পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সময় যত এগোচ্ছে ততই যেন পরিস্থিতি জটিল হচ্ছে আরজি কর ইস্যু নিয়ে। অভিযুক্ত সঞ্জয় রায়ের গ্রেফতারের পরও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে ভোরে আর জি কর হাসপাতালে ক্যামেরা নিয়ে পৌঁছয় পুলিশের টিম। চিকিৎসক খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে সেমিনার রুম ও চারতলার ভিডিওগ্রাফি হয় আড়াই ঘণ্টা ধরে।                                                                                                   


RG করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় এবার তথ্য প্রমাণ জোগাড় করছে পুলিশ। ঘটনার দিন যে সমস্ত চিকিৎসক চেস্ট মেডিসিন বিভাগে ছিলেন, তাঁরা কে কী দেখেছিলেন, তা জানতে বয়ান রেকর্ড করা হচ্ছে। 


সূত্রের খবর, ওই দিন অনলাইনে খাবার আনিয়ে যে চিকিৎসকদের সঙ্গে মহিলা চিকিৎসক ডিনার সেরেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি, ফুড ডেলিভারি বয়েরও বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের তরফে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তকারী চিকিৎসকদল ঘটনাস্থল পরিদর্শন করবে। বৈজ্ঞানিক তথ্য প্রমাণের পাশাপাশি, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে গোটা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে কলকাতা পুলিশের SIT। 


আরও পড়ুন, 'চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি', ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার, নিরুত্তাপ সঞ্জয়



অন্যদিকে, RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে  সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত? জানতে এবার সঞ্জয়ের DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ। সূত্রের খবর, পড়ুয়া-চিকিৎসকের থেকে যে সিমেন স্যাম্পল বা দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে DNA ম্যাপিং করা হবে। এর থেকে অনেকটা স্পষ্ট হতে পারে, সঞ্জয় একাই আততায়ী, নাকি এই মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও নৃশংস খুনের নেপথ্যে আরও কারও যোগ রয়েছে।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে