Mutual Fund Return: ১ বছরে ৮১% রিটার্ন, এই মিউচুয়াল ফান্ডে এখন বিনিয়োগ করলে কি আরও লাভ?
বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই এখন ভরসা করে মিউচুয়াল ফান্ডের উপর। শেয়ার মার্কেটে সরাসরি বিনিয়োগ যাঁরা করতে পারেন না, বিশেষজ্ঞরা বলে থাকেন তাঁদের জন্য ভাল সুযোগ হতে পারে মিউচুয়াল ফান্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিউচুয়াল ফান্ড নানা ধরনের হয়ে থাকে। প্রতিটির বিশেষত্ব একটির থেকে অন্যটি আলাদা হয়। কোনওটি হাই রিটার্ন। কোনও ডেট ফান্ডে বিনিয়োগ করে।
এক জন ব্যক্তি তাঁর প্রয়োজন এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী কোনও না কোনও ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। সেভাবেই বেছে থাকেন মিউচুয়াল ফান্ড।
কিছু কিছু ফান্ডে দুরন্ত রিটার্ন মিলেছে গত ১ বছরে। সেরকমই একটি ফান্ড Aditya Birla Sun Life PSU Equity Fund Direct Growth
গত বেশ কয়েক বছরে PSU সংস্থাগুলির অধিকাংশই বেশ ভাল রিটার্ন দিয়েছে
এই ফান্ডটির বিনিয়োগ মূলত PSU স্টকগুলিতেই রয়েছে। ফলে ফান্ডটির রিটার্নও বেশ ভাল হয়েছে। এই ফান্ডের বিনিয়োগ রয়েছে SBI, NTPC, ONGC, Power Grid, Coal India, Gail, Bank of Baroda, Bharat Electronics- এরকম আরও কিছু বড় সংস্থায়।
Groww.in -এর তথ্য অনুযায়ী, গত ১ বছরে এই মিউচুয়াল ফান্ডটির রিটার্ন এসেছে ৮১.২৩%। ১৩ অগাস্টের রিপোর্ট অনুযায়ী এখন এর NAV মূল্য ৩৮.১৯ টাকা
মিউচুয়াল ফান্ডে SIP-অর্থাৎ মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমানো যায়, আবার এককালীন মোটা টাকাও লগ্নি করার সুযোগ থাকে।
যদি ১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হতো তাহলে এখন বিনিয়োগের পরিমাণ দাঁড়াত ১,৮১,২৩০ টাকা। ৩ বছরে আগে বিনিয়োগ করলে এখন দাঁড়াত ২,৮৫,৬০৪ টাকা। যদি ৮০০০ টাকা SIP করা হতো, তাহলে অবশ্য ১ বছরে বিনিয়োগ দাঁড়াত ১,২১,১১৭ টাকা, ৩ বছর আগে SIP শুরু হলে এখন বিনিয়োগের পরিমাণ দাঁড়াত ৫,৭৭,০০৭ টাকা।
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। ছবি: abp live, Getty, Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -