পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নারকীয় হত্যাকাণ্ডে নাটকীয় মোড়! আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। জানা গিয়েছে, ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। সূত্রের খবর, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। এও জানা গিয়েছে, হাসপাতালের মধ্যে তাঁর নামে অসামাজিক কাজ করতেন, এমন অভিযোগও কান পাতলে শোনা যাচ্ছে।  


শুক্রবার সঞ্জয়ের প্রাথমিক বয়ানে অসঙ্গতি পেয়ে আটক করে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি হাসপাতালেও চলতে থাকে তথ্য সংগ্রহের কাজ। যদিও সেমিনার রুমে সিসিটিভি ছিল না তবে হাসপাতালের অন্যত্র সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চলে তথ্য সংগ্রহের কাজ। সেই সময়ই দেখা যায় রাত ২.৩০ নাগাদ করিডরে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় রায়। 


পুলিশ সূত্রে খবর, সঞ্জয়ের বয়ানে প্রথম থেকেই অসঙ্গতি ছিল। জিজ্ঞাসাবাদ পর্যায়ে প্রথমে তিনি জানিয়েছিলেন তিনি যে রোগীদের ভর্তি করেছিলেন তাঁদের খোঁজ নিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ রোগীদের জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে শেষ তিন দিনে ওই ব্যক্তি তাঁদের কাছেই আসেননি। এরপরই পুলিশ নজর রাখে সিসিটিভি ফুটেজে। পুলিশ সূত্রে খবর, 'রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ দোতলা , তিনতলার করিডরের সিসিটিভি-তে দেখা গেছে সঞ্জয় রায়কে। চেস্ট বিভাগের কাছের সিসিটিভিতেও দেখা যায়। সেখানে আর কারও গতিবিধির ছবি পাওয়া যায়নি। সিসিটিভি-র ছবি হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের দেখানো হয়। তাঁরা সঞ্জয় রায়কে চিনতে পারে। নার্স ও অন্যান্য কর্মীরা জানায় হাসপাতালে বিভিন্ন সময়ে রোগী ভর্তি করতে আসে এই ব্যক্তি। 


এদিন সকালেই ব্লুটুথ হেডফোনের ছেঁড়া তার তথ্য হিসেবে হাতে উঠে আসে পুলিশের। সিসিটিভিতে পুলিশ দেখে RG কর হাসপাতালে ঢোকার সময় ধৃত সঞ্জয়ের গলায় ছিল ওই ব্লুটুথ হেডফোন। কিন্তু হাসপাতাল থেকে বেরনোর সময় ওই হেডফোন তাঁর গলায় নেই। বরং চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।  



আরও পড়ুন, মধ্যরাতে করিডরে ঘুরছিলেন সঞ্জয়, এরপরই.. CCTV-এ হাড়হিম দৃশ্য! RG Kar-এ চিকিৎসক খুনে নয়া মোড়


গতকাল টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। এদিন RG কর হাসপাতালে যান DC নর্থ অভিষেক গুপ্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে