কলকাতা: আপাতত স্বস্তিতে থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হওয়া আরজি কর মেডিক্যাল কলেজের ৫১ জন জুনিয়র ডাক্তার! আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করে যে নির্দেশ দিয়েছিলেন কর্তৃপক্ষ, তা কার্যকরী নয়। 


মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, এই সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 


তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, গত ৫ অক্টোবর যে রেজোলিউশনের সুপারিশ করা হয়েছিল, তা কার্যকরী হবে না। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য স্বর্ণার্ক ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রীর বলার পর আজ হাইকোর্টে যা হল, তাতে যারা থ্রেট কালচার চালায়, তারা আরও বলীয়ান হবে বলে মনে হয়েছে। হাইকোর্টে যা হয়েছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে।


এ প্রসঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য আসফাকুল্লা নাইয়া বলেন, 'মুখ্যমন্ত্রী বিবেচনা করে দেখুক, নির্যাতিতদের পক্ষে থাকবেন, নাকি যারা নির্যাতন করেছে, তাদের। এতে যারা নির্যাতনকারী তারা মনোবল পাবে।' 


উল্লেখ্য, সোমবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের বৈঠকে আরজি করের এই জুনিয়র ডাক্তারদের সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এই যে আরজি করে ৮৯ জনকে সাসপেন্ড করা হল, কাকে বলে হয়েছে? এটা থ্রেট কালচার নয়?' 



মঙ্গলবার, হাইকোর্টে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের আইনজীবী বলেন, কোনও কারণ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। অর্ডারে স্পষ্ট নয় কেন বহিষ্কার। অভিযোগ কী ছিল সেটা জানানো হয়নি। আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী বলেন, রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব। কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে। রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমরা কাউকে বহিষ্কার করিনি। 


পাল্টা জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর আইনজীবী বলেন, ৫০০ জন রেসিডেন্ট চিকিৎসক এঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এনেছেন। অথচ আমাদের না পার্টি করে কীভাবে এই মামলা হতে পারে? 


বিচারপতি এদিন বলেন, পার্টি হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন।


এদিকে, সোমবার নবান্নে যে বৈঠক হয়েছে তার কার্যবিবরণীতে বলা হয়েছে, সমস্ত অভিযোগ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল খতিয়ে দেখতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, এনকোয়ারি রিপোর্ট ও সুপারিশপত্র স্বাস্থ্য দফতর মারফৎ মুখ্য সচিবকে পাঠাতে হবে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে