কলকাতা : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না শীর্ষ আদালতে। এদিকে.আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। শহরজুড়ে রাত দখল। বিভিন্ন প্রান্ত থেকে আসছে সেই ছবি। এই আবহে জানা গেল, আজ আরজি করে আসছে নির্যাতিতার পরিবার। তাঁরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে থাকবেন। নির্যাতিতার কাকিমা বলেন, 'আমরা পুরো পরিবারই আরজি কর যাচ্ছি। একটু পরেই আমরা বেরবো।'


আরজি কর হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের সামনে গত ২৭ দিন ধরে জুনিয়র ডাক্তাররা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এসে আন্দোলন-অবস্থানের মঞ্চে বসছেন। সেখানেই আজ 'বিচার পেতে আলোর পথে' অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সেখানে আর কিছুক্ষণ পরেই প্রদীপ-মোমবাতি জ্বালানো হবে। এখানে বসেই বিচারের দাবিতে টানা আন্দোলনে চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এখানেই রাত সাড়ে ৮টা নাগাদ আসার কথা নির্যাতিতার পরিবারের। তাঁদের বসার প্রস্তুতি নিয়ে কাজ চলছে শেষ পর্যায়ের।


আর জি কর-মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু আর জি কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না (RG Kar Case SC Hearing)। আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাত দখলে, শহরের রাস্তায় নেমেছে প্রতিবাদীরা।


সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিস অনুযায়ী, আগামীকাল প্রধান বিচারপতি তিনি বসছেন না। ফলে, এক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না। এটা কিন্তু জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, বিচারবিভাগীয় যে নিয়ম বা রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরনের নোটিসের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। শুধুমাত্র উল্লেখ করা হয়েছে , আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। তাই আগামীকাল আরজি কর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।