ঝিলম করঞ্জাই, কলকাতা: বন্ধ করা হল RG কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় গতকাল রাতে হাসপাতালে গিয়ে কাজ বন্ধের নোটিস দেয় CBI। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। হাসপাতাল সূত্রে খবর, এরপরই চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়। মহিলা চিকিৎসককে যেখানে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ, ঠিক তার উল্টোদিকেই সংস্কারের কাজ শুরু হওয়ায় গতকাল নতুন করে বিতর্ক তৈরি হয়। এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে আজ থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়া-চিকিৎসকরা।


আর জি করে বক্ষ বিভাগে সংস্কারের কাজ শুরু হয়েছিল। গতকাল এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল। বিক্ষোভ দেখায় CBI-DYFI, আরও নানা স্তর থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয়। গতকাল সিবিআই এসে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গতকাল পরিদর্শনে এসে দেখেন যে সংস্কার হচ্ছে, তা দেখার পরেই তাঁরা দ্রুত কাজ বন্ধের কথা জানান। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সেই মতো গতকালের পরে আর সংস্কারের কাজ হয়নি। ওই কাজ বন্ধ রয়েছে। 


এদিন আর জি কর হাসপাতালে জেনারেল এমার্জেন্সি খোলা রয়েছে। চিকিৎসক, নার্সিং স্টাফরা রয়েছেন। নিরাপত্তাকর্মীরা রয়েছেন। চিকিৎসকের সংখ্যা কম থাকলেও যাতে জেনারেল এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার এমার্জেন্সি যাতে চালানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন নন ক্লিনিকাল বিষয়ের প্রফেসরদের এমারজেন্সিতে কাজের জন্য় এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।


চলছে কর্মবিরতি:
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। 


রাজ্যে IMA কেন্দ্রীয় নেতৃত্ব:
RG কর মেডিক্যাল কলেজ-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। CBI-এর পর এবার রাজ্যে এল চিকিৎসকদের সংগঠন IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা। এর পাশাপাশি, আজ নিহত মহিলা চিকিৎসকের সোদপুরের বাড়িতে যাবেন IMA-র সর্বভারতীয় সভাপতি R V অশোকান ও সাধারণ সম্পাদক অনিল নায়েক। এরপর RG কর মেডিক্যালে গিয়ে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের সঙ্গে কথা বলবে IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: ১ বছরে ৮১% রিটার্ন, এই মিউচুয়াল ফান্ডে এখন বিনিয়োগ করলে কি আরও লাভ?