কলকাতা: আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার আজ এক মাস পূর্ণ হল। বিচারের দাবিতে রাজ্যজুড়ে নাগরিকরা পথে নেমেছেন। এই আবহে এবার পুজোয় ফিরতে বললেন মুখ্য়মন্ত্রী। আজ, মমতা বন্দোপাধ্যায় বলেন, এক মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। যদিও বিচারের দাবিতে আন্দোলনে অনড় প্রতিবাদীরা।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছে সমাজের অনেকেই। সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা বলেন, 'মুখ্যমন্ত্রী আজ সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন শবের উপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি, উৎসবে ফেরার আবেদন অশ্লীল ও অমানবিক'। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের।
এর পাশাপাশি কর্মবিরতিতে অনড় থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে সিপি-র ইস্তফার দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি।
মমতার এই মন্তব্য নিয়ে শিল্পী সমীর আইচ এ প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলছি উনি কি বুঝতে পারছেন না? আপনি কি এখনও বুঝতে পারছেন না যে আপনার উপদেশ বলুন বা জ্ঞান কেউ শুনতে চাইছে না। আর নিতে পারছে না। অনেক হয়েছে অনেক। ঈশ্বর না করুক আপনার পরিবারের সঙ্গে কোনও মহিলার সঙ্গে এই একই জিনিস হত আপনি পারতেন তো উৎসবে যোগ দিতে? আর জি করের মেয়েটি আমাদের বাংলার সন্তান। প্রত্যেকের মেয়ে। মানুষ কবে উৎসবে ফিরবেন সে ভাবনা আপনি ছেড়ে দিন। আপনার এই চালাকি মন্তব্য আপনি ত্যাগ করুন। বাংলার মানুষ মন থেকে আর আপনাকে চাইছে না।
আরও পড়ুন, মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে