কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar News) তোলপাড় গোটা শহর, রাজ্য, দেশ। সমাজের সমস্ত স্তরের মানুষই মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব, সকলের মুখে একটাই দাবি 'বিচার চাই' (We Want Justice)। পথে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরা, নাট্যকর্মীরা, সঙ্গীতশিল্পীরা। অনেকেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরই মাঝে সাধারণ মানুষের কটাক্ষের শিকার অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার তিনি পাশে পেলেন পরিচালক দেবালয় ভট্টাচার্যকে (Debaloy Bhattacharya)। কী বললেন তিনি?


নীরব অনির্বাণ! কটাক্ষের মুখে অভিনেতার পাশে দাঁড়ালেন দেবালয়


সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় আরজি কর কাণ্ড নিয়ে। অনেক শিল্পীই তাঁদের নিজেদের কাজ নির্ধারিত সময় থেকে পিছিয়ে দিচ্ছেন, যে প্রোফাইল অনেকেই মূলত নিজেদের কাজের প্রচারের জন্য ব্যবহার করতেন, সেখানেই এখন শোনা যাচ্ছে প্রতিবাদের সুর। কিন্তু এতকিছুর মধ্যে একেবারেই চুপ অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। আর সেই কারণেই নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার তিনি, এমনকী তাঁর এমন নীরবতা ভালভাবে মেনে নেননি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশও। 


তবে এতকিছুর মধ্যেও অনির্বাণের পাশে দাঁড়ালেন দেবালয়, তাঁর মতে শিল্পীর কাজ নাটকে, সিনেমায় বক্তব্য রাখা, মিডিয়ার সামনে নয়। এদিন নাতিদীর্ঘ একটি পোস্টে তিনি লেখেন, 'অনির্বাণ ভট্টাচার্য কেন নীরব। তাই নিয়ে দেখছি নানা ক্ষোভ। তিনি একজন শিল্পী। তাঁর কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখা। তাঁর কাজ তাঁর কাজে, নাটক সিনেমায় তাঁর বক্তব্য রাখা। সেটা না করতে পারলে তাঁকে দুষতে পারেন।'


একইসঙ্গে তিনি নিশানা করেছেন 'সেলিব্রিটি'দের একাংশকে। স্পষ্ট লিখেছেন, 'সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয় না। সর্বপ্রথম এই সবটা থেকে সেলিব্রিটিদের কোট আনকোট ব্যান করা উচিত। ফুটেজকামী এখন নতুন যৌনতা। আমরা শিল্পী। আমরা আমাদের কাজ কম বেশি করার চেষ্টা করি। হয়তো পারি না। ইতিহাস তার বিধান দেবে। মানুষ প্রতিবাদ করুক। সেলিব্রিটিরা ফানুশ। আসিবে যাইবে ফুটেজ পাইবে।'


এখানেও থামেননি দেবালয়। তিনি আরও ক্ষোভপ্রকাশ করে লেখেন, 'নেতা কই? কেন সেলেবদের কথা বলতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক লড়াই। সেলেবরা বলছে কারণ সুশীল সমাজে কোনও নেতা নেই। বিপক্ষ নেই। ব্রিটিশ ভারতের বিরুদ্ধে গান্ধীর কথা শুনত লোকে, Fearless Nadia-র বাইট নিত না। নিলে ট্রোল হত আমি নিশ্চিত। আমরা বিপক্ষ বানাতে পারিনি। আমাদের নেতা নেই, মুখপাত্র নেই। আমাদের কণ্ঠস্বর গরু নামক রচনা। এর জন্য আমরা দায়ী। কর্মফল।' পোস্টের শেষে দেবালয় হ্যাশট্যাগেও উল্লেখ করেছেন তারকাদের 'নিষিদ্ধ' করার দাবি। 




আরও পড়ুন: Hema Committee Report: যৌন শোষণের শিকার, পদে পদে হেনস্থা মেয়েদের, মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট


এর আগে কেবল অনুরাগীরা নন, নাম না করে অনির্বাণকে কটাক্ষ করে পোস্ট করেছিলেন প্রযোজক রানা সরকারও। নাম না করলেও, পোস্টে তিনি যোগ করেছেন অনির্বাণের ছবি। নিখোঁজ পোস্টার তৈরি করেছেন রানা আর সেখানে তিনি অনির্বাণকে 'খোকা' বলে উল্লেখ করেছেন। খোকা অনির্বাণেরই অভিনীত এক বিখ্যাত চরিত্রের নাম। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।