RG Kar News Live: 'মেয়েদের আরও ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন করব না', অভিযোগ নির্যাতিতার মা-র
RG Kar News: আর জি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীও গ্রেফতার। হাসপাতালের ২ ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংহও সিবিআইয়ের জালে। লালবাজারের কাছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উচ্ছ্বাস।
'মেয়েদের আরও ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন করব না', অভিযোগ নির্যাতিতার মা-র।
আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুন ঘটনার প্রতিবাদে শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল হয়েছেন প্রবীণ চিকিৎসকরাও।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার অংশ হতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। CISF জওয়ানদের উপযুক্ত থাকা-খাওয়ার ব্যবস্থা না করার অভিযোগ
'ন্যূনতম সুযোগ-সুবিধে না পেলে আদালত অবমাননার মামলা হোক'। রাজ্যের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা না করার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের খবর সূত্রের।
সরকারি অনুদানের টাকা নয়ছয় করার পাশাপাশি অবৈধ নিয়োগ ও অবৈধ পার্কিং চক্র চালানোর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁকেই ডেপুটেশন জুনিয়র চিকিৎসকদের।
সিবিআইয়ের গ্রেফতারির একদিন পরে অবশেষে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও বিতাড়িত সন্দীপ ঘোষ।
ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। তাঁদের আন্দোলনের চাপে অবশেষে নতিস্বীকার করে পুলিশ।
নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে বের করার সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পিছন থেকে সপাটে চড় মারা হল।
অবস্থান তোলার পর বিবি গাঙ্গুলি স্ট্রিট পরিষ্কার করছেন আন্দোলনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
কলকাতা দেখল অভিনব প্রতিবাদ। উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত রাস্তার ধারে মানব বন্ধনে যোগ দিলেন সাধারণ মানুষও।
কলকাতা পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসদের প্রতিনিধি দল।
RG কর কাণ্ডের বিচার চেয়ে উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত মানব বন্ধন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ধৃত তিনজনকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠালেন বিচারক।
প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজারের ভেতরে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে স্মারকলিপি জমা দিতে গেলেন জুনিয়র চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। বাইরে আন্দোলনকারীরা।
অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল অপরাজিতা বিল।
"আমাদের নৈতিক জয়", ২২ ঘণ্টার ধরে অবস্থানের পর পুলিশ ব্যারিকেড খোলায় বলছেন আন্দোলনকারীরা।
টানা ২২ ঘণ্টা আন্দোলনের পর তৃতীয়বার পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করার পর কাটল জট। ব্যারিকেড খুলে অবশেষে ২২ জন প্রতিনিধিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হল।
২২ ঘণ্টা পর অবশেষে ব্যারিকেড তুলতে রাজি হল পুলিশ। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। ব্যারিকেড তোলার পর লালবাজারের দিকে আরও ১০০ মিটার এগোবেন জুনিয়র চিকিৎসকরা।
বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল নিয়ে বলতে উঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী।
'আমি বিরোধী দলনেতার সব প্রশ্নের উত্তর দেব। তবে আমি বিরোধীদের থেকে জ্ঞান নেব না, এটি একটি ঐতিহাসিক বিল। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন', বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মহিলাদের রাত দখলের পর এ যেন ডাক্তারদের পথ দখল। লালবাজারের অদূরে ১৯ ঘণ্টারও বেশি লাগাতার অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। 'সিপি-কে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে নয়তো তাঁকে পদত্যাগ করতে হবে', আর জি কর-কাণ্ডে এই দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। ২ দফায় লালবাজারের পক্ষ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা ব্যর্থ।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া 'দীনবন্ধু মিত্র পুরস্কার', প্রত্যাখ্যান করলেন নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই। তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের আবহে রাজ্য সরকারকে বার্তা দিলেন বিশিষ্ট নাট্যকার। দুই হুজুরের গপ্পো, দায়বদ্ধর মতো একাধিক জনপ্রিয় নাটকের স্রষ্টা চন্দন সেন। ২০১৭ সালে তাঁকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। সেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তাকে ইতিমধ্যেই ইমেল করেছেন চন্দন সেন। পুরস্কার হিসেবে পাওয়া পদক ও নগদ ২৫ হাজার টাকা আজকেই ফেরাতে চান বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারী চিকিৎসকদের কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, নাট্য অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যে কটাক্ষ করেছেন, তার প্রতিবাদেও এই পুরস্কার প্রত্যাখ্যান বলে জানিয়েছেন চন্দন সেন।
আর জি কর কাণ্ডের জেরে প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।
আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে কার্টুনিস্টরা। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলায় এবারে অংশ নিচ্ছে না কার্টুনদল।
কলকাতায় ফের আগুন-আতঙ্ক, এবার পাতিপুকুরে। ভোর পাঁচটা নাগাদ মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে প্রথম আগুন নজরে আসে। মূলত পিচবোর্ডের মতো দাহ্য বস্তু মজুত থাকায় গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসুও।
গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। বেলা ১২টার পর ৪ জনকে তোলা হবে সিবিআই-এর বিশেষ আদালতে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার 'প্রত্যাখ্যান'। দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই, সরকারকে বার্তা নাট্যকারের। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল নাট্যকারের। ২০১৭-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার।
নিজাম প্যালেসের ৬ তলায় আগুন। কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
আর জি কর-কাণ্ডে জোরাল প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি লাভলি মৈত্রর। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের।
আর জি কর-কাণ্ডে সিপি-র পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। বাধা পেয়ে বি বি গাঙ্গুলি স্ট্রিটে চলছে ম্য়ারাথন অবস্থান বিক্ষোভ। তারকা তকমা দূরে সরিয়ে রেখে নাগরিক হিসেবে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনে সামিল হলেন সেলিব্রিটিরাও।
পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গর্জে উঠল রাজপথ। কিন্তু পুলিশের বিরুদ্ধে কেন এত ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা? অনেকেই বলছেন, ধৃত সঞ্জয় রায়কে সিভিক ভলান্টিয়ার না বলা, পুলিশের সামনেই আর জি কর মেডিক্যালে তাণ্ডব, FIR নিয়ে বিতর্ক, একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এমনকী এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টও।
দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী।
পুজো চলাকালীন বাড়িতে ঢুকে তোলা চেয়ে দুষ্কৃতীদের তাণ্ডব! তোলা দিতে আপত্তি করায়, পরিবারের মহিলা সদস্য-সহ ৮ জনকে মারধর! মারাত্মক অভিযোগ বেহালায়, যা প্রশ্ন তুলে দিয়েছে এই শহরে নিজের ঘরেও কি তাহলে আর নিরাপদ থাকতে পারছেন না সাধারণ নাগরিকরা? তোলাবাজদের স্পর্ধা আর কোথায় গিয়ে পৌঁছবে!
আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
পুলিশের প্রতীকী শিরদাঁড়া, গোলাপ ফুল হাতে এবার লালবাজার অভিযান। সিপির ইস্তফার দাবিতে জুনিয়র ডাক্তারদের মিশন লালবাজার। জুনিয়র ডাক্তারদের ঠেকাতে পুলিশের 'লৌহ কপাট'। পুলিশের ব্যারিকেডই সার, ব্যারিকেডের সামনে বসে প্রতিবাদ।
গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।
প্রেক্ষাপট
'মেয়েদের আরও ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন করব না', অভিযোগ নির্যাতিতার মা-র।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার অংশ হতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। CISF জওয়ানদের উপযুক্ত থাকা-খাওয়ার ব্যবস্থা না করার অভিযোগ
'ন্যূনতম সুযোগ-সুবিধে না পেলে আদালত অবমাননার মামলা হোক'। রাজ্যের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা না করার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের খবর সূত্রের।
সিবিআইয়ের গ্রেফতারির পরে অবশেষে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর।
ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। তাঁদের আন্দোলনের চাপে অবশেষে নতিস্বীকার করে পুলিশ।
নিজাম প্যালেসে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে বের করার সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পিছন থেকে সপাটে চড় মারা হল।
অবস্থান তোলার পর বিবি গাঙ্গুলি স্ট্রিট পরিষ্কার করছেন আন্দোলনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
কলকাতা দেখল অভিনব প্রতিবাদ। উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত রাস্তার ধারে মানব বন্ধনে যোগ দিলেন সাধারণ মানুষও।
বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে অবস্থান প্রত্যাহার করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তবে আন্দোলন চলবে বলেও জানান তাঁরা।
কলকাতা পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসদের প্রতিনিধি দল।
RG কর কাণ্ডের বিচার চেয়ে উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত মানব বন্ধন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
আট দিনের জন্য সন্দীপ ঘোষ সহ তিন জনের সিবিআই হেফাজত। সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে ঢোকার সময় চোর চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ।
লালবাজারের ভেতরে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে স্মারকলিপি জমা দিতে গেলেন জুনিয়র চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। বাইরে আন্দোলনকারীরা।
অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল অপরাজিতা বিল।
নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও জুনিয়র চিকিৎসক খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষকে।
"আমাদের নৈতিক জয়", ২২ ঘণ্টার ধরে অবস্থানের পর পুলিশ ব্যারিকেড খোলায় বলছেন আন্দোলনকারীরা।
তৃতীয়বার পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনার পর কাটল জট, খোলা হল ব্যারিকেড।
১৫ দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ-সহ ৪ (Sandip Ghosh Arrested)। আনা হল সিজিও থেকে নিজাম প্যালেসে (Nizam Palace)। আর জি করে দুর্নীতি মামলায় পাকড়াও। দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ।
আর জি করে দুর্নীতি (RG Kar News) মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীও গ্রেফতার। হাসপাতালের ২ ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংহও সিবিআইয়ের জালে।
প্রাক্তন ডেপুটি সুপারের মামলায় গ্রেফতার আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। খবর পেয়েই লালবাজারের (Lalbazar) কাছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উচ্ছ্বাস।
সন্দীপের গ্রেফতারির পরেই দলের অস্বস্তি বাড়িয়ে একের পর এক মুখ খুললেন তৃণমূল নেতার। 'পড়ল মিডল স্ট্যাম্প, এবার কী?' পোস্ট সুখেন্দু শেখরের।
দেড় বছর আগেই স্বাস্থ্য দফতরে দুর্নীতির অভিযোগ, আগে পদক্ষেপ নিলে এড়ানো যেত অস্বস্তি। বললেন কুণাল। প্রমাণ হল ভুল বলিনি, পোস্ট শান্তনুর।
লাগাতার আন্দোলনের মধ্যেই সন্দীপ গ্রেফতার। এটা তো হওয়ারই ছিল, মন্তব্য সুকান্তর। মাথা পর্যন্ত কবে? একসুরে প্রশ্ন বাম-কংগ্রেস-আইএসএফের।
এসএসকেএমের পিজিটি কী করছিলেন আর জি করের ক্রাইম সিনে? আইএমএ-র প্রশ্নে লালবাজারের নীরবতার মধ্যেই টিএমসিপি থেকে সাসপেন্ড অভীক দে।
আর জি কর কাণ্ডে সিপির পদত্যাগ চেয়ে লালবাজারের রাস্তা দখল। কাজ এল না এসিপির দৌত্যেও। সবাইকে এড়িয়ে অন্য দিক দিয়ে বেরোলেন সিপি।
হাতে প্রতীকি শিরদাঁড়া, গোলাপ ফুল। ডাক্তারদের ঠেকাতে লালবাজারের কাছে দেড় মানুষ সমান লৌহ কপাট! প্রয়োজনে রাত দখল, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
দুপুর থেকে ফিয়ার্স লেনে টানা অবস্থানে জুনিয়র ডাক্তাররা। গো ব্যাক স্লোগানের মুখে ফিরতে হল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
আর জি কর কাণ্ডের বিরুদ্ধে যাদবপুরে ফের প্রতিবাদ। কলকাতা থেকে কোচবিহার। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডিএম অফিস অফিস অভিযানে তুলকালাম। গ্রেফতার নীশীথ, পরে মুক্তি। বিজেপি-অভিযানে ধুন্ধুমার
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও সায়ন-মামলায় থাপ্পড় খেল রাজ্য সরকার। ৪১ জন পুলিশকর্মীকে আহত করেছেন একজন? বিস্ময়প্রকাশ করে মামলাই খারিজ।
সায়নের পর নবান্ন অভিযানের আগের রাতে ৮ ছাত্রের গ্রেফতারি নিয়েও ধাক্কা খেল রাজ্য। এভাবে চললে তো যাকে-তাকে গ্রেফতার করবে পুলিশ, প্রশ্ন হাইকোর্টের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -