কলকাতা: অনিকেত, অলোকের পর এবার অসুস্থ অনুষ্টুপ। ৮ দিনে পড়েছে অনশন, অসুস্থ আরও একজন জুনিয়র চিকিৎসক। অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে। সেখানে সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
শনিবার রাত ১০.৩০টা নাগাদ অনুষ্টুপের পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। এরপর রাত ১১টা নাগাদ অ্যাম্বুল্যান্সে অনুষ্টুপকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যালে। অনুষ্টুপকে ভর্তি করা হয় সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউ-এ। 'অনুষ্টুপের চিকিৎসায় কলকাতা মেডিক্যালে ৮ সদস্যের বোর্ড, রাখা হয়েছে সিসিইউতে, জানালেন কলকাতা মেডিক্যালের MSVP। অনুষ্টুপের শরীরের কোথা থেকে রক্তক্ষরণ, খতিয়ে দেখা হয়। অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধানের নেতৃত্বে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে শনিবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মারও শারীরিক অবস্থার অবনতি হয়। আলোক ভার্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইসিইউ-তে রাখা হয়েছে আলোক ভার্মাকে। কিটন বডি বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে লিভার এবং কিডনিতে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, হার্ট-রেট অনিয়মিত।
গত শনিবার থেকে আমরণ অনশন চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা উদ্বেগজনক। লাগাতার অনশনের জেরে ইতিমধ্য়েই অসুস্থ হয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছেন অনিকেত মাহাতো। তাঁর শারীরিক অবস্থার সামান্য় উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।শারীরিক অবস্থা খারাপ হলেও ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশনে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
ধর্মতলায় আমরণ অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অনিকেত মাহাতো। ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের সিসিইউতে। শনিবারই অনিকেত মাহাতোকে দেখতে এলেন অনিকেতের বাবা। ছেলেকে হাসপাতালে দেখে এসে অনিকেতের বাবা বলেন, 'চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ওটা তো থাকবেই। চিকিৎসকরা জানিয়েছে বিপদ কেটে গিয়েছে। ছেলে কথাও বলেছে আমার সঙ্গে। অনেকটা ভাল আছে জানান হল। ওঁর এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। বাবা-মা হিসেবে এটাই চাই যে, আর কোনও দ্বিতীয় অভয়া যেন না হয়। ও সুস্থ হয়ে উঠুক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে