RG Kar Women's Protest Live Updates: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল
RG Kar Doctors Death Midnight Women Protest Live:
আর জি করে তাণ্ডব, ঘটনাস্থলে পুলিশ কমিশনার
আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যেই হামলা হাসপাতালে
আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল। ভাঙা হল চেয়ার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা।
মাঝ রাতে ধুন্ধুমার আর জি করে, ভাঙচুর, ভাঙল এবিপি আনন্দের ক্যামেরা
স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জমায়েত
আর জি করে ধর্ষণ-খুন, প্রতিবাদে 'রাত দখলে মেয়েরা'
মেয়েদের রাত দখলের ডাক, কলকাতা থেকে জেলা-রাস্তায় প্রতিবাদের ঢেউ
স্বাধীনতার মধ্য়রাতে, রাত দখল করে নারী স্বাধীনতার ডাক!
গানে স্লোগানে মেয়েদের রাস্তা দখল
স্বাধীনতার মধ্য়রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাজ্য়জুড়ে জমায়েতের ডাক মহিলাদের।
আর জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য। কলকাতা থেকে জেলা-রাস্তায় প্রতিবাদের ঢেউ। স্বাধীনতার মধ্য়রাতে, রাত দখল করে নারী স্বাধীনতার ডাক!
আর জি কর কাণ্ডের প্রতিবাদ, জেলায় জেলায় শুরু প্রতিবাদ
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে নারকীয় হত্য়াকাণ্ডের প্রতিবাদ। 'রাত দখলে'র আহ্বান জানিয়ে, আজ স্বাধীনতার প্রাক মুহূর্তে রাজ্য়জুড়ে পথে নামছেন মেয়েরা। কলকাতা, জেলার গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ঝড় আছ়ড়ে পড়েছে দিল্লি, মুম্বই, পুণে, ব্য়াঙ্গালোর পর্যন্ত। ঠিক রাত...১২টা বাজতে পাঁচে। আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।'
প্রাক-স্বাধীনতার মধ্য়রাতে, বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক
রাজ্য় জুড়ে বুধবার মেয়েদের বেনজির প্রতিবাদ ঘিরে দুই ভিন্ন সুর তৃণমূল কংগ্রেসের অন্দরে
কলকাতা থেকে জেলা, স্বাধীনতা উদযাপনের মধ্যরাতের দখল নেবে মেয়েরা
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের 'রাত দখল' কর্মসূচি নিয়ে তৃণমূলের অন্দরেই নানা সুর। দেবাংশু ভট্টাচার্য সোশাল সাইটে লিখেছেন, রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল। সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক। শুধু খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি সেঁকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। বাকি আমার মা, দিদি, বোনেদের শুভেচ্ছা।
স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা', দিকে দিকে চলছে তোড়জোড়
আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।'
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলা। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ। স্বাধীনতার মধ্য়রাতে, 'রাত দখলে মেয়েরা'।
স্বাধীনতার মধ্য়রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাজ্য়জুড়ে জমায়েতের ডাক মহিলাদের।
স্বাধীনতার মধ্য়রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাজ্য়জুড়ে জমায়েতের ডাক মহিলাদের।
প্রেক্ষাপট
আজ রাজ্যজুড়ে মহিলাদের রাতজাগা রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে (RG Kar Women's Protest) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। ‘জাস্টিস ফর RG কর’-এর দাবিতে, মহিলাদের এই প্রতিবাদ-আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো, The Night Is Ours’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -