কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজে ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনার তদন্তে বড়সড় মোড়। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুনের প্রমাণ মিলেছে।  আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে- বলা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। সূত্রের খবর,ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে।


সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যেই খুন হয়েছেন মহিলা চিকিৎসক। ওই রিপোর্ট সূত্রের খবর, প্রথমে গলা টিপে খুন, মৃত্যু নিশ্চিত করতে ফের শ্বাসরোধ করা হয়। সূত্রের খবর এই বিষয়গুলি নিয়ে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে প্রায় নিশ্চিত পুলিশ। মৃত মহিলা চিকিৎসকের গলার হাড় ভাঙা, চাদরে রক্তের দাগ মিলেছে বলে সূত্রের খবর। লালবাজার সূত্রের খবর, মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ। মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলেছে নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, হাসপাতাল সূত্রের খবর। মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন, খবর সূত্রের। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের প্রমাণ, খবর সূত্রের। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক, খবর সূত্রের।


এরই মধ্যে মৃত মহিলা চিকিৎসকের দেহ নিয়ে যায় পুলিশ। অভিযোগ, টালা থানায় মৃতার বাবা-মা। আর অন্যদিকে তাঁরা জানতেই পারেননি যে  তাঁদের মেয়ের দেহ নিয়ে গেল পুলিশ। 


ময়নাতদন্তের পর দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বাম-বিজেপির ধস্তাধস্তি। বাম-বিজেপি নেতা-কর্মীদের সরিয়ে চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে গেল পুলিশ। 'কোথায় মেয়ের দেহ নিয়ে গেল কিছুই জানি না', অভিযোগ পরিবারের। তারপরেই জানা যায় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে দেহ। কিন্তু বাবা-মা জানতেন না যে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেহ।  


গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই তুমুল ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের জন্য ১১ সদস্যের কমিটি তৈরি করেছে রাজ্যে। শুভেন্দুর অভিযোগ, ওই কমিটিতে ইন্টার্নরা রয়েছেন। তাঁর অভিযোগ, গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের ছাত্রসমাজকে পথে নামার ডাক দিয়েছেন শুভেন্দু।  


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতে ঢুকতে চেয়ে ভিড়! শীতলখুচি সীমান্তে জলে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি