কলকাতা: ডেডলাইনের পাল্টা ডেডলাইন। এবার রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। শুধু তাই নয়,  আগের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল রাজ্যের স্বাস্থ্যসচিবের ইস্তফার দাবি। স্বাস্থ্য অধিকর্তা (DHS) ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার (DME)-রও ইস্তফার দাবি তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।                   


এই দাবি পূরণের জন্য আজ বেলা ১২টায় করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। আজ বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।                                                         



একনজরে দেখে নেওয়া যাক জুনিয়র চিকিৎসকদের দাবিগুলি কী কী?


১. আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা এবং ঘটনার মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। 


২. তথ্যপ্রমাণ লোপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা। 


৩. কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ।


৪. মেডিক্যাল কলেজ, হাসপাতাল-সহ রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে 
স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। 


৫. সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। 


৬. স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ।



এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। 'সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব, সরকার আদৌ চান না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব', আন্দোলন নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের। 


আরও পড়ুন, 'এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে', বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে