মুরারই : উদয়ন, লাভলী, কাঞ্চন, পরেশরাম, অতীশের পরে এবার চন্দ্রনাথ সিনহা ! আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের এবার হুঁশিয়ারি কারামন্ত্রীর ! বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। 'আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ', এই মন্তব্য করে মুরারইয়ের জনসভা থেকে আন্দোলনকারীদের নিশানা করেন চন্দ্রনাথ।


তিনি বলেন, 'পরশু রাতে আবার তাঁরা রাত দখলের নামে রাস্তায় নেমেছিলেন কলকাতা-সহ বাংলার অনেক শহরে। যাঁরা সিপিএম-বিজেপির ঝান্ডা নিয়ে মালতামি করছেন, তাঁদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবেন না। এই ধরনের আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে দেয়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।'


আরজি কর কাণ্ডে তোলপাড়ে গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রর পর এবার চন্দ্রনাথ সিংহ। ফের তৃণমূলের নিশানায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশ। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।


মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে আক্রমণ শানাল বিরোধীরা। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, 'উনি কারামন্ত্রী ? ওঁর তো কারার আড়ালে থাকা উচিত। ওঁর বাড়ি থেকে তো ইডি ক'দিন আগে টাকা উদ্ধার করেছিল। এই চন্দ্রনাথ সিনহা তো সেই লোকটা যে লোকটার বাড়ি থেকে হিসাব বহির্ভূত বেআইনি অর্থ উদ্ধার করেছিল ইডি। সেই লোকটা বলছে রাত দখলের নামে গুন্ডামি হচ্ছে ? সেই লোকটা বলছে ছেড়ে কথা বলবে না ? রাত দখলের নামে কেউ গুন্ডামি করছেন বলে তাঁদের সোজা করবার নামে চন্দ্রনাথ সিনহা কোন স্পটে আসতে চান সেটা জানিয়ে দিক...আমি আর মীনাক্ষী সেই স্পটে গিয়ে দাঁড়িয়ে থাকব।'


অন্যদিকে অধীর চৌধুরী বলেন, 'বলার কিছু নেই। লাজ-লজ্জাহীন তৃণমূলের মন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী এর আগে ভাষণে বলেছিলেন ফোঁস করতে হবে। তাই এঁরা মাঝে মাঝে ফোঁস করছেন। যদি ক্ষমতা থাকে বাংলার মানুষের এই আন্দোলনটা থামিয়ে দেওয়ার... তো থামিয়ে দেখাক। আমরা চ্যালেঞ্জ করছি...আমরা সবাই আছি। আমরা সাধারণ মানুষ এই আন্দোলনে আছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।