RG Kar News Live: নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা জুনিয়র ডাক্তারদের

RG Kar Protest Livwনবান্ন থেকে কালীঘাট, বারবার ব্যর্থ বৈঠক, সুপ্রিম কোর্টে নজর দু’পক্ষেরই?

ABP Ananda Last Updated: 17 Sep 2024 01:44 AM

প্রেক্ষাপট

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক দাবি করল সিবিআই। জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া থেকে শুরু করে খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, চিকিৎসক ধর্ষণ...More

RG Kar Protest Update: ৩৮ দিনের অপেক্ষার পর সাময়িক জয়, স্বাস্থ্য ভবনের সামনে উচ্ছ্বাস আন্দোলনকারীদের

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চের চত্বরে খুশির মেজাজ। উৎসবের আমেজ। চলছে স্লোগান, বাজছে ঢাক, শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খের আওয়াজ। মিষ্টি বিলি করতে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনেকে।