West Bengal Live Blog: সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়, আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা
West Bengal News Live Blog: আর জি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য় থেকে দেশ। এবার সেই আবহেই, নারী নিরাপত্তা নিয়ে নতুন উদ্য়োগ নিল রাজ্য় সরকার
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা।
আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৩২। 'কল ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ১ হাজার জন শনাক্ত। যারা হামলার দিন হাজির ছিলেন আর জি কর মেডিক্যালের গেটের সামনে', এদের সবাইকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার: সূত্র। অন্যদিকে DYFI-এর মীনাক্ষী সহ ৭ জনকে আজই তলব করেছে পুলিশ
আর জি কর কাণ্ডে সিপি ও সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবির পরই সুখেন্দুশেখরকে তলব পুলিশের। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের
আজ বিকেলেই সুখেন্দুশেখরকে লালবাজারে হাজিরার নির্দেশ। আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেন সুখেন্দুশেখর। 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই', মধ্যরাতে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের। তারপরই সুখেন্দুশেখর রায়কে তলব পুলিশের। স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তলব, দাবি পুলিশের
আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস। 'ভিত্তিহীন অভিযোগ, হয়ত বোঝাতে চাইছে, মতামত যাতে না দিই', আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ, প্রতিক্রিয়া কুণাল সরকারের। কোনও গুজব ছড়াইনি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা।
২ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সন্দীপ ঘোষকে তলব। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ
শুক্র ও শনিবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 'খতিয়ে দেখা হবে সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ' সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, জানতে চায় সিবিআই, খবর সূত্রের
আর জি কর কাণ্ডের মধ্যেই ছাত্রী খুনে তোলপাড় বর্ধমান। এখন অধরা দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আদিবাসীদের জাতীয় সড়ক অবরোধ।
কথায় ও সুরে আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ জানালেন গায়ক রূপম ইসলাম ও পটা। আর জি করকাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন রূপম। শনিবার রেকর্ডিং হল পটার রাত দখলের গান।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ খুনে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমানে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। ঘটনায় SIT গঠন করে তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা পুলিশ। ঘটনায় CBI তদন্তের দাবি করে এবার পথে নামল আদিবাসী সংগঠন। ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ খুনে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমানে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। ঘটনায় SIT গঠন করে তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা পুলিশ। ঘটনায় CBI তদন্তের দাবি করে এবার পথে নামল আদিবাসী সংগঠন। ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। 'যাঁরা মমতার দিকে আঙুল তুলছেন, পদত্যাগ দাবি করছেন। সেই আঙুলগুলো চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এরা বাংলাকে বাংলাদেশ করার চেষ্টা করছে। কিন্তু হাসিনা যে ভুল করেছেন, মমতা সেই ভুল করেনি। আর জি কর মেডিক্যালে ভাঙচুরের সময় গুলি চালায়নি পুলিশ'। পুলিশ ও রাজ্য সরকার বাংলাকে বাংলাদেশ করতে দেব না', হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর
মীনাক্ষীদের পর এবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস। আজ দুপুর ৩টেয় লালবাজারে তলব। এই তৎপরতা পুলিশ অপরাধীকে ধরার ক্ষেত্রের দেখাক, প্রতিক্রিয়া প্রাক্তন বিজেপি সাংসদের।
আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ। শনিবার কলকাতা থেকে জেলা, দেশজুড়ে ফের আছড়ে পড়ল প্রতিবাদ। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে শনিবার রাসবিহারী থেকে অ্য়াকাডেমি পর্যন্ত যৌথভাবে মিছিল করে বাম-কংগ্রেস। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখায় RSS-এর ছাত্র সংগঠন এবিভিপি। এদিন পথে নামে তৃণমূলও।
আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব। ২দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব। আজ সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের তলব: সিবিআই সূত্র। শুক্রবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। শনিবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে
এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে'। কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই'
'কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?' সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান' বলছেন, সুখেন্দুশেখর রায়
আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা. 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়'
বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়। 'আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ'। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।
প্রেক্ষাপট
কলকাতা: সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ?' কেন দেওয়াল ভাঙা হল? সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন। 'এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান: সুখেন্দুশেখর রায়। আর জি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে বিস্ফোরক তৃণমূল সাংসদ! সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের।
অন্যদিকে, আর জি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য় থেকে দেশ। নিরাপত্তার দাবিতে ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সরব হয়েছে মহিলা এবং পুরুষরা। এবার সেই আবহেই, নারী নিরাপত্তা নিয়ে নতুন উদ্য়োগ নিল রাজ্য় সরকার। আর তা ঘোষণা হতেই শুরু হল নতুন বিতর্ক।
অন্যদিকে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের কলেজে ফার্মাসির প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা।
বুধের পর শনি। বিচারের দাবিতে ফের রাজপথে গর্জন। গিরিশ পার্ক থেকে আর জি কর পর্যন্ত মিছিলে পা মেলালেন নাট্য ব্যক্তিত্বরা। সিঁথি-মন্দিরতলাতেও জমায়েত। পরপর দু'দিন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ সন্দীপ ঘোষকে ফের তলব করল সিবিআই। সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
চিকিৎসকের মৃত্যুর খবর জানার পর কী পদক্ষেপ করেছিলেন? কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। শুক্র ও শনিবার জিজ্ঞাসাবাদের পর আজ ফের CBI দফতরে তলব করা হল সন্দীপ ঘোষকে।
আর জি কর-কাণ্ডে একের পর এক 'ভুল' কবুল তৃণমূল নেতা কুণাল ঘোষের। সন্দীপ ঘোষের পুনর্বহাল থেকে সেমিনার রুমের পাশে সংস্কার--- প্রশাসনের একের পর এক সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন কুণাল ঘোষের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -