ঝিলম করঞ্জাই, কলকাতা: একাদশ দিনে পড়ল ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। ৫ জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবু অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা।
এদিকে, অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও আচ্ছন্ন ভাব রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল যখন কলকাতা মেডিক্যালে তনয়াকে আনা হয়, সেইসময় তাঁর শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ছিল না। মূত্রে কিটোনের মাত্রাও বেশি ছিল। সেই সমস্যাগুলি এখনও কাটিয়ে ওঠা যায়নি।
আজ বেশ কিছু পরীক্ষা-করা হবে। ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছিলেন কলকাতা মেডিক্যালের ENT বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। একটানা অনশনের জেরে গতকাল ধর্নামঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন তনয়া। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, অনশন আন্দোলনে তনয়ার সহযোদ্ধা আরেক জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অন্ত্রে রক্তক্ষরণের সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু অনুষ্টুপ খাবার খেতে না চাওয়ায়, চিন্তায় রয়েছেন সিনিয়র ডাক্তাররা।
জেলায় জেলায় অনশন
বাঁকুড়াতে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি ও অনশনকে সমর্থন জানিয়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। বাকিরা হাসপাতালে স্বাভাবিক পরিষেবা দিচ্ছেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন। একই সঙ্গে দ্রোহের কার্নিভাল উপলক্ষ্যে আজ বিকেলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, IMA-র হুগলি-চুঁচুড়া শাখার ডাকে ২ দিনের কর্মবিরতি চলছে। এর মধ্যেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। সকাল থেকে সেখানে উপছে পড়ছে রোগীদের ভিড়। প্রতীকী অনশনরত চিকিৎসকরা অভয়া ক্লিনিকে রোগী দেখছেন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে জরুরি বিভাগ চালু থাকলেও, আউটডোর বন্ধ। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ১১ দিনে পড়লেও সরকারের হেলদোল নেই, তাই প্রতীকী অনশন করে প্রতিবাদ, জানিয়েছেন চিকিৎসকরা।
আর জি কর-কাণ্ডের ন্যায়বিচার ও জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে সমর্থন জানিয়ে প্রতীকী অনশনে বসল পাঁশকুড়া নাগরিক সমাজ। পাঁশকুড়া স্টেশনের সামনে মঞ্চ বেঁধে সকাল ৯টা থেকে শুরু হয়েছে প্রতীকী অনশন, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এরপর মশাল মিছিল করবে পাঁশকুড়া নাগরিক সমাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে