন কোনও কোনও রোগী।
বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল। হাসপাতাল চত্বরেই মিছিল জুনিয়র ডাক্তারদের।
হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI. SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি CBI-কে দিল পুলিশ। মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে। খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড, বলছে সূত্র। গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ।
বিশেষভাবে সক্ষম যুবক, পায়ে চিড় ধরায় এসেছিলেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু আউটডোর বন্ধ থাকায় আতান্তরে পড়েছেন। কিছু ওষুধপত্র লিখে দেওয়া হলেও, এক্স-রে প্লেট দেখাতে না পারায়, পরবর্তী চিকিৎসা কী হবে, তা নিয়ে অন্ধকারে ট্যাংরার যুবক। এদিন ইমার্জেন্সির সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা।
আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস্ট ডিপার্টমেন্টের প্রধানের। 'সেমিনার হলের চাবি থাকত নার্সদের কাছে। ঘটনার দিন বিকেল ৫টা পর্যন্ত সেমিনার হলে ক্লাস চলেছে। রাত ৮.৩০টার পর বন্ধ করে দেওয়া হয় সেমিনার হল। ক্লাস হয়ে যাওয়ার পর সেমিনার হল বন্ধ করে দেওয়া হয়। রাতে সেমিনার হল কে খুলেছে, বলতে পারব না', মন্তব্য চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর।
আর জি কর হাসপাতালে পৌঁছলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। অধ্যক্ষর সঙ্গে কথা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার। সিবিআইকে সব ধরনের সহায়তা করার আশ্বাস। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করার আবেদন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার।
RG কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপি-র। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শুভেন্দু বললেন, "মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই। আজ অন্তত কন্যাশ্রী দিবস উদযাপন বন্ধ রাখতে পারতেন। দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, লড়াই চলবে।"
রাজ্যজুড়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকা কর্মবিরতির জেরে প্রভাব পড়ল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবায়। সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার। অস্ত্রোপচারের জন্য ডেট নিতে এসে আউটডোর বন্ধ থাকায়, ফিরে যেতে হয় রোগীদের। এর পাশাপাশি চলছে জুনিয়র চিকিৎসক ও নার্সিং পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি।
আর জি কর হাসপাতালের সেমিনার হলের উল্টোদিকের ঘর ভাঙা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ।
'তদন্তভার CBI-কে দেওয়া হয়েছে, তারা জানে কী করতে হবে। দেওয়াল ভাঙার অভিযোগ CBI-কে জানান।এই মুহূর্তে আলাদা করে আবেদনপত্র দাখিল করার প্রয়োজন নেই। সেরকম পরিস্থিতি হলে সোমবার আবেদন দাখিল করবেন', মন্তব্য প্রধান বিচারপতির।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালে আউটডোর খোলা, টিকিট দেওয়া শুরু হয়েছে, কিন্তু চিকিৎসক অমিল। চিকিৎসক না থাকলে, টিকিট দেওয়া হল কেন, প্রশ্ন তুলছেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, আজ শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI. পাশাপাশি, ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তারা। RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। CBI সূত্রে খবর, খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড। অন্যদিকে লালবাজার সূত্রে খবর, গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি আজ হস্তান্তরিত করা হবে।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ এবার উঠে এল পথের আল্পনায়। সোদপুর HB টাউনের রাস্তায় নানা রঙে লেখা হল প্রতিবাদ। নাগরিক মঞ্চের তরফে রাস্তার ওপর কোথাও লেখা, সেভ ডক্টর্স, সেভ সোসাইটি, আর নয় অন্যায়। কোথাও লেখা হল, হোক প্রতিবাদ, লক্ষ্মীর বিসর্জন নয়, সুরক্ষা চাই।
বন্ধ করা হল RG কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় গতকাল রাতে হাসপাতালে গিয়ে কাজ বন্ধের নোটিস দেয় CBI. জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। হাসপাতাল সূত্রে খবর, এরপরই চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়। মহিলা চিকিৎসককে যেখানে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ, ঠিক তার উল্টোদিকেই সংস্কারের কাজ শুরু হওয়ায় গতকাল নতুন করে বিতর্ক তৈরি হয়। এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে আজ থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়া-চিকিৎসকরা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্য জুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা।
RG কর মেডিক্যাল কলেজ-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। CBI-এর পর এবার রাজ্যে এল চিকিৎসকদের সংগঠন IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা। এর পাশাপাশি, আজ নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে যাবেন IMA-র সর্বভারতীয় সভাপতি R V অশোকান ও সাধারণ সম্পাদক অনিল নায়েক। এরপর RG কর মেডিক্যালে গিয়ে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের সঙ্গে কথা বলবে IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, আজ শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI. পাশাপাশি, ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তারা। RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। CBI সূত্রে খবর, খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড। অন্যদিকে লালবাজার সূত্রে খবর, গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি আজ হস্তান্তরিত করা হবে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের 'রাত দখলে'র ডাক নিয়ে তৃণমূলে ভিন্ন মত। কটাক্ষ করে আন্দোলনের পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ কুণাল ঘোষের। 'আর জি করের প্রতিবাদী আমরাও। কিন্তু ধানতলা, বানতলা, উন্নাও, হাথরস, মণিপুরের সমর্থকরাই রাতের নাটক করছেন।
তাদের সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। বাংলায় রাত মহিলাদের দখলেই থাকে। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে', সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের। অন্য দিকে, আন্দোলনকে সমর্থন করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আজ রাতের জমায়েতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ।
স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।'
স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।'
হাইকোর্টের নির্দেশের পরই RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তৎপর CBI. আজই দিল্লি থেকে আসছে বিশেষ দল। CBI-এর এই দলে থাকছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকালই কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছে CBI. মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার নথি কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল CP (1) মুরলীধর শর্মা। হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি CBI-এর হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, এই মামলায় ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে চেয়ে আজই বিশেষ আদালতে আবেদন করতে পারে
CBI. এর পাশাপাশি, মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে।
আর জি কর মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য় শুরু হয়েছে সংস্কার। তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল SFI ও DYFI. বিষয়টি তাঁর জানা ছিল না। পুলিশকে বলেছেন। জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ।
আর জি কর মেডিক্য়ালের সেমিনার হলের উল্টোদিকের ঘর সংস্কার ঘিরে বিতর্ক। সিবিআইকে চিঠি দিয়ে বিষয়টি জানালেন কলকাতা হাইকোর্টে অন্য়তম জনস্বার্থ মামলাকারী আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তথ্য়প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ করে হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে ই-মেল করলেন আরেক মামলাকারী সৌম্য়শুভ্র রায়। ই-মেলে এনিয়ে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। বুধবার বিষয়টিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন মামলাকারী সৌম্য়শুভ্র রায়।
আর জি করের নৃশংস ঘটনার পর বারবার প্রশ্ন উঠছে, যে কারও একার পক্ষে এত নৃশংস অত্যাচার চালানো সম্ভব কি না? নাকি তার সঙ্গে আরও কেউ ছিল? ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশের স্পষ্ট মত, এটা কারও একার পক্ষে করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে, সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার আগে, মঙ্গলবার লালবাজারে তলব করা হয় বেশ কয়েকজনকে।
প্রথমেই কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা? কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। যদি দেহ দেখানোর জন্য
পরিবারকে ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়, যদি তাদের প্রথমে আত্মহত্যার কথা বলা হয়, তাহলে এটা বুঝতে হবে প্রশাসন তাদের সঙ্গে নেই। মন্তব্য কলকাতা হাইকোর্টের।
প্রেক্ষাপট
১। আর পুলিশ নয়, আর জি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই। প্রথমেই কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা? কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। (RG Kar Hospital Doctor Murder Case Live Updates)
২। পুলিশকে মুখ্যমন্ত্রীর সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে। হাইকোর্টের নির্দেশে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। ৩ সপ্তাহ পরে মুখবন্ধ খামে প্রথম রিপোর্ট পেশ। (Calcutta High Court)
৩। দেহ কি রাস্তায় পড়ে ছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ! ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। অবমানবিক বলে রাজ্যের ভূমিকায় বিস্মিত প্রধান বিচারপতি। (CBI on RG Kar Case)
৪। হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় সিবিআই। FIR দায়ের। দিল্লি থেকে শহরে আসছেন সিবিআইয়ের ৬ অফিসার।
৫। হাসপাতালেই ধর্ষণ-খুন। অধ্যক্ষ-সুপার মামলা দায়ের না করায় বিস্মিত প্রধান বিচারপতি। ইস্তফা দিয়েও সমান গুরুত্বপূর্ণ পদে সন্দীপ ঘোষের পুনর্বহালে প্রশ্ন।
৬। পরিবারের সঙ্গে হাসপাতালের আচরণে বিস্মিত হাইকোর্ট। ৩ ঘণ্টা বসিয়ে আত্মহত্যার কথা বলা হলে প্রশাসন পাশে নেই এটা বুঝতে হবে বলে মন্তব্য।
৭। যেখানে ধর্ষণ-খুন, তার উল্টো দিকের ঘর ভেঙে শুরু সংস্কারের কাজ! তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পড়ুয়াদের। বিক্ষোভে এসএফআই।
৮। চিকিৎসক ধর্ষণ-খুনে আর জি করের তৎকালীন অধ্যক্ষের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। চাপের মুখে ছুটিতে গেলেও আপাতত যোগ দিতে পারবেন না ন্যাশনাল মেডিক্যালে।
৯। ইস্তফার ৪ ঘণ্টায় পুনর্বহাল। কীভাবে সম্ভব? এতই প্রভাবশালী সন্দীপ? কেন রেকর্ড হয়নি বয়ান? কেন প্রতিষ্ঠানের প্রধানকে রক্ষা করার চেষ্টা? প্রশ্ন হাইকোর্টের।
১০। সঞ্জয়ের সিভিক-পরিচয় নিয়ে সিপি-র মুখে কুলুপের পর, সন্দীপকে নিয়েও প্রশ্ন এড়ালেন স্বাস্থ্যসচিব।
১১। আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই পরিষেবা বন্ধের ডাক।
১২। আদালত থেকে সরকার, চিকিৎসকদের কাজে ফেরার আবেদন। এখনই মানতে নারাজ আন্দোলনকারীরা। জানালেন, সিবিআই হলেই সব হয়ে যায় না। আগে সমস্যার সমাধান করতে হবে।
১৩। সিবিআই নয়, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। পাল্টা চাপ বাড়িয়ে হাসপাতালের সামনে তৃণমূলের জমায়েত।
১৪। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নাগরিক সমাজ। আর জি করে গিয়ে ক্ষোভ উগরে দিলেন অপর্ণা সেন।
১৫। আর জি কর কাণ্ডের প্রতিবাদ। স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আজ রাজপথে রাত দখল।
১৬। প্রতিবাদের 'রাতের দখল' নিয়ে তৃণমূলে ভিন্নসুর। কর্মসূচিকে কটাক্ষ করে পোস্ট উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। মহিলাদের প্রতিবাদে সামিল হওয়ার ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের।
১৭। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সোচ্চার প্রসেনজিৎ। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট। খাদানের টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব। পাশে থাকার বার্তা তৃণমূল সাংসদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -