RG Kar News Live: নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা জুনিয়র ডাক্তারদের
RG Kar Protest Livwনবান্ন থেকে কালীঘাট, বারবার ব্যর্থ বৈঠক, সুপ্রিম কোর্টে নজর দু’পক্ষেরই?
স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চের চত্বরে খুশির মেজাজ। উৎসবের আমেজ। চলছে স্লোগান, বাজছে ঢাক, শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খের আওয়াজ। মিষ্টি বিলি করতে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনেকে।
কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়। অশোক স্তম্ভের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে ভারতের পতাকার রং। নীচে লেখা সত্যমেব জয়তে।
আমাদের বোনের বিচার এখনও বাকি আছেI লড়ছি, লড়বI আমরা আপোস করতে আসিনি, বিচার চাইI আন্দোলন চলছে, চলবে, ঘোষণা জুনিয়র ডাক্তারদের। সাধারণ মানুষকে ধন্যবাদও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আগে সিদ্ধান্তের বাস্তবায়ন হবে, ততক্ষণ চলবে কর্মবিরতি, জানালেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলনের ৩৮তম দিনে কিছু আলোচনা হয়েছে। কিছু আলোচনা অসম্পূর্ণ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিনীতি গোয়েলকে তিনি সরিয়ে দেবেন। ওঁর অপসারণের দাবি আমরা প্রথম থেকে করছি। স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করেছিলাম। ডিএমই, ডিএইচএস- কে সরানো হবে। ডিসি নর্থ নির্যাতিতার বাবা-মাকে সরানো টাকা দিতে চেয়েছিলেন, তাঁকেও সরানো হবে। আন্দোলনের চাপে একপ্রকার নতিস্বীকার করল রাজ্য সরকার।
উচ্ছ্বাসের পরিবেশ স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চে। বাজছে ঢাক। শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। সমানতালে চলছে স্লোগান। জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং বেশ কিছু দাবিকে মান্যতা দিয়ে সরকার পক্ষের কিছু ঘোষণা করার পরই খুশি দেখা গিয়েছে ধর্না মঞ্চে।
স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চে ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে পৌঁছে গিয়েছে তাঁদের বাস। সেখানে শুরু হয়েছে স্লোগান। জুনিয়র ডাক্তারদের কণ্ঠে শোনা যাচ্ছে উচ্ছ্বাস। আপাতত নিজেদের মধ্যে আলোচনা করবেন জুনিয়র ডাক্তাররা। তারপর জানানো হবে পরবর্তী পদক্ষেপ, সিদ্ধান্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সরানো হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। কলকাতা পুলিশে আরও কিছু রদবদলের ইঙ্গিতও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাল বিকেল ৪টের পর নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে। মুখ্যসচিব জানিয়ে দেবেন কে নতুন সিপি হবে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। সরানো হচ্ছে ডিসি নর্থকেও।
আন্দোলনের চাপে সিপি'র পদত্যাগের দাবি মেনে নেওয়া হয়েছে, বৈঠক শেষে বেরিয়ে দাবি করলেন জুনিয়র ডাক্তাররা।
৫ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু দাবি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। বাকি বক্তব্য আমরা ধর্না মঞ্চে ফিরে জানাব। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে জানালেন জুনিয়র ডাক্তাররা।
বৈঠক শেষে বেরিয়ে এলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় ৫ ঘণ্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। তাঁরা ফিরে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনের ধর্না মঞ্চে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষ হয়েছে জুনিয়র ডাক্তারদের। সূত্রের খবর, আজ রাতে সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এখনও মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরোননি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল।
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ। চলছে বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করতে পারেন। তারপর হয়তো জুনিয়র ডাক্তাররাও বেরিয়ে তাঁর সঙ্গে একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন। ইতিমধ্যেই কালীঘাট চত্বরে ভিড় করেছেন অগুনতি সাধারণ মানুষ।
বারাসাত থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মানব-বন্ধনের ডাক। আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে ৩৩ কিলোমিটার রাস্তা জুড়ে মানব-বন্ধনের ডাক দেওয়া হয়েছে। বারাসাত হাসপাতালের সামনে থেকে শুরু হয়েছে এই মানব-বন্ধন।
মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ। প্রায় ২ ঘণ্টা চলেছে বৈঠক। একটু পরেই বেরোবেন জুনিয়র ডাক্তাররা।
তিলপাড়া জলাধার থেকে ছাড়া হল সাড়ে সাত হাজার কিউসেট জল। বক্রেশ্বর নদীর জল বাড়তেই ডুবে গেল বোলপুরের আমোদপুরের রাস্তা। বন্ধ যান চলাচল।
টানা বৃষ্টিতে ২ দিন ধরে জলের তলায় বাঁকুড়ার মেজিয়ার মাতাবেল কজওয়ে। ফলে মেজিয়া-ছাতনা রাজ্য সড়কে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন।
আন্দোলনের ৩৬দিন, অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের শর্তে সায়, ২ স্টেনোগ্রাফারকে নিয়েই বৈঠকের অনুমতি। খুলল ব্যারিকেড, মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ডাক্তারদের বাস। প্রোটোকল ভেঙে ডাক্তারদের বাসের জন্য উঠল ব্যারিকেড।
আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে বিশ্বকর্মা পুজোর আগে কালো ঘুড়ি নিয়ে আলিপুরে পথে নামলেন চিকিৎসকরা।
মঙ্গলবার আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় তৃতীয় শুনানি সুপ্রিম কোর্টে। তার আগে আজ সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক করছেন জুনিয়র ডাক্তাররা। সন্ধে ৭টা নাগাদ বৈঠক শুরু হয়েছে বলে খবর। এই বৈঠকের মাধ্যমে রফাসূত্র বের হয় কিনা সেটাই এখন দেখার।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের স্বচ্ছতা প্রসঙ্গে তিনটি শর্ত রেখেছেন জুনিয়র ডাক্তাররা। শর্ত ১- দু'তরফেই ভিডিওগ্রাফি করা হবে। শর্ত ২- সরকার বৈঠকের ভিডিও করলে বৈঠক শেষের পরেই তা জুনিয়র ডাক্তারদের দিতে হবে। শর্ত ৩- ভিডিওগ্রাফি না হলে দু'তরফেই বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করা হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। বৈঠক কখন শুরু হয় সেটাই এখন দেখার।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 'মাফিয়া-চক্র', সিবিআই চায় রাজভবন। সিবিআই তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের। উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষা-দুর্নীতির অভিযোগেও সিবিআই দাবি। সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের।
আন্দোলনের ৩৬দিন, অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের শর্তে সায়, ২ স্টেনোগ্রাফারকে নিয়েই বৈঠকের অনুমতি।
৩০ জন জুনিয়র চিকিৎসক, সঙ্গে ২ জন স্টেনোগ্রাফার মুখ্যমন্ত্রীর বাড়ির অন্দরে প্রবেশ করলেন। আজকের বৈঠকে কি কাটবে জট?
মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা। বৈঠকে যোগ দিতে গিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রয়েছেন দুই স্টোনোগ্রাফার। বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।
কালীঘাটে পৌঁছে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বাস।
কার্যবিবরণী লিপবদ্ধ করতে ডাক্তারদের প্রতিনিধি প্রসঙ্গে মুখ্যসচিবের ইমেলে ধোঁয়াশা। দুই স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়েই কালীঘাটে উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের তরফে কার্যবিবরণীর ব্যাপারে সায় দিলেও প্রতিনিধি প্রসঙ্গে কোনও উল্লেখ করা হয়নি ইমেলে।
দু'জন ট্রান্সস্ক্রিপ্ট রাইটারকে নিয়েই কালীঘাটে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আলোচনায় যে তাঁরা রাজি সেকথা আগেই জানিয়েছিলেন। কিন্তু ৫ দফা দাবিতেও যে তাঁরা অনড়, একথা আজও স্পষ্ট করেছেন জুনিয়র ডাক্তাররা। কার্যবিবরণী লিপিবদ্ধ করার পর এবং সই হয়ে গেলে তা দ্রুত জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
কার্যবিবরণী লিপিবদ্ধ করতে ২ স্টোনোগ্রাফারকে নিয়েই কালীঘাটের দিকে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। ৫ দফা দাবির ব্যাপারেও অনড় রয়েছেন তাঁরা।
৫ দফা দাবিতে অনড় থেকেই কালীঘাটে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ৫ দফা দাবি নিয়ে কোনওরকম সমঝোতায় রাজি নই। আন্দোলন নিয়ে কোনও সিদ্ধান্ত বৈঠকে জানাবো না।
ইমেল, পাল্টা ইমেল, বৈঠকের জন্য নির্ধারিত সময় পার। আজ কি বৈঠক হবে কালীঘাটে? কার্যবিবরণী লিপিবদ্ধ করতে প্রতিনিধি নিয়ে যাচ্ছেন ডাক্তাররা। কিন্তু মুখ্যসচিবের ইমেলে ডাক্তারদের তরফে কার্যবিবরণী লিপিবদ্ধ করার প্রতিনিধি নিয়ে যাওয়ার প্রসঙ্গে ধোঁয়াশা রয়েছে। তবে আলোচনায় রাজি, জানিয়েছেন আন্দোলনকারীরা।
মুখ্যসচিবের ইমেল পাওয়ার পরে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। কার্যবিবরণী লিপিবদ্ধ করতে প্রতিনিধি নিয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে জটিলতা। মুখ্যসচিবের ইমেলে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করুক সরকার। মুখ্যসচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের।
আর জি কর কাণ্ডে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিহত চিকিৎসকের নাম বলে দিয়ে বিতর্কে মালদা জেলা তৃণমূলের সভানেত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে আর জি কর হাসপাতালে নিহত নির্যাতিতার নাম বলে দিলেন সাগরিকা সরকার। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াইও দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা।
