সন্দীপ সরকার, কলকাতা : তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর  এবার চমকে দিল সেমিনার রুমের ভিডিও । ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, নিয়ম - নীতি শিকেয় । ধর্ষিতা - নির্যাতিতার দেহ উদ্ধারের পরই সেখানে গিজগিজ করছে ভিড়। চাঞ্চল্যকর ভিডিও তুলে দিয়েছে নানা প্রশ্ন।  


গত ৮ অগাস্ট রাতে কলকাতার প্রাণকেন্দ্রে আরজি কর হাসপাতালে ঘটে যায় সেই নৃশংস ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে ভোর রাত অর্থাৎ ৪ টের আশেপাশে। সেই ভয়ঙ্কর ঘটনার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ। আর সেখানেই দেখা গেল কোনও নিয়ন্ত্রণ নেই। গিজগিজ করছে মানুষের ভিড়। 


মেডিক্যাল কলেজের মধ্যে সেমিনার রুমে একজন অন-কল-ডিউটিরত  চিকিৎসকের দেহ উদ্ধারের পর কীভাবে একসঙ্গে এত বাইরের লোক সেখানে ঢুকে পড়ে , উঠছে প্রশ্ন। ছবি দেখে আন্দাজ, সেখানে ঘরের মধ্যেই ছিলেন প্রায় জনা তিরিশের ব্যক্তি। খবর পেয়ে হুড়মুড়িয়ে ঢুকছিলেন বেরোচ্ছিলেন বিভিন্ন মানুষ। সেখানে হাজির ছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্তসহায়কও। হাজির ছিল পুলিশও। কিন্তু তাদের কোনও নিয়ন্ত্রণই নেই সেখানে আসা - যাওয়া করা মানুষের উপর। মৃতদেহ উদ্ধারের পর , অপরাধস্থল আগে সিল করে দেওয়ার কথা। নইলে এভাবে লোক চলাচল করলে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু দেহ উদ্ধারেরর পর মুহূর্তের ভাইরাল ভিডিওতে সেই নিয়ন্ত্রণের কোনও চিহ্নমাত্র নেই। রয়েছেন হাসপাতালের একাধিক কর্তাব্যক্তিও। কেন দেহ উদ্ধারের পর কোনও নিয়ন্ত্রণ রইল না পুলিশের, উঠছে প্রশ্ন। 


আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে দেবাশিস সোমের। সেই দেবাশিসও সেদিন ছিলেন সেখানে। ইতিমধ্যেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দেবাশিস সোম। রবিবার আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তিনিও দেহ উদ্ধারের পর গিয়েছিলেন সেমিনার হলে। ছিলেন এক আইনজীবীও , যাঁর নাম শান্তনু দে। তিনি কেন সেখানে হাজির হলেন, উঠছে প্রশ্ন। সূত্রের খবর, তিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁকে সেই সময় ডাকার দরকার কেন পড়ল, তা নিয়েও প্রশ্ন উঠছে। ছিলেন, আরও অনেক জুনিয়র ডাক্তারও, যাঁরা তৎকালীন প্রিন্সিপ্যালের ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার বলেও জানা যাচ্ছে। 


আরও পড়ুন 


তৈরি পুলিশ, র‍্যাফ, কমব্যাট ফোর্স, কোথায় কোথায় ব্যারিকেড? কোথায় যান নিয়ন্ত্রণ?