নয়াদিল্লি: 'সন অফ সর্দার ২' (Son Of Sardar 2) ছবিতে অভিনয় করার কথা ছিল বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt)। কিন্তু সিনেমা থেকে বাদ পড়লেন তিনি কারণ ব্রিটেনে যাওয়ার ভিসা বাতিল হয়ে গিয়েছে অভিনেতার। কিছুদিন আগেই এই খবর আসে প্রকাশ্যে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই, জানালেন এই সিদ্ধান্ত 'ভুল'। ভিসা (UK Visa Cancelled) দিয়ে ফের কেন সেটা বাতিল করা হল, প্রশ্ন সঞ্জয় দত্তের।


ভিসা বাতিল, কী প্রতিক্রিয়া সঞ্জয় দত্তের?


বাতিল হয়েছে ব্রিটেনের ভিসা। শ্যুটিং করতে যেতে না পারায় সঞ্জয় দত্তকে বাদ পড়তে হল অজয় দেবগণ অভিনীত 'সন অফ সর্দার ২' ছবি থেকে। সূত্রের খবর, ১৯৯৩ সালের বম্বে বোমা হামলায় অন্যান্য অভিযুক্তদের কাছ থেকে সংগ্রহ করা অবৈধ অস্ত্র রাখার জন্য সঞ্জয়কে গ্রেফতার করার পর থেকে, অভিনেতাকে একাধিকবার যুক্তরাজ্যে প্রবেশ করতে দিতে অস্বীকার করা হয়েছে। এখন তাঁর বদলে ছবিতে রবি কিষাণকে দেখা যাবে বলে খবর। এছাড়াও বিজয় কুমার অরোরা পরিচালিত ছবিতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর ও চাঙ্কি পাণ্ডেকে। 


বম্বে টাইমসকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে 'মুন্নাভাই এমবিবিএস' অভিনেতা বলেন, 'আমি একটা জিনিস জানি যে ব্রিটেন সরকার যেটা করল একেবারে ঠিক নয়।' তিনি এও জানান যে ব্রিটেন সরকারের তরফে প্রথমে তাঁকে ভিসা দেওয়া হয় এবং সমস্ত টাকাপয়সা দেওয়া হয়ে গিয়েছিল। তিনি বলেন, 'সব তৈরি ছিল। তারপর ১ মাস পরে আমার ভিসা বাতিল করছ। আমি ব্রিটেন সরকারকে যা যা কাগজপত্র ইত্যাদি প্রয়োজন ছিল সব দিয়েছিলাম।'


গোটা ঘটনায় যথেষ্ট বিরক্ত অভিনেতা। তাঁর দাবি যদি পরে ভিসা বাতিল করারই পরিকল্পনা ছিল তাঁদের তাহলে কেন প্রথমে ভিসা দিলেন? 'আইন বুঝতে হঠাৎ করে ১ মাস সময় লাগল কী করে?' শোনা যাচ্ছে এই ছবিতে হয়তো বিশেষ অতিথিশিল্পী হিসেবে দেখা যেতে পারে ৬৫ বছর বয়সী অভিনেতাকে। ব্রিটেন থেকে গোটা টিম ভারতে ফেরার পর এই দেশেই তাঁর অংশের শ্যুটিং হবে বলে খবর। 


অক্ষয় কুমারের সঙ্গে 'হাউজফুল ৫' ছবিতে কাজ করছেন সঞ্জয় দত্ত। বিজনেজ স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে, এই ছবিরও শ্যুটিং ব্রিটেনে হওয়ার কথা। কিন্তু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নাকি সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় অভিনীত সমস্তটাই মুম্বইয়ে শ্যুটিং করে নেবেন তাঁরা।


আরও পড়ুন: Arijit Singh: আন্তর্জাতিক শিল্পী টেইলর স্যুইফটকে পিছনে ফেলে শীর্ষস্থানের শিরোপা পেলেন অরিজিৎ


অজয় দেবগণ আনুষ্ঠানিকভাবে কমেডি ড্রামা 'সন অফ সর্দার ২' ছবির শ্যুটিং শুরু করেছেন। গত মঙ্গলবার নিজের হ্যান্ডলে পোস্ট করে এই খবর দেন অভিনেতা। ২০১২ সালে মুক্তি পায় 'সন অফ সর্দার'। তারই সিক্যুয়েল এই ছবি। ২০১২ সালের ছবিটি ছিল ২০১০ সালে রাজামৌলির তৈরি তেলুগু ছবি মর্যাদা রামান্নার রিমেক। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।