কলকাতা : চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে যে প্রশ্নটা উঠছে, সন্দীপ ঘোষ তো গ্রেফতার হল, এবার কি তাহলে কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র চিকিৎসকরা ?
এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে অনিকেত মাহাতো বলেন, 'এই মুহূর্তে নয়। ন্যায়বিচারের দাবিতে আমাদের আন্দোলন। ৩,৪,৫ আমাদের কর্মসূচি আছে। ৫ তারিখে সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি।' তাঁর সংযোজন, 'আমি যেটুকু খবর পেয়েছে, তাতে স্যারকে আর্থিক তছরূপ থেকে শুরু করে হাসপাতাল সংক্রান্ত যে কেস ছিল CBI-এর আন্ডারে, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষ স্যারকে যে গ্রেফতার করা হয়েছে...আমাদের স্বাস্থ্য ভবনের কাছে দাবি ছিল তাঁর সাসপেনশন। আমি মনে করি, মেডিক্যাল এথিক্সের যে জায়গা , সেই জায়গা থেকে মনে হয় আমাকে আর এরপর স্বাস্থ্য ভবনকে বলে দিতে হবে না তাদের কী করা উচিত। তাহলে আমরা আন্দোলনকারীরা মনে করি, মেডিক্যাল এথিক্সের যে লজ্জা ছিল, সেই জায়গা থেকে যে গ্রেফতার হয়েছেন, সেখান থেকে এটা একটা সদর্থক পদক্ষেপ বলে মনে হয়েছে। আন্দোলনের একটা জয়ের হিসাবেও আমরা এটাকে দেখছি। আংশিক জয় হিসাবে দেখছি। এই জন্য আমাদের আরজি করের, সমস্ত মেডিক্যালসের ছাত্র-ছাত্রী এবং সিনিয়র চিকিৎসক এবং সর্বোপরি সাধারণ মানুষ যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, তাঁদের আমরা কুর্নিশ জানাচ্ছি। কুর্নিশ জানিয়ে বলতে চাই, যে কেসে স্যার অ্যারেস্ট হয়েছেন, আমাদের আন্দোলন কিন্তু তার ধারাতেই এসেছে।'
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজকের যে আন্দোলন তার কী হবে ?
অনিকেত মাহাত বলেন, 'আমরা ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নেমেছি। তাহলে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে...সেই জায়গা থেকে আমরা নেমে এসেছি। তারজন্য আমরা যেমন লালবাজার অভিযান করছি। তার পাশাপাশি স্বাস্থ্য ভবনকে বলব, মেডিক্যাল এথিক্সের যে জায়গা সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ স্যারের কাছে সদর্থক উত্তর নিক। আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি আছে। কাল মানববন্ধন, পরশু 'বিচার পেতে আলোর পথে' (রাতে ৯টা থেকে ১০টা) এবং সর্বোপরি ৫ তারিখে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।