জুনিয়র ডাক্তারদের ৩ শর্তের পাল্টা চিঠি রাজ্য সরকারের। দু'পক্ষের কার্যবিবরণী লেখার শর্ত মানল রাজ্য সরকার। ২ তরফের ভিডিওগ্রাফির শর্ত না মেনে কার্যবিবরণীতে ২ পক্ষের সইয়ে সম্মতি। কার্যবিবরণী-শর্ত মানলেও, চিঠিতে নেই ডাক্তারদের তরফে কাউকে নিয়ে যাওয়ার উল্লেখ।
এবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। একদিকে বৈঠক চেয়ে ফের মুখ্যমন্ত্রীর চিঠি, অন্যদিকে আক্রমণ তাঁরই মন্ত্রিসভার সদস্যের।
সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন 'শেষবারের জন্য বৈঠকের' ডাক।
শেষবারের জন্য জুনিয়র ডাক্তারদের বৈঠক চেয়ে মুখ্যসচিবের চিঠি।
কাল সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডে ফের শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনে বিচারের দাবিতে প্রতিবাদের ঢেউ। জুনিয়র চিকিৎসকদের মহামিছিল, পাশে সিনিয়ররাও।
আর জি কর কাণ্ডে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিহত চিকিৎসকের নাম বলে দিয়ে বিতর্কে মালদা জেলা তৃণমূলের সভানেত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে আর জি কর হাসপাতালে নিহত নির্যাতিতার নাম বলে দিলেন সাগরিকা সরকার। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াইও দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা।
আর জি কর কাণ্ডে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নিহত চিকিৎসকের নাম বলে দিয়ে বিতর্কে মালদা জেলা তৃণমূলের সভানেত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে আর জি কর হাসপাতালে নিহত নির্যাতিতার নাম বলে দিলেন সাগরিকা সরকার। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াইও দিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে শিক্ষকরা। বিচার চেয়ে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। মানববন্ধন, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদে সামিল শিক্ষক-শিক্ষাকারা।
ক্রাইম সিনে কলকাতা পুলিশের ৪০ ফুট কর্ডনের দাবি নস্যাৎ সিবিআইয়ের। ঘেরা হয়নি পদ্ধতি মেনে, বহিরাগত আনাগোণায় তথ্যপ্রমাণ লোপাটের গভীর আশঙ্কা সিবিআইয়ের।
এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের।
'বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না। বৈঠকের লিখিত বিবরণী সই করে উভয়পক্ষকে দিয়ে দেওয়া হবে। এটাই পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে'
ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি সরকারের
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের
হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন । সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানজুড়ে। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে
নিয়ম মেনে দুর্গাপুজো হবে। কিন্তু পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে সোদপুরের বোধিকানন ক্লাবের সদস্যদের কাছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ন্য়ায়বিচারের দাবি না মেটায়, রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনার এই ক্লাব।
তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন, এই মুহূর্তে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে আগুন লাগে। গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার আজ সপ্তম দিন। বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা।
প্রেক্ষাপট
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক দাবি করল সিবিআই। জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া থেকে শুরু করে খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, চিকিৎসক ধর্ষণ খুনের পর টালা থানার ওসিকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিল সিবিআই। রবিবার সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, আর জি কর-কাণ্ডে বৃহত্তর চক্রান্ত রয়েছে। টালা থানার ওসি বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একজন। প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের একটা যোগসাজশ ছিল।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালে ধর্ষন-খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ফের চটি দেখালেন বিক্ষোভকারীরা। শিয়ালদা কোর্টের ভিতরেও বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। কেউ অভিযুক্তদের হয়ে লড়বেন না, আদালতেই জানিয়ে দিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